Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
 ব্যাংক ব্যবস্থা
 মুদ্রা ব্যবস্থা
 বিদেশি মুদ্রা ব্যবস্থা
 সরকারী অর্থপত্রের বাজার
 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলি
 পাওনা মেটানোর ব্যবস্থা
হোম >> সাধারণ প্রশ্নাবলী - View
Date: 01/04/2007

ভারতে বিদেশী বিনিয়োগ

ভারতে বিদেশী বিনিয়োগ

১। বিদেশের সরাসরি বিনিয়োগ

১. কি কি প্রকার নিয়মাবলীর সাহায্যে বিদেশী কোম্পানী ভারতে ব্যাবসা-বাণিজ্য পরিচালনা করতে পারে ?

·        একটি বিদেশী কোম্পানী ভারতে তাদের ব্যাবসা-বাণিজ্য বিস্তারের পরিকল্পনা করলে তারা নিম্নলিখিত নিয়মগুলির যে কোনোটি নির্বাচন করতে পারেন :

·        ১৯৫৬ সালের কোম্পানীজ্ আ্যাক্টের অন্তর্গত আইনের দ্বারা, একটি বিদ্যমান সংস্থা হিসাবে আর একটি কোম্পানীকে  নিম্নলিখিত প্রক্রিয়ার মাধ্যমে সমসংস্থাভুক্ত করতে পারে

o        যুগ্ম কর্মপরিকল্পনা(জয়েন্ট ভেঞ্চার)-এর সাহায্যে ; অথবা

o        সম্পূর্ণভাবে নিজস্ব মালিকানার অধীনে

·        একটি বিদ্যমান অসমসংস্থা হিসাবে নিম্নলিখিত প্রক্রিয়ার মাধ্যমে

o        লিযাজঁ অফিস (সংযোগ অফিস) / রিপ্রেজেন্টেটিভ অফিস (প্রতিনিধিত্বকারী অফিস)

o        প্রোজেক্ট অফিস (কর্ম-পরিকল্পনার অফিস)

o        ব্রাঞ্চ অফিস (শাখা অফিস)

ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট (অন্য স্থানের ব্যাবসা-বাণিজ্যের ভারতে শাখা অফিসের প্রতিষ্ঠান) রেগুলেশন ,২০০০ -এর অন্তর্গত নিয়মের দ্বারা অনুমতিপ্রাপ্ত এই ধরণের অফিসগুলি সক্রিয় কার্যকলাপের দায়িত্ব ভার গ্রহণ করতে পারে

২. একটি বিদেশী কোম্পানী ভারতে কিভাবে বিনিয়োগ করবে ? ভারতীয় কোম্পানী দ্বারা বিদেশী সহযোগী কোম্পানী/বিনিয়োগকারীদের শেয়ার প্রচলনের আইনি প্রবিধানের কি অধিকার আছে ?

অটোমেটিক রুট (স্বয়ংক্রিয় পথ)

·        অটোমেটিক রুট(স্বয়ংক্রিয় পথ)-এর অন্তর্গত ১০০ % এফ.ডি.আই. সমস্ত কার্যকলাপে/ বিভাগে (সেক্টরে) অনুমোদিত, কেবলমাত্র নিম্নলিখিত বিভাগ/বিষয় ছাড়া, যাদের সরকারের কাছ থেকে পূর্ব্ব অনুমোদন গ্রহণ আবশ্যক :

    • যে সমস্ত কার্যকলাপ/স্বতন্ত্র বস্তুর ইণ্ডাস্ট্রিয়াল লাইসেন্স (শিল্পসংক্রান্ত অনুমতিপত্রের) প্রয়োজন ;
    • যে সমস্ত প্রস্তাবে বিদেশী সহযোগী কোম্পানীর ভারতে একইক্ষেত্রে একটি অর্থনৈতিক / প্রাযুক্তিক সহযোগ বর্তমানে বিদ্যমান আছে,

o       একটি বিদ্যমান ভারতীয় কোম্পানীতে শেয়ার অর্জনের প্রস্তাব : আর্থিক পরিষেবা বিভাগ এবং যেখানে ১৯৯৭ সালের, সিকিউরিটি আ্যাণ্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইণ্ডিয়া (প্রচুর পরিমাণ শেয়ার অর্জন এবং অধিগ্রহণ) রেগুলেশনস্(প্রবিধান)-এ আকর্ষিত ;

o       সমস্ত প্রস্তাবগুলি আউটসাইড নোটিফায়েড সেক্টোরাল পলিসি/ক্যাপস্ অথবা এফ.ডি.আই. যেখানে অনুমোদিত নয় সেই বিভাগে পড়ছে

·        অটোমেটিক রুট (স্বয়ংক্রিয় পথ)-এর অন্তর্গত বিভিন্ন বিভাগে/ বিস্তৃত কার্যকলাপে এফ.ডি.আই. অনুমোদিত , এর সরকার অথবা ভারতীয় রিজার্ভ ব্যাংক কারোর দ্বারাই কোনো পূর্ব্ব অনুমোদন গ্রহণের প্রয়োজনীয়তা নেই বিনিয়োগকারীদের কেবলমাত্র ভারতীয় রিজার্ভ ব্যাংক-এর সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে আভ্যন্তরীণ প্রেরিত টাকা কড়ির প্রাপ্তির ৩০ দিনের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া প্রয়োজন এবং বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার প্রদানের (ইস্যুর) ৩০ দিনের মধ্যে ওই অফিসে প্রয়োজনীয় নথিপত্র জমা করা প্রয়োজন

গভর্নমেন্ট রুট (সরকারী পথ)

·        এফ.ডি.আই. -এর যে কার্যকলাপগুলি অটোমেটিক রুট (স্বয়ংক্রিয় পথ)-এর অন্তর্গত নয় সেগুলির পূর্ব্ব অনুমোদন গ্রহণের প্রয়োজনীয়তা আছে এবং সেগুলি ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড এফ.আই.পি.বি., রাজস্ব-বিভাগ দ্বারা বিবেচিত হয় http://www.dipp.gov.in/. থেকে ডাউনলোড করে ফর্ম এফ.সি.-আই.এল. (FC-IL)-এ আবেদন করা যেতে পারে সাদা কাগজে বিস্তারিতভাবে লিখিত সমস্ত প্রাসঙ্গিক তথ্য সম্বলিত আবেদনপত্রও গ্রহণযোগ্য এর জন্য কোনো ফি জমা করতে হয় না

এফ.ই.এম.এ.-র অন্তর্গত ভারতীয় রিজার্ভ ব্যাংক-এর সাধারণ অনুমতি

·        যে সব ভারতীয় কোম্পানীগুলির এফ.আই.পি.বি. রুটের মাধ্যমে বিদেশী বিনিয়োগের অনুমোদন আছে তাদের আভ্যন্তরীণ টাকা কড়ি প্রেরণের জন্য এবং বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার প্রদানের(ইস্যু) জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক-এর আর কোনো অনুমতিপত্রের প্রয়োজন হয় না ভারতীয় রিজার্ভ ব্যাংক-এর সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে আভ্যন্তরীণ টাকা কড়ির প্রাপ্তির ৩০ দিনের মধ্যে এবং বিদেশী বিনিয়োগকারী অথবা এন.আর.আই.-দের শেয়ার প্রদানের ৩০ দিনের মধ্যে কোম্পানীগুলির বিজ্ঞপ্তি দেওয়া প্রয়োজন

৩. ভারতে অটোমেটিক রুট (স্বয়ংক্রিয় পথ)-র সাথে সাথে গভর্নমেন্ট রুট (সরকারী পথ)-র অন্তর্গত কোন্ বিভাগগুলিতে এফ.ডি.আই. অনুমোদিত নয় ?

এফ.ডি.আই. গভর্নমেন্ট রুট (সরকারী পথ)-এর সাথে সাথে অটোমেটিক রুট (স্বয়ংক্রিয় পথ)-এর অন্তর্গত নিম্নলিখিত বিভাগগুলিতে নিষিদ্ধ:

ক) খুচরো ব্যবসা

খ) আণবিক শক্তি

গ) লটারীর ব্যবসা

ঘ) জুয়া এবং বাজি ধরা

ঙ) নির্মাণ প্রকল্প এবং ভূসম্পত্তির ব্যবসা

চ) কৃষি (পুষ্পোত্পাদন, উদ্যানপালন, বীজ উত্পাদন, পশু পালন, মত্স পালন এবং সবজি, মাশরুম ইত্যাদির চাষ - আয়ত্তাধীন অবস্থার অধীনে এবং কৃষি ও তত্সম্বন্ধিত বিভাগের সঙ্গে সম্পর্কিত পরিষেবা বাদ দিয়ে) এবং চাষ-আবাদ (চা চাষ-আবাদ ছাড়া অন্য কিছু)

৪.  অটোমেটিক রুট (স্বয়ংক্রিয় পথ)-এর অধীনে অথবা সরকারী  অনুমোদনের সাথে বিনিয়োগ করার পরে কি করা যেতে পারে ?

·        এই অভিপ্রায়ে একটি দ্বি-পর্যায়িক রিপোর্টিং প্রক্রিয়া (বিবৃতি প্রক্রিয়া)চালু করা হয়েছে

·        বিনিয়োগের জন্য অর্থ প্রাপ্তির বিষয়ে

o       বিদেশী বিনিয়োগকারীদের থেকে অর্থ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে ভারতীয় কোম্পানী ভারতীয় রিজার্ভ ব্যাংক-এর অন্তর্গত আঞ্চলিক অফিস, যার এক্তিয়ারে এর রেজিস্ট্রিকৃত অফিস অবস্থিত, সেখানে নিম্নলিখিত বিস্তৃত বিষয়ের বিবরণ সম্বলিত একটি রিপোর্ট পেশ করবে, যেমন :

o       বিদেশী বিনিয়োগকারীদের নাম এবং ঠিকানা

o       ফাণ্ড (তহবিল)প্রাপ্তির তারিখ এবং তাদের সমতুল্য টাকা

o       অনুমোদিত ব্যবসায়ীর নাম এবং ঠিকানা যার মাধ্যমে ফাণ্ড(তহবিল)গৃহীত হয়েছে, এবং

o       সরকারী অনুমোদনের বিস্তারিত বিবরণ, যদি কিছু থাকে ;

·        বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার প্রচারের (ইস্যু)বিষয়ে :

·        শেয়ার প্রচারের দিন থেকে ৩০ দিনের মধ্যে, এফ.সি.-জি.পি.আর. ফর্মে একসঙ্গে একটি রিপোর্ট তৈরী করে নিম্নলিখিত নথিপত্রের সঙ্গে ভারতীয় রিজার্ভ ব্যাংক-এর আঞ্চলিক অফিসে দাখিল করতে হবে :

·        কোম্পানী ভারতের বাইরে বসবাসকারীদের থেকে যে বিনিয়োগ গ্রহণ করছে, কোম্পানী সেক্রেটারীর থেকে গৃহীত সার্টিফিকেট এই স্বীকৃতির সাক্ষ্য দেয় যে

o       ১৯৫৬ সালের কোম্পানী আ্যাক্টের সমস্ত অবশ্যপূরণীয় শর্ত মেনে নেওয়া হয়েছে ;

o       যদি সরকারী অনুমোদনের কোনো স্থিতিকাল এবং শর্ত থাকে, সেগুলি মেনে নেওয়া হয়েছে ;

o       কোম্পানী নিম্নলিখিত এই প্রবিধানগুলির অধীনে শেয়ার প্রচলনে (ইস্যুতে) আইনতঃ যোগ্যতাসম্পন্ন ; এবং

o       কোম্পানীর কাছে ভারতে অনুমোদিত ব্যবসায়ীর দ্বারা প্রচারিত (ইস্যু) সমস্ত অরিজিন্যাল (মৌলিক)সার্টিফিকেট থাকলে তা অর্থ প্রাপ্তির বিবেচনার সাক্ষ্য দিচ্ছে ;

·        ভারতের বাইরে বসবাসকারী ব্যক্তিদের যে শেয়ার প্রচলিত করা হয়, সংবিধিবদ্ধ নিরীক্ষক (স্ট্যাট্যুটরী অডিটর) অথবা হিসাব নিরীক্ষকের (চাটার্ড আ্যকাউনটেন্ট) দেওয়া সার্টিফিকেট সেই শেয়ারের মূল্য বৃদ্ধির পদ্ধতিকে নির্দেশিত করছে

৫. বর্তমানে বিদ্যমান শেয়ারগুলি দেশে বসবাসকারীদের থেকে অনাবাসীদের কাছে অথবা অনাবাসীদের থেকে দেশে বসবাসকারীদের কাছে হস্তান্তরিত করার জন্য কি কি নীতি নির্দেশিত হয়েছে?

অনাবাসীদের কাছ থেকে অনাবাসীদের কাছে হস্তান্তরণ :

:  বিক্রয়ের মাধ্যমে হস্তান্তরণ :

·        ভারতের বাইরে বসবাসকারী ব্যক্তি শেয়ার/পরিবর্তনীয় ঋণস্বীকার পত্র (কনভার্টেবেল ডিবেঞ্চার) অবাধে ভারতে বসবাসকারী ব্যক্তিকে বিক্রয়ের মাধ্যমে হস্তান্তরিত করতে পারে নিম্নলিখিত বিষয়ের অধীনে :

o       ভারতের বাইরে বসবাসকারী যে কোনো ব্যক্তি,(অনাবাসী ভারতীয় হিসাবে নয় অথবা বিদেশী যৌথ সংস্থা হিসাবে নয়), ভারতের বাইরে বসবাসকারী যে কোনো ব্যক্তিকে শেয়ার/ পরিবর্তনীয় ঋণস্বীকার পত্র (কনভার্টেবেল ডিবেঞ্চার) বিক্রয়ের মাধ্যমে হস্তান্তরিত করতে পারেন ; এই শর্তে যে সংগ্রহকারীর অথবা হস্তান্তরকারীর ভারতে একই ক্ষেত্রে অথবা একই বিভাগে কোনো পূর্ব্ববর্তী ভেঞ্চার (কর্মপ্রচেষ্টা) অথবা অংশীদারী নেই

o       একজন অনাবাসী ভারতীয়ের কাছে (আনাবাসী ভারতীয়NRI) যে শেয়ার/ পরিবর্তনীয় ঋণস্বীকার পত্র (কনভার্টেবেল ডিবেঞ্চার) আছে, কেবলমাত্র আর একজন অনাবাসী ভারতীয়কেই তিনি বিক্রয়ের মাধ্যমে হস্তান্তরিত করতে পারেন ;

o       ভারতের বাইরে বসবাসকারী যে কোনো ব্যক্তি এফ.ই.এম.এ.( FEMA)প্রবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বোপার্জিত শেয়ার/ পরিবর্তনীয় ঋণস্বীকার পত্র (কনভার্টেবেল ডিবেঞ্চার), ভারতে একটি স্বীকৃত স্টক এক্সচেঞ্জ(সংভার বিনিময় কেন্দ্র)-এ একজন রেজিস্ট্রীকৃত দালালের মাধ্যমে বিক্রয় করতে পারে

o       একজন অনাবাসী ভারতীয় অথবা বিদেশী যৌথ সংস্থা, কেবলমাত্র আর একজন অনাবাসী ভারতীয়কেই বিক্রয়ের মাধ্যমে শেয়ার হস্তান্তরিত করতে পারেন ;

: উপহার দানের মাধ্যমে হস্তান্তরণ :

·        ভারতের বাইরে বসবাসকারী ব্যক্তি শেয়ার/ কনভার্টেবেল ডিবেঞ্চার (পরিবর্তনীয় ঋণস্বীকার পত্র) অবাধে ভারতে বসবাসকারী ব্যক্তিকে উপহার দানের মাধ্যমে হস্তান্তরিত করতে পারেন নিম্নলিখিত বিষয়ের অধীনে :

o       ভারতের বাইরে বসবাসকারী যে কোনো ব্যক্তি,(অনাবাসী ভারতীয় হিসাবে অথবা বিদেশী যৌথ সংস্থা হিসাবে নয়), ভারতের বাইরে বসবাসকারী যে কোনো ব্যক্তিকে শেয়ার/ কনভার্টেবেল ডিবেঞ্চার (পরিবর্তনীয় ঋণ পত্র) উপহার দানের মাধ্যমে হস্তান্তরিত করতে পারেন ; এই শর্তে যে সংগ্রহকারীর অথবা হস্তান্তরকারীর ভারতে একই ক্ষেত্রে অথবা একই বিভাগে কোনো পূর্ব্ববর্তী কর্মপ্রচেষ্টা (ভেঞ্চার) অথবা অংশীদারী নেই

o       একজন অনাবাসী ভারতীয়ের কাছে যে শেয়ার/ কনভার্টেবেল ডিবেঞ্চার (পরিবর্তনীয় ঋণস্বীকার পত্র)ধরে রাখা আছে, তা কেবলমাত্র আর একজন অনাবাসী ভারতীয়কেই উপহার দানের মাধ্যমে হস্তান্তরিত করতে পারেন ;

o       ভারতের বাইরে বসবাসকারী যে কোনো ব্যক্তি ভারতে বসবাসকারী যে কোনো ব্যক্তিকে শেয়ার/ কনভার্টেবেল ডিবেঞ্চার (পরিবর্তনীয় ঋণস্বীকার পত্র) উপহার দানের মাধ্যমে হস্তান্তরিত করতে পারেন ;

ভারতে বসবাসকারী ব্যক্তির থেকে অনাবাসী ভারতীয়কে হস্তান্তরণ :

: বিক্রয়ের মাধ্যমে হস্তান্তরণ মে ৩,২০০০ তারিখে প্রকাশিত আইন নম্বর ১০-এর নোটিফিকেশন নম্বর. FEMA 20/2000-RB র অন্তর্ভূক্ত সাধারণ অনুমতি .

·        যে ভারতীয় কোম্পানীর কার্যকলাপ বিভাগীয় সীমার শর্তাধীন এফ.ডি.আই.-এর জন্য অটোমেটিক রুটের (স্বয়ংক্রিয় পথের) অন্তর্ভুক্ত, ভারতে বসবাসকারী ব্যক্তি সেই কোম্পানীর যে কোনো শেয়ার/ কনভার্টেবেল ডিবেঞ্চার (পরিবর্তনীয় ঋণস্বীকার পত্র) ভারতের বাইরে বসবাসকারী ব্যক্তিকে বিক্রয়ের মাধ্যমে হস্তান্তরিত করতে পারে নিম্নলিখিত পদ্ধতিতে :

·        যে ভারতীয় কোম্পানীর শেয়ার অথবা পরিবর্তনীয় ঋণস্বীকার পত্র (কনভার্টেবেল ডিবেঞ্চার) হস্তান্তরণের জন্য প্রস্তাবিত হয়েছে সেই কোম্পানী কোনো রকম অর্থনৈতিক পরিষেবার প্রদানে নিযুক্ত হবে না ; (অর্থনৈতিক পরিষেবার মানে রিজার্ভ ব্যাংক দ্বারা পরিচালিত ব্যাংকিং এবং নন-ব্যাংকিং কোম্পানীগুলি দ্বারা পরিষেবা প্রদান, ইনসিওরেন্স, ইনসিওরেন্স রেগুলেটারী আ্যাণ্ড ডেভলপমেন্ট অথরিটি (আই.আর.ডি.এ.) দ্বারা পরিচালিত কোম্পানী এবং অন্য কোম্পানী যেগুলি হয়তো অন্য যে কোনো অর্থনৈতিক পরিচালক দ্বারা কেস হিসাবে পরিচালিত হতে পারে) 

·        হস্তান্তরণটি ১৯৯৭ সালের এস. ই.বি.আই. (সাবস্ট্যানশিয়াল আ্যাকুইজিশন অফ শেয়ারস্ আ্যাণ্ড  টেকওভার) প্রবিধানের আওতায় পড়বে না ; এবং

·        সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মূল্যনির্ধারক নির্দেশাবলী(প্রাইসিং গাইডলাইনস্), দলিল ব্যবহারে(ডকুমেন্টেশন) এবং প্রতিবেদনে (রিপোর্টিং)অনুগত থাকবে, যেগুলি এই ধরণের হস্তান্তরণের প্রয়োজনে হয়ত রিজার্ভ ব্যাংক দ্বারা সময় সময় স্বতন্ত্র্যভাবে উল্লিখিত হতে পারে

: উপহার দানের মাধ্যমে হস্তান্তরণ :

·        নিম্নলিখিত পদ্ধতিতে একজন ভারতে বসবাসকারী ব্যক্তি ভারতের বাইরে বসবাসকারী ব্যক্তিকে শেয়ার হস্তান্তরিত করতে পারে :

·        ভারতে বসবাসকারী একজন ব্যক্তি যে ভারতের বাইরে বসবাসকারী কোনো ব্যক্তিকে শেয়ার হস্তান্তরিত করার প্রস্তাব করেছে (পূর্ব্বকালীন ও.সি.বি.এস. OCBs ছাড়া) যে কোনো সিকিউরিটি, উপহারের মাধ্যমে , দি সেন্ট্রাল অফিস অফ ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টে একটি আবেদন করতে পারে, রিজার্ভ ব্যাংক নিম্নলিখিত তথ্যগুলি সরবরাহ করবে, যেমন :

·        হস্তান্তরকারীর এবং  প্রস্তাবিত হস্তান্তরিত ব্যক্তির নাম এবং ঠিকানা

·        হস্তান্তরকারীর এবং প্রস্তাবিত হস্তান্তরিত ব্যক্তির মধ্যে সম্পর্ক

·        উপহার দেবার কারণ;

৬. যদি দেশে বসবাসকারী ব্যক্তির থেকে অনাবাসী ব্যক্তিকে হস্তান্তরণটি উপরিউক্ত সুবিধার আওতায় না পড়ে তাহলে কি হবে ?

·        কোনো কারণে যদি উপরোক্ত কোনো একটিতেও হস্তান্তরণটি উপযুক্ত মানানসই না হয়, তাহলে হয় হস্তান্তরকারী (বসবাসকারী) অথবা হস্তান্তরিত ব্যক্তি (অনাবাসী) হস্তান্তরণের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়ার অনুমোদন প্রাপ্তির জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক-তে একটি আবেদন করতে পারে

·        এফ.আই.পি,বি.-র অনুমোদনের একটি অনুলিপি (কপি)

·        হস্তান্তরকারী এবং হস্তান্তরিত ব্যক্তির কাছ থেকে সম্মতিপত্র যাতে শেয়ারের সংখ্যা, বিনিয়োগী কোম্পানীর নাম এবং যে মূল্যে হস্তান্তরণ বলবত্ হবার প্রস্তাব আছে, তা স্পষ্ট করে নির্দেশিত আছে

·        ভারতীয় বিনিয়োগকারী কোম্পানীর বর্ত্তমান/পূর্ব্ব হস্তান্তরিত শেয়ারধারণের নমুনা ভারতে বসবাসকারী এবং অনাবাসীদের বর্গ-অনুযায়ী নিরপেক্ষ অংশগ্রহণকে প্রদর্শন করে

·        অনাবাসীদের কাছে বর্তমানে বিদ্যমান ভারতীয় রিজার্ভ ব্যাংক-এর অনুমোদনপত্রের অনুলিপি (কপি)/এফ.সি.-জি আর.পি.-র স্বীকৃত অনুলিপি (কপি)তাদের শেয়ার ধারণের প্রমাণ দিচ্ছে

·        যদি বিক্রয়কারী/হস্তাম্তরকারী (অনাবাসী ভারতীয়) এন.আর.আই./ও.সি.বি.এস. হন, তাহলে  ভারতীয় রিজার্ভ ব্যাংক-এর অনুমোদনপত্রের অনুলিপি(কপি) স্বদেশে তাদের পুনঃপ্রেরণের/ প্রত্যাগমণের ভিত্তিতে ধরে রাখা শেয়ারগুলির সাক্ষ্য দেয়

·        যদি অনাবাসীদের দ্বারা স্বোপার্জিত শেয়ারগুলি এস.ই.বি.আই. টেকওভার রেগুলেশন -এর অন্তর্গত হয় তাহলে উন্মুক্ত প্রস্তাবের দলিল বা নথিপত্র এস.ই.বি.আই.-তে দায়ের করতে হবে

·        হিসাব নিরীক্ষকের(চার্টার্ড অ্যাকাউনটেন্ট) কাছ থেকে প্রাপ্ত ফেয়ার ভ্যালুয়েশন সার্টিফিকেট, নিম্নলিখিত নির্দেশাবলী (গাইডলাইন) অনুযায়ী শেয়ারের মুল্য নির্দেশিত করে :

·        তালিকা বহির্ভূত শেয়ারের ক্ষেত্রে পূর্ব্বকালীন কন্ট্রোলার অফ ক্যাপিটাল ইস্যু (মূলধন প্রচারের নিয়ামক) -এর মতামত অনুযায়ী ন্যায্য মূল্য হিসেব করা হবে

·        তালিকাভুক্ত শেয়ারের ক্ষেত্রে, যে ন্যায্য মূল্য হিসেব করা হয় সেটি ৬ মাসের জন্য সর্ব্বোচ্চ এবং সর্ব্বনিম্ন সাপ্তাহিক কোটেশন-এর সর্ব্বোচ্চ গড় হিসাবের চেয়ে কম নয় এবং প্রাত্যহিক সর্ব্বোচ্চ এবং সর্ব্বনিম্ন কোটেশনের গড় হিসাবের অথবা এফ.আই.পি.বি.-তে আবেদন করার দিন থেকে ৩০ দিনের অব্যবহিত পূর্ববর্তী দুই সপ্তাহের আগের চেয়ে কম নয়

৭. ভারতে যে বিনিয়োগ এবং লাভ অর্জিত হয় তা কি পুনঃপ্রেরণযোগ্য ?

·        যেখানে অনাবাসী ভারতীয়রা বিশেষভাবে নন-রিপ্যারটিয়েবেল স্কীমে বিনিয়োগ করতে পছন্দ করেন, সেই ক্ষেত্র ছাড়া সমস্ত বিদেশী বিনিয়োগ অবাধে পুনঃপ্রেরণযোগ্য একজন অনুমোদিত ব্যবসায়ীর মাধ্যমে বিদেশী বিনিয়োগের ওপর ঘোষিত লভ্যাংশ অবাধে পুনঃপ্রেরণ বা পুণঃস্থাপন করা যেতে পারে

৮. বর্তমানে বিদ্যমান কোম্পানীর ক্ষেত্রে শেয়ারের প্রচলন (ইস্যু) এবং মূল্যায়নের ওপর কি নির্দেশাবলী আছে?

·        ১৯৫৬ সালের কোম্পানী আ্যক্টের প্রয়োজনীয়তা অনুযায়ী বিশেষভাবে পছন্দের ভিত্তিতে শেয়ারের বন্টন হবে, একটি পাবলিক লিমিটেড কোম্পানী -র ক্ষেত্রে যেটির স্বতন্ত্র্য বিশ্লেষণ প্রয়োজন

·        তালিকাভূক্ত কোম্পানীর ক্ষেত্রে , ভারতীয় রিজার্ভ ব্যাংক/ এস.ই.বি.আই. এর নির্দেশিকা (গাইডলাইন) অনুযায়ী মূল্যায়ণ হবে এইভাবে :

প্রচলনের মূল্য (ইস্যু প্রাইস) হয়তো হবে এইভাবে  :

(এ) ছয় মাসের অব্যবহিত পূর্ব্ববর্তী প্রাসঙ্গিক তারিখের স্থিতিকালে স্টক এক্সচেঞ্জ-এ উল্লিখিত সম্বন্ধিত শেয়ারের সমাপ্তি মূল্যের সাপ্তাহিক সর্ব্বোচ্চ এবং সর্ব্বনিম্ন গড় , অথবা

 (বি) দুই সপ্তাহের অব্যবহিত পূর্ব্ববর্তী প্রাসঙ্গিক তারিখের স্থিতিকালে স্টক এক্সচেঞ্জ-এ উল্লিখিত সম্বন্ধিত শেয়ারের সমাপ্তি মূল্যের সাপ্তাহিক সর্ব্বোচ্চ এবং সর্ব্বনিম্ন গড়

·        তালিকা বহির্ভুত কোম্পানীর ক্ষেত্রে, মূলধন প্রচারের পূর্ব্বকালীন নিয়ামক (কন্ট্রোলার)-এর দ্বারা প্রকাশিত নির্দেশিকা অনুসারে মূল্যায়ন করা হবে

৯. ভারতীয় কোম্পানীর দ্বারা প্রকাশিত এ.ডি.আর.এস./ জি.ডি.আর.এস. সঙ্গে সম্পর্কযুক্ত কি কি প্রবিধান আছে ?

·        ভারতীয় কোম্পানী এ.ডি.আর.এস./ জি.ডি.আর.এস প্রচার(ইস্যু)-এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে মূলধন বাড়াতে অনুমতি প্রাপ্ত ভারতীয় রিজার্ভ ব্যাংক-এর পূর্ব্ববর্তী অনুমোদন লাভ ছাড়াও তারা এ.ডি.আর.এস./ জি.ডি.আর.এস. প্রচার (ইস্যু) করতে পারে, যদি এটি ১৯৯৩ সালে প্রকাশিত ইস্যু অফ ফরেন কারেন্সি করভার্টেবেল বণ্ড আ্যাণ্ড অর্ডিন্যারি শেয়ার (ডিপোজিটারী রিসিপ্ট মেকানিজমের মাধ্যমে) স্কীম অনুসারে এবং ভারত সরকারের রাজস্ব-মন্ত্রক দ্বারা প্রচারিত উত্তরকালীন নির্দেশিকা অনুসারে এ.ডি.আর.এস./জি.ডি.আর.এস. প্রচার করতে উপযুক্ত হয়

·        এ.ডি.আর.এস./ জি.ডি.আর.এস. প্রকাশ করার পরে , ২০০০ সালের ৩রা মে প্রকাশিত ভারতীয় রিজার্ভ ব্যাংক  নোটিফিকেশন নম্বর এফ.ই.এম.এ.২০/ ২০০০-আর.বি. সংযোজিত তালিকা সি -তে দেওয়া প্রোফর্মাতে কোম্পানীকে রিটার্ন ফাইল করতে হবে কোম্পানীকে একই প্রবিধানের  অন্তর্গত সংযোজিত তালিকা ডি-তে স্বতন্ত্রভাবে উল্লিখিত একটি ফর্মে আরও একটি ত্রৈমাসিক রিটার্ন ফাইল করতে হবে

·        জি.ডি.আর/এ.ডি.আর প্রচারের পুণরারম্ভে, ভূ-সম্পত্তি( রিয়েল এস্টেট) এবং শেয়ার বাজারে(স্টক মার্কেটে) নিবেশের ওপর স্পষ্ট নিষেধাজ্ঞা ছাড়া কোনো চূড়ান্ত ব্যবহারের বাধা নেই

১০. স্পনসরড এ.ডি.আর. এবং এ.ডি.আর./জি.আর.ডি.-এর দ্বি-পর্যায়িক ফানজিবিলিটি স্কীম বলতে কি বোঝায়?

·        স্পনসরড এ.ডি.আর./জি.আর.ডি: একটি ভারতীয় কোম্পানী প্রধান নেতৃত্বকারী ম্যনেজার দ্বারা স্থিরকৃত মূল্যে একটি বিদেশী আমানতকারীর সঙ্গে তার অংশীদারদের দ্বারা আটকে রাখা শেয়ারের বদলে এ.ডি.আর. / জি.আর.ডি. -র প্রচার করার বিধিমত প্রতিশ্রুতি দিতে পারে (স্পনসর করতে পারে) এটি পরিচালনার জন্য ২০০২ সালের ২৩ শে নভেম্বরে তারিখের নির্দেশিকা এ.পি.(ডি.আই.আর.সিরিজ) সার্কুলার নম্বর ৫২.তে প্রকাশিত হয়েছে

·        টু-ওয়ে (দুই-ধরণের) ফানজিবিলিটি স্কীম : লিমিটেড টু-ওয়ে ফানজিবিলিটি স্কীমের অন্তর্গত, ভারতের একজন নথিভূক্ত দালাল  ভারতের বাইরে বসবাসকারী ব্যক্তির তরফ থেকে এ.ডি.আর.এস./ জি.আর.ডি. এস.-এ কেনা শেয়ার পরিবর্তিত করার উদ্দ্যেশ্যে একটি ভারতীয় কোম্পানীর শেয়ার কিনতে পারে এটি পরিচালনার জন্য ২০০২ সালের ১৩ই ফেব্রুয়ারী তারিখে নির্দেশিকা এ.পি. (ডি.আই.আর.সিরিজ) সার্কুলার নম্বর ২১-এ প্রকাশিত হয়েছে

·        এই স্কীমটি চালু করা হয়েছে কেবলমাত্র এ.ডি.আর.এস./ জি.আর.ডি.এস.-এর সর্বাধিক সংখ্যক শেয়ার কেনার জন্য এবং পুণঃ-পরিবর্তনের জন্য, যেগুলি প্রকৃতপক্ষে বাজারে বিক্রী হয়ে গেছে এগুলি এ.ডি.আর.এস./ জি.আর.ডি.এস.-র যত সংখ্যক শেয়ার প্রত্যাহার করো নেওয়ায় বেরিয়ে যাচ্ছে সেগুলির সমান অথবা কম সেইজন্য, এটি কেবলমাত্র একটি লিমিটেড টু-ওয়ে ফানজিবিলিটি, যেখানে ঘরোয়া বাজার থেকে নতুন শেয়ার কেনার জন্য খোলা জায়গা পাওয়া যায় অনাবাসী বিনিয়োগকারীদের দ্বারা ঘরোয়া বাজারে বিক্রী হওয়া পরিবর্তিত শেয়ারগুলি সীমিত সংখ্যক যতক্ষণ পর্য্যন্ত এ.ডি.আর.এস./ জি.আর.ডি.এস. ঘরোয়া বাজারে শেয়ারের মূল্য নির্ধারণের জন্য ন্যূনতমমূল্যে শেয়ারের মূল্যায়ণ না করে, একজন বিনিয়োগকারী এ.ডি.আর.এস./ জি.আর.ডি.এস.-কে আণ্ডারলাইং শেয়ারে পরিবর্তিত করে এবং ঘরোয়া বাজারে সেগুলি বিক্রী করে মুনাফা অর্জন করবে কোনো কারণে যদি এ.ডি.আর.এস./  জি.আর.ডি.এস. মূল মূল্যের অধিক মূল্যে মূল্যায়িত হয়, সেক্ষেত্রে রিভার্স ফানজিবিলিটির জন্য একটা চাহিদা তৈরী হবে, সেটি হল, ঘরোয়া বাজারে শেয়ার কিনে এ.ডি.আর.এস. / জি.আর.ডি.এস.-তে পুণরায় পরিবর্তন করা এস.ই.বি.আই.-এর অন্তর্গত শেয়ারের দালাল এবং সিকিউরিটি (নিরাপত্তা) বাহিনীর তত্বাবধানের মাধ্যমে এই স্কীমটি সক্রিয়ভাবে কার্যকর হয়

১১. ভারতীয় কোম্পানীগুলি ফরেন কারেন্সি কনভার্টেবেল বণ্ড ( এফ.সি.সি.বি.) প্রচার (ইস্যু) করতে পারে ?

·        ভারতীয় কোম্পানীগুলি বিদেশের বাজারে ফরেন কারেন্সি কনভার্টেবেল বণ্ড প্রচার (ইস্যু) এবং ১৯৯৩ সালের অর্ডিন্যারি শেয়ার (জিপোজিটরী রিসিপ্ট মেকানিজম/ডি.আর.এম.-এর মাধ্যমে) স্কীম অনুসারে এফ.সি.সি.বি.এস. ইস্যু করতে পারে

·        এফ.সি.সি.বি.এস. ইস্যু-টির ২০০০ সালের ৩রা মে তারিখে ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা প্রকাশিত সময়ে-সময়ে সংশোধিত নোটিফিকেশন নম্বর এফ.ই.এম.এ.৩/২০০০-আর.বি.-অনুযায়ী এক্সটার্নাল কমারশিয়াল বরোয়িং গাইডলাইনস্ (বিদেশি বাণিজ্যিক ঋণ গ্রহণ নির্দেশিকা) মেনে চলার প্রয়োজন আছে

১২. প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে আমি কি বিনিয়োগ করতে পারি ? এই ধরণের বিনিয়োগের ক্ষেত্রে কি কি প্রবিধান প্রযোজ্য ?

·        প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে বিদেশী বিনিয়োগ করলে তা বিদেশে সরাসরি বিনিয়োগের মত করেই দেখা হবে প্রস্তাবগুলি হয় অটোমেটিক রুট (স্বয়ংক্রিয় পথ) অথবা হয়তো এফ.আই.পি.বি.-র মাধ্যমে কেস হিসাবে জারি করা হয় প্রেফারেন্স শেয়ারে বিদেশী বিনিয়োগকে শেয়ার মূলধনের একটি অংশ হিসাবে গণ্য করা হয় এবং এটি এক্সটার্নাল কমারশিয়াল বরোয়িং গাইডলাইনস্/ ক্যাপের আওতার বাইরে পড়ে প্রেফারেন্স শেয়ার বিদেশী ইক্যুইটি (সাধারণ শেয়ার)-র ওপর বিভাগীয় অর্থের সীমাবদ্ধতা (সেক্টোরাল ক্যাপ)-এর নিমিত্তে ফরেন ডাইরেক্ট ইক্যুইটি হিসাবে আচরিত হবে, যেখানে এই ধরণের আর্থিক সীমাবদ্ধতা (ক্যাপ) নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেখানে এই শর্তে তারা একটি শেয়ার থেকে অন্য যে কোনো রকম শেয়ারে পরিবর্তন সাধন মনোনয়ন করে যদি প্রেফারেন্স শেয়ার এই ধরণের কোনো শেয়ার থেকে অন্য যে কোনো রকম শেয়ারে পরিবর্তন সাধন মনোনয়ন ছাড়াই নির্মিত হয়, তাহলে তারা ফরেন ডাইরেক্ট ইক্যুইটি ক্যাপের আওতার বাইরে পড়বে

১৩. ফি হিসাবে এককালীন থোক টাকা, রয়্যালটি (কোনো স্বত্ব ব্যবহারের জন্য শতকরা হিসাবে যে মূল্য দেওয়া হয়) এবং ই.সি.বি.-এর বিনিময়ে কি শেয়ার ইস্যু (প্রচার) করা যেতে পারে ?

·        প্রযোজ্য সমস্ত রকম করের দায় পূরণ এবং বিশেষভাবে নির্দিষ্ট বিভাগীয় গাইডলাইনস্ (নির্দেশিকা)-র আনুগত্য স্বীকার করে ফি হিসাবে এককালীন থোক টাকা, রয়্যালটি (কোনো স্বত্ব ব্যবহারের জন্য শতকরা হিসাবে যে মূল্য দেওয়া হয়) এবং এক্সটার্নাল কমারশিয়াল বরোয়িং (বিদেশি বাণিজ্যিক  ঋণগ্রহণ / ই.সি.বি.), যেগুলি বিদেশী মুদ্রায় পরিবর্তনীয়, সেগুলির বিনিময়ে ইক্যুইটি শেয়ার (সাধারণ শেয়ার বা লগ্নীপত্র যেগুলির সুদের হার নির্দিষ্ট থাকে না)-রের ইস্যু (প্রচার) করার অনুমোদন আছে

১৪. অটোমেটিক রুট (স্বয়ংক্রিয় পথ)/গভর্নমেন্ট রুট (সরকারী পথ)-এর অন্তর্গত শেয়ারের প্রচার (ইস্যু) ছাড়া মে ৩, ২০০০০ তারিখে প্রকাশিত ভারতীয় রিজার্ভ ব্যাংক নোটিফিকেশন নম্বর. FEMA-20 র অন্তর্গত অন্য কি কি সাধারণ অনুমতি গ্রহণযোগ্?

·        ভারতীয় কোম্পানীগুলির দ্বারা এর কর্মচারীরা অথবা এর জয়েন্ট ভেঞ্চারের (যুগ্ম কর্মপ্রচেষ্টার) কর্মচারীরা অথবা বিদেশে সম্পূর্ণভাবে নিজস্ব স্বত্বাধীন ভারতের বাইরে বসবাসকারীরা, সরাসরিভাবে অথবা একটি ট্রাস্ট (অছি-ব্যবস্থা)-এর মাধ্যমে কোম্পানীর মিটিয়ে দেওয়া মূলধনের ৫ % পর্যন্ত , ই.এস.ও.পি.-এর অন্তর্গত শেয়ার প্রচার

·        অনাবাসীদের দ্বারা ভারতীয় কোম্পানীগুলির একত্রীকরণ বা পৃথকীকরণ অথবা সংযোজনের পরে শেয়ারের  প্রচার, প্রদান এবং অর্জন

·        একটি ভারতীয় কোম্পানী দ্বারা ভারতের বাইরে বসবাসকারী ব্যক্তিকে সঠিক ভিত্তিতে শেয়ার অথবা প্রেফারেন্স শেয়ার বা কনভার্টেবেল ডিবেঞ্চার (পরিবর্তনীয় ঋণস্বীকার পত্র) প্রচার প্রদান করা যায়

১৫.  আমি কি ভারতে একটি কোম্পানীর দ্বারা প্রচারিত তালিকাবহির্ভূত শেয়ারে বিনিয়োগ করতে পারি?

হ্যাঁ ভারত সরকার/ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা প্রকাশিত নিয়ম/ নির্দেশিকা অনুযায়ী, ভারতীয় কোম্পানীর তালিকাবহির্ভূত শেয়ারে বিনিয়োগ করা যেতে পারে

১৬. একজন বিদেশী ভারতের সঙ্গে সংশ্লিষ্ট অংশীদারী/ মালিকানা-সংক্রান্ত সম্পর্ক স্থাপন করতে পারে?

না কেবলমাত্র এন.আর.আই.এস/ভারতীয় বংশোদ্ভূতএস.-রা ভারতের সঙ্গে সংশ্লিষ্ট অংশীদারী/ মালিকানা-সংক্রান্ত সম্পর্ক স্থাপন করতে অনুমোদিত এমন কি এন.আর.আই.এস/ভারতীয় বংশোদ্ভূতএস.-দের জন্য কেবলমাত্র প্রত্যাগমণের ভিত্তিতে বিনিয়োগ অনুমোদিত

১৭.  আমি কি একটি ভারতীয় কোম্পানী দ্বারা ন্যূনতম মূল্যে প্রচারিত রাইট (সঠিক) শেয়ারে বিনিয়োগ করতে পারি ?  

ন্যূনতম মূল্যে প্রচারিত রাইট(সঠিক) শেয়ারে বিনিয়োগ করতে ভারতীয় রিজার্ভ ব্যাংক-এর পক্ষ থেকে কোনো বাধা নেই, যদি রাইট(সঠিক) শেয়ার, যেগুলি প্রচার করা হবে সেগুলি , আবাসিক এবং অনাবাসীদের একই মূল্যে  প্রদান করা হয় তবেই

- বিদেশী প্রযুক্তিগত সহযোগিতা

১. ভারতীয় রিজার্ভ ব্যাংক-এর অটোমেটিক রুটের অন্তর্গত বিদেশী প্রযুক্তিবিদ্যা স্থানান্তরিত করার জন্য প্রদত্ত অর্থের প্যারামিটার (স্থিতিমাপ) কি ? রয়্যালটি (কোনো স্বত্ব ব্যবহারের জন্য শতকরা হিসাবে যে মূল্য দেওয়া হয়) কি ভাবে হিসাব করা হবে ?

·        ভারতীয় কোম্পানীগুলি দ্বারা বিদেশী প্রযুক্তিগত সহযোগিতার জন্য প্রদত্ত অর্থ অনুমোদিত অটোমেটিক রুটের অন্তর্গত নিম্নলিখিত বিষয়ে সীমাবদ্ধ  :   

·        প্রদত্ত এককালীন থোক টাকা যেন মার্কিন ডলার২ মিলিয়ন অতিক্রম না করে ;

·        রয়্যালটি (কোনো স্বত্ব ব্যবহারের জন্য শতকরা হিসাবে যে মূল্য দেওয়া হয়) প্রদানের সময় কালে কোনা বাধা ছাড়াই, স্বদেশে বিক্রীর ক্ষেত্রে রয়্যালটি ৫% এবং রপ্তানির ক্ষেত্রে ৮%-এ সীমিত থাকবে

·        রয়্যালটির (কোনো স্বত্ব ব্যবহারের জন্য শতকরা হিসাবে যে মূল্য দেওয়া হয়) সীমা কর থেকে বাদ দিয়ে যা থাকে তা এবং প্রচলিত অবস্থা অনুযায়ী হিসাব করা হবে

·        পুরানো কারখানার উত্পাদিত বস্তুর বিক্রয়মূল্য বাদ দিয়ে যা থাকে, আবগারী শুল্কসংক্রান্ত সংরক্ষণ, ত্যাজ্য উপাদানের মাণের মূল্য বাদ দিয়ে এবং বিদেশী উপাদানের ভূমিসম্বন্ধীয় মূল্য, সমুদ্রে মাল বহণের জন্য জাহাজের ভাড়া, বীমাকরণ, আমদানী-রপ্তানীর শুল্ক ইত্যাদি সহ নির্বিচারে আসাদনের উত্পত্তি স্থানের ওপর ভিত্তি করে রয়্যালটি (কোনো স্বত্ব ব্যবহারের জন্য শতকরা হিসাবে যে মূল্য দেওয়া হয়) হিসাব করা হবে

·        এই ধরণের চুক্তির অন্তর্গত রয়্যালটির প্রদত্ত অর্থ প্রদানের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকতার কর্তৃত্ব এ.ডি.-কে বিশ্বাস করে অর্পণ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক-এর রিজিওনাল অফিস (আঞ্চলিক অফিসের)-এর সঙ্গে চুক্তির রেজিস্ট্রেশন করার প্রয়োজনীয়তা দূর হয়েছে

২. যদি ভারতীয় রিজার্ভ ব্যাংক-এর অটোমেটিক রুট প্রযুক্তিবিদ্যা স্থানান্তরণের জন্য না পাওয়া য়ায় তাহলে কি করতে হবে ?

·        ভারতীয় রিজার্ভ ব্যাংক-এর অটোমেটিক রুটের জন্য নির্দিষ্ট করে দেওয়া প্যারামিটারকে যে প্রস্তাবগুলি সন্তুষ্ট করতে পারে না,  সেগুলির বাণিজ্যিক মণ্ত্রক, ডিপার্টমেন্ট অফ ইণ্ডাস্ট্রিয়াল পলিসি আ্যণ্ড প্রোমোশন, ভারত সরকারের কাছ থেকে ছাড়পত্র বা অনুমতিপত্রের প্রয়োজন

- পোর্টফোলিও ইনভেস্টমেন্ট

১.বিদেশী প্রতিষ্ঠানগত বিনিয়োগকারী (এফ.আই.আই.)- দের দ্বারা পোর্টফোলিও ইনভেস্টমেন্টের বিষয়ে কি প্রবিধান আছে ?

·        এফ.আই.আই. দ্বারা বিনিয়োগ, ১৯৯৫ সালের এস.ই.বি.আই. (এফ.আই.আই.)-এর  অন্তর্ভুক্ত প্রবিধানের দ্বারা এবং ২০০০ সালের ৩রা মে তারিখের এফ.ই.এম.এ নোটিফিকেশন নম্বর.২০-র রেগুলেশন(প্রবিধান) ৫(২) দ্বারা পরিচালিত হয় আ্যসেট ম্যনেজমেন্ট কোম্পানী (মূল্যবাল সম্পত্তি নির্বাহ কোম্পানী), পেনশন ফাণ্ড (অবসরবৃত্তির ভাণ্ডার), মিউচুয়িযাল ফাণ্ড, বিনিয়োগী ট্রাস্ট (অছি-ব্যবস্থা)-যেমন মনোনীত কোম্পানী, সমসংস্থাভূক্ত/প্রতিষ্ঠানগত পোর্টফোলিও ম্যনেজার অথবা তাদের ওকালতনামাধারী, ইউনিভার্সিটি ফাণ্ড (বিশ্ববিদ্যালয় ফাণ্ড), বৃত্তিদান প্রতিষ্ঠান, চ্যারিটেবল (দাতব্য) ট্রাস্ট এবং চ্যারিটেবল সোসাইটি এফ.আই.আই. -এর অন্তর্ভূক্ত

·        এফ.আই.আই.এস -এর রেজিস্ট্রেশনে এস.ই.বি.আই.  কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করে এস.ই.বি.আই. -এ রেজিস্ট্রিকৃত এফ.আই.আই.এস -কে ভারতীয় রিজার্ভ ব্যাংক পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কীমের অধীনে ভারতে বিনিয়োগের সাধারণ অনুমতি প্রদান করেছে

·        সমস্ত এফ.আই.আই.এস এবং তাদের সহ-আ্যাকাউন্ট ( আমানত)-গুলি একসঙ্গে নিয়েও একটি ভারতীয় কোম্পানীর প্রদত্ত মূল্যের ২৪%-এর বেশী অর্জন করতে পারে না ভারতীয় কোম্পানীগুলি উপরিউক্ত ২৪% সিলিং(সর্ব্বোচ্চ স্তর) সেক্টোরাল (বিভাগীয়) ক্যাপ/ স্ট্যাট্যুটরী(সংবিধিবদ্ধ) সিলিং-এ  বৃদ্ধি করতে পারে, যেগুলি এর বোর্ড অফ ডিরেক্টরদের দ্বারা সভায় গৃহীত একটি সিদ্ধান্তের ক্ষেত্রে প্রযোজ্য, যে সিদ্ধান্তটি এর জেনারেল বডির দ্বারা ওই মর্মে সভায় গৃহীত একটি বিশেষ সিদ্ধান্তের দ্বারা অনুসৃত 

২.ফরেন ভেঞ্চার ক্যাপিট্যাল ইনভেস্টমেন্ট (বিদেশী যুগ্ম কর্মপ্রচেষ্টায় মূলধন বিনিয়োগ)-এর জন্য কি কি প্রবিধান আছে?

·        এস.ই.বি.আই.-এ রেজিস্ট্রিকৃত ফরেন ভেঞ্চার ক্যাপিট্যাল ইনভেস্টর (বিদেশী যুগ্ম কর্মপ্রচেষ্টায় মূলধন বিনিয়োগকারী) একটি ভারতীয় ভেঞ্চার ক্যাপিট্যাল আণ্ডারটেকিং (যুগ্ম কর্মপ্রচেষ্টার মূলধন উদ্যোগের)-এর জন্য একটি ভেঞ্চার ক্যাপিট্যাল ফাণ্ডে এক অর্থে বিনিয়োগ করতে পারে এবং সময়ে সময়ে সংশোধিত, ৩-৫-২০০০ তারিখের  ভারতীয় রিজার্ভ ব্যাংক নোটিফিকেশন নম্বর. FEMA 20/2000-RB -র তালিকা ৬-তে স্বতন্ত্র্যভাবে উল্লিখিত শর্তাবলীর এবং চুক্তির আনুগত্য স্বীকারে বাধ্য থাকে

৩. অনাবাসী ভারতীয়./ভারতীয় বংশোদ্ভূত দ্বারা পোর্টফোলিও ইনভেস্টমেন্টের বিষয়ে কি প্রবিধান আছে ?

·        অনাবাসী ভারতীয় এবং ভারতে বংশোদ্ভুত ব্যক্তি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কীমের অধীনে ভারতীয় কোম্পানীর শেয়ার/কনভার্টেবেল ডিবেঞ্চার স্টক এক্সচেঞ্জে কিনতে/বিক্রী করতে পারে এর জন্য, আনাবাসী ভারতীয়/ ভারতীয় বংশোদ্ভূত-কে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট নিয়ে কারবার করে এমন একটি ব্যাংকের মনোনীত শাখায় আবেদন করতে হবে সমস্ত ক্রয়/বিক্রয় সংব্যবহার পরিচালনা ব্যাংকের মনোনীত শাখার দ্বারা চালিত হবে

·        একজন আনাবাসী ভারতীয় অথবা একজন ভারতীয় বংশোদ্ভূত একটি ভারতীয় কোম্পানীর প্রদত্ত মূলধনের ৫ % পর্যন্ত শেয়ার কিনতে পারে সমস্ত আনাবাসী ভারতীয়(NRI)/ভারতীয় বংশোদ্ভূতদের একসঙ্গে নিয়েও কোম্পানীর প্রদত্ত মূল্যের ১০ % -এর বেশী কিনতে পারে না (এই সীমা ভারতীয় কোম্পানীর জেনারেল বডির গৃহীত একটি সিদ্ধান্তের দ্বারা ২৪% পর্যন্ত বাড়তে পারে)

·        রিপার্টিয়েবেল ইনভেস্টমেন্ট (পুণঃপ্রেরণযোগ্য বিনিয়োগ)-এর বিক্রয়ের আয় বা লাভ এন.আর.ই. / এন.আর.ও. ইত্যাদিতে আনাবাসী ভারতীয়/ভারতীয় বংশোদ্ভূতদের  আ্যাকাউন্টে জমা হতে পারে  অথচ নন-রিপার্টিয়েবেল ইনভেস্টমেন্ট (প্রত্যাবাসনযোগ্য বিনিয়োগ)-এর বিক্রয়ের আয় বা লাভ কেবলমাত্র এন.আর.ও.-র আ্যাকাউন্টে জমা হতে পারে

·        শেয়ারের বিক্রী প্রযোজ্য করের আনুগত্য স্বীকারে বাধ্য থাকবে

: শাখা/প্রজেক্ট/ লিয়াজঁ(সংযোগকারী)অফিস আরম্ভ করার পদ্ধতি

১. বিদেশী কোম্পানী ভারতে কিভাবে লিয়েইজন(সংযোগকারী)/ প্রজেক্ট(কর্ম-পরিকল্পনা)/ব্রাঞ্চ(শাখা)    অফিস আরম্ভ করতে পারে ?

·        ভারতীয় রিজার্ভ ব্যাংক -এর খেকে অনুমোদন গ্রহণ করার পরে বিদেশী কোম্পানী ভারতে লিয়েইজন (সংযোগকারী)/ প্রজেক্ট(কর্ম-পরিকল্পনা)/ব্রাঞ্চ(শাখা)অফিস স্থাপন করতে পারে ভারতীয় রিজার্ভ ব্যাংক বিদেশী কোম্পানীগুলিকে ভারতে প্রজেক্ট অফিস স্থাপন করার জন্য নিশ্চিত কোনো শর্তে সাধারণ অনুমতি দান করেছে

২. লিয়েইজন অফিস / রিপ্রেজেন্টেটিভ অফিস আরম্ভ করার জন্য রিজার্ভ ব্যাংকের অনুমতি লাভ করার জন্য কি ধরণের কার্য-প্রণালী অনুসরণ করা হবে ?

·        একটি লিয়েইজন (সংযোগকারী) অফিস কেবলমাত্র সংযোগকারী ক্রিয়া কলাপ চালাতে পারে, যেমন, এটি বিদেশের হেড অফিস এবং ভারতের সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে একটি যোগাযোগ স্থাপনের প্রণালী হিসাবে কাজ করতে পারে এটি কোনো ব্যাবসায়িক ক্রিয়াকলাপের কর্মভার গ্রহণের জন্য অনুমতিপ্রাপ্ত নয় এবং ভারতে কোনো আয় উপার্জন করতে পারে না এই ধরণের অফিসের ব্যায় বিদেশের হেড অফিস থেকে সম্পূর্ণভাবে বিদেশী মুদ্রার আভ্যন্তরীণ রেমিটেন্সের মাধ্যমে বহন করা হয় সেইজন্য, বাজারের সম্ভাব্য সুযোগ সুবিধার বিষয়ে তথ্য সংগ্রহে এবং কোম্পানীর ও তার উত্পাদনের বিষয়ে ভারতীয় গ্রাহকের প্রত্যাশিত তথ্য প্রদানে এই ধরণের অফিসের ভূমিকা খুবই সীমিত

·         ভারতে একটি লিয়েইজন (সংযোগকারী) অফিস আরম্ভ করতে ইচ্ছুক কোম্পানী FNC-1 ফর্মের সঙ্গে তাতে উল্লিখিত নথিপত্র সহ ফরেন ইনভেস্টমেন্ট ডিভিশন, ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট, ভারতীয় রিজার্ভ ব্যাংক, কেন্দ্রীয় কার্যালয়, মুম্বাইতে একটি আবেদন করতে পারে এই ফর্মটি http://www.rbi.org.in/. ওয়েবসাইটে পাওয়া যায়

·        এই ধরণের অফিস প্রতিষ্ঠার জন্য প্রাথমিক পর্যায়ে ৩ বছর সময়কালের জন্য অনুমতি প্রদান করা হয় এবং যে রিজিওনাল(আঞ্চলিক) অফিসের এক্তিয়ারে এই অফিসটি প্রতিষ্ঠিত সেই অফিস দ্বারা সময়ে সময়ে এই সময়সীমার মেয়াদ বাড়ানো যেতে পারে লিয়েইজন/ রিপ্রেজেন্টেটিভ অফিসকে ভারতীয় রিজার্ভ ব্যাংক-এর সংশ্লিষ্ট রিজিওনাল(আঞ্চলিক)অফিসে একজন চার্টার্ড আ্যকাউনটেন্ট-এর কাছ থেকে বার্ষিক ভিত্তিতে নেওয়া একটি আ্যাকটিভিটি সার্টিফিকেট নথিভুক্ত করতে হবে, এই বিবৃতি দিয়ে যে লিয়েইজন(সংযোগকারী) অফিস কেবলমাত্র ভারতীয় রিজার্ভ ব্যাংক -এর অনুমতি প্রদত্ত কার্যকলাপের কর্মভারই গ্রহণ করেছে  

৩. প্রজেক্ট (কর্ম-পরিকল্পনা) অফিস স্থাপনের জন্য কার্য-প্রণালী কি আছে ?

·        বিদেশী কোম্পানী ভারতের ভারতীয় এনটাইটি দ্বারা প্রজেক্ট প্রদান করে ভারতীয় রিজার্ভ ব্যাংক এর প্রকাশিত ২রা জুলাই, ২০০৩ তারিখের নোটিফিকেশন নম্বর. FEMA 95/2003-RB -তে  বিদেশী কোম্পানীদের ভারতে প্রজেক্ট অফিস আরম্ভ করার সাধারণ অনুমতি প্রদান করা হয়েছে এই শর্তে যে তারা ভারতীয় কোম্পানীর থেকে ভারতে একটি প্রজেক্ট চালু করার একটি চুক্তি হস্তগত করেছে, এবং 

·        প্রজেক্টটি সরাসরিভাবে বিদেশ থেকে পুঁজি প্রাপ্ত করেছে আভ্যন্তরীণ রেমিটেন্স-এর মাধ্যমে; অথবা

·        প্রজেক্টটি একটি দ্বিপার্শ্বিক অথবা বহুপার্শ্বিক আন্তর্জাতিক মূলধন বিনিয়োগকারী প্রতিনিধিত্বকারী সংস্থা থেকে পুঁজি প্রাপ্ত করেছে ; অথবা

·        প্রজেক্টটি একটি উপযোগী কর্তৃপক্ষ দ্বারা পাশ হয়েছে ; অথবা

·        এই প্রজেক্টের জন্য ভারতের একটি কোম্পানী অথবা এনটাইটি চুক্তিটি প্রদান করছে, তারা পাবলিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দ্বারা অথবা ভারতীয় ব্যাংকের দ্বারা সীমিত কালীন ঋণ দিতে রাজী হয়েছে

·        যাই হোক, যদি উপরিউক্ত নীতি পূরণ না হয়, অথবা যদি অভিভাবক এনটাইটি (অস্তিত্বশীল অভিভাবক সত্ত্বা) পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইরাণ অথবা চীনে প্রতিষ্ঠিত থাকে, তাহলে সেই ধরণের আবেদনপত্র মুম্বাইতে রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়ার ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টের সেন্ট্রাল (কেন্দ্রীয়)অফিসে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে

৪. ব্রাঞ্চ(শাখা)অফিস স্থাপনের জন্য কার্য-প্রণালী কি অছে ?

·        নিম্নলিখিত অভিপ্রায়ে রিজার্ভ ব্যাংক বিদেশী উত্পাদন এবং বাণিজ্যিক ক্রিয়াকলাপে যুক্ত কোম্পানীগুলিকে ভারতে শাখা অফিস স্থাপনের অনুমতি দেয় :

·        ভারতে অভিভাবক কোম্পানী/ অন্য বিদেশী কোম্পানীদের বিভিন্ন বিষয় বিবৃত করার জন্য যেমন.ভারতে ক্রয়/বিক্রয় এজেন্ট হিসাবে কার্যরত

·         যে অঞ্চলে অভিভাবক কোম্পানী কর্মরত সেইখানে গবেষণা কর্ম পরিচালনা করা

·        রপ্তানী এবং আমদানী ক্রিয়াকর্মের এবং পাইকারী ভিত্তিতে ব্যাবসার দায়িত্বভার গ্রহণ করা

·        ভারতীয় কোম্পানী এবং বিদেশী কোম্পানীদের মধ্যে সম্ভব্য প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সহযোগিতার উন্নতি বর্ধন করা

·        পেশাদারী অথবা উপদেশ প্রদানকারী পরিষেবা সম্পাদন করা 

·        তথ্য প্রযুক্তি সেবা এবং ভারতে সফ্টওয়্যারের বৃদ্ধি প্রদান করানো

·        অভিভাবক/দলবদ্ধ কোম্পানীর দ্বারা সরবরাহকৃত উত্পাদিত বস্তুর প্রায়োগিক সহায়তা প্রদান করা

·        সরাসরি/পরোক্ষভাবে একটি শাখা অফিস উত্পাদন, কার্যকলাপ চালু করতে অনুমোদন প্রাপ্ত নয় কোনো অবস্থাতেই একটি শাখা অফিস ভারতে খুচরো ব্যবসায়িক ক্রিয়াকলাপের দায়িত্বভার গ্রহণেও অনুমোদন প্রাপ্ত নয় শাখা অফিসকে সেন্ট্রাল অফিস অফ এফ.ই.ডি.-এ একজন চার্টার্ড আ্যকাউনটেন্ট-এর কাছ থেকে বার্ষিক ভিত্তিতে নেওয়া একটি আ্যাকটিভিটি সার্টিফিকেট জমা করতে হবে বাত্‍সরিক রেমিটেন্স-এর জন্য শাখা অফিসকে হয়তো একটি অনুমতিপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে প্রয়োজনীয় নথিপত্র জমা করতে হতে পারে

·        শাখা অফিস স্থাপনের অনুমতি রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়ার দ্বারা প্রদান করা হয় ভারতীয় রিজার্ভ ব্যাংক আবেদক কোম্পানীর ট্র্যাক রেকর্ড (গতিবিধির নথিপত্র), ভারতের সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক এবং কোম্পানীর অর্থনৈতিক অবস্থার বিষয়ে আবেদনপত্র গভীর সতর্কতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে বিচার বিবেচনা করে

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।