Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
 ব্যাংক ব্যবস্থা
 মুদ্রা ব্যবস্থা
 বিদেশি মুদ্রা ব্যবস্থা
 সরকারী অর্থপত্রের বাজার
 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলি
 পাওনা মেটানোর ব্যবস্থা
হোম >> সাধারণ প্রশ্নাবলী - View
Date: 16/01/2001

স্থানীয় আঞ্চলিক ব্যাংক (লোকাল এরিয়া ব্যাংক) ভারতীয় রিজার্ভ ব্যাংক গ্রামীণ পরিকল্পনা ও ঋণদান বিভাগ কেন্দ্রীয় কার্যালয় মুম্বাই

স্থানীয় আঞ্চলিক ব্যাংক (লোকাল এরিয়া ব্যাংক)

ভারতীয় রিজার্ভ ব্যাংক

গ্রামীণ পরিকল্পনা ও ঋণদান বিভাগ

কেন্দ্রীয় কার্যালয়

মুম্বাই

১। স্থানীয় আঞ্চলিক ব্যাংক খোলার আগে কোম্পানির রেজিস্ট্রার (আর-ও-সি) থেকে নথিভুক্তিকরণ কি বাধ্যতামূলক ? যদি তা না হয়, তাহলে আবেদনপত্রের উক্ত স্থলে কী উল্লেখ করতে হবে ?

না, স্থানীয় আঞ্চলিক ব্যাঙ্কের জন্য আবেদনপত্র জমা দেওয়ার আগে আর-ও-সি. দ্বারা নথিভুক্তিকরণ বাধ্যতামূলক নয় রিজার্ভ ব্যাঙ্কের থেকে স্থানীয় আঞ্চলিক ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে নীতিগত সম্মতি পাওয়ার পরই একমাত্র প্রোমোটারদের আর-ও-সি-র কাছে যাওয়া উচিতআবেদনপত্রের উক্তস্থলে এখন প্রযোজ্য নয়কথাটি লিখতে হবেযদি প্রোমোটাররা স্থানীয় আঞ্চলিক ব্যাঙ্কের জন্য কোনো নাম স্থির করে থাকেন, তবে প্রস্তাবিত নাম যেমন অমুক স্থানীয় আঞ্চলিক ব্যাংক লিমিটেড (প্রস্তাবিত) এই রকম লিখতে পারেন

২। স্থানীয় আঞ্চলিক ব্যাংকের সি-ই-ও (প্রধান কর্মকর্তা) ও পরিচালকমণ্ডলীর নাম ও জীবনপঞ্জী আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া কি বাধ্যতামূলক ? যদি তা না হয়, তাহলে আবেদনপত্রের উক্ত স্থলে কী উল্লেখ করতে হবে?

না, এটি বাধ্যতামূলক নয় পরিচালকমন্ডলীর এবং সম্ভাব্য ম্যানেজিং ডিরেক্টরের নাম ও জীবনপঞ্জী রিজার্ভ ব্যাংকের কাছে অনুমোদনের জন্য জমা দিতে হবে নীতিগত অনুমোদন পাওয়ার পর আবেদনপত্রের উপযুক্ত স্থানে লিখে দেওয়া যেতে পারে যে রিজার্ভ ব্যাঙ্কের কাছে দাখিল করা হবে

৩। আবেদনপত্রের অন্যান্য স্থানগুলিতে তথ্যাদি পূরণ করা কি প্রয়োজনীয়?

হ্যাঁ, প্রয়োজনীয়। সবকটি তথ্য পেশ করতে হবে, অন্যথায় আবেদনপত্র গৃহীত হবে না

৪। আবেদন পত্র জমা দেওয়ার সময় অন্য কী কী তথ্য জমা দিতে হবে ?

যে সমস্ত তথ্য প্রমাণাদি আবেদনপত্রের পরিশিষ্টাংশে চাওয়া হয়েছে, সেগুলি আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে।

৫। প্রকল্পের প্রতিবেদনের কোনো নির্দিষ্ট বয়ান আছে কি ? প্রতিবেদনের কতগুলি কপি জমা দিতে হবে ?

প্রকল্পের প্রতিবেদনের কোনো নির্দিষ্ট বয়ান নেই। প্রতিবেদনে অবশ্যই প্রস্তাবিত স্থানীয় আঞ্চলিক ব্যাঙ্কের বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি যেমন কর্মস্থল হিসাবে বেছে নেওয়া জেলাগুলির অবস্থা, প্রতিটি জেলার ঋণের পার্থক্যের তুলনামূলক আলোচনা, বর্তমান ব্যাংক সুবিধা, জেলাগুলির বাণিজ্যিক ভবিষ্যত, পরিকল্পনা এবং প্রস্তাবিত ব্যাংকের অন্তত ৫ বছরের পরিকল্পিত হিসাব তালিকা এবং প্রফিট অ্যাণ্ড লস অ্যাকাউন্ট, অনুমিত বানিজ্যিক পরিস্থিতি, স্থিতিশীলতা বিষয়ে বিবরণ ইত্যাদি

প্রোমোটারদের রিজার্ভ ব্যাঙ্কের আবেদনপত্র ও তার পরিশিষ্টাংশের সঙ্গে প্রকল্পের প্রতিবেদন সব কিছুর দুটি করে কপি দিতে হবে

৬। স্থানীয় আঞ্চলিক ব্যাঙ্কের কর্মস্থলভুক্ত এলাকা কি একাধিক রাজ্যের তিনটি জেলা নিয়ে হতে পারে ?

এই বিষয়ে কোনো বাধা-নিষেধ নেই। কিন্তু যে তিনটি জেলা নিয়ে স্থানীয় আঞ্চলিক ব্যাংক কাজ করতে চায়, তাদের ভৌগোলিক ভাবে পরস্পর সংলগ্ন হওয়া প্রয়োজন

৭। প্রতিটি জেলাই কি স্থানীয় আঞ্চলিক ব্যাঙ্কের কর্মস্থলভুক্ত এলাকা বলে গণ্য হবে?

 পিছিয়ে পড়া এবং স্বল্পোন্নত জেলাগুলিই স্থানীয় আঞ্চলিক ব্যাংকের কর্মস্থানভুক্ত এলাকা হিসাবে গণ্য যে জেলাগুলিতে রাজ্যের রাজধানী, বড়ো শহর  ও অতি শিল্পোন্নত শহরাঞ্চলগুলি আছে সেগুলি সাধারণত স্থানীয় আঞ্চলিক ব্যাংকের কর্মস্থানভুক্ত এলাকা হিসাবে গণ্য হবেনা।  

৮। স্থানীয় আঞ্চলিক ব্যাংক খোলার আগে প্রোমোটাররা কি Rs.2 কোটি প্রাথমিক মূলধন (মোট ন্যূনতম প্রদেয় মূলধনের ৪০%) নিয়ে এসে বাকি Rs. 3 কোটি জনগণের মাধ্যমে জোগাড় করতে পারেন?

না। ন্যূনতম মূলধনের সম্পূর্ণটাই অর্থাত্‍ Rs. 5 কোটিই স্থানীয় আঞ্চলিক ব্যাংক খোলার আগে প্রোমোটারদের সামনে আনতে হবে। এটি বাধ্যতামূলক প্রোমোটারদের তাদের সাম্প্রতিক মোট মূলধনের তথ্য কোনো চার্টাড অ্যাকাউন্ট্যান্টকে দিয়ে পরীক্ষা করে শংসাপত্র সহ জমা দিতে হবে। শংসাপত্র সমেত অডিটরের শংসাপত্র Rs. 5 কোটির ন্যূনতম মূলধন কাজে লাগানোর প্রমাণ স্বরূপ জমা দিতে হবে স্থানীয় আঞ্চলিক ব্যাংক খোলার অনুমতিপত্র পাওয়ার আগে।

৯। কোনো পরিবার কি একক ভাবে Rs. 5 কোটি প্রাথমিক মূলধনের সম্পূর্ণ অংশ বা এর সিংহভাগ মূল্য প্রদান করতে পারব?

কোনো একটি পরিবারের প্রদত্ত মূলধনের পরিমান স্থানীয় আঞ্চলিক ব্যাংকগুলিতে মোট মূলধনের ৪০% এর বেশি হতে পারবেনাবিভিন্ন শেয়ার হোল্ডারদের কাছ থেকে প্রাপ্ত প্রস্তাবই গ্রহনযোগ্য

১০। প্রোমোটাররা কি তাদের ইকুইটি শেয়ারগুলি যে কোনো সময় হস্তান্তর করতে পারবেন?

ইকুইটির ক্ষেত্রে প্রোমোটারদের সামগ্রিক আর্থিক অনুদান (বন্ধু এবং আত্মীয় স্বজনদের অনুদান সমেত) লাইসেন্স পাওয়ার তারিখ থেকে শুরু করে তিন বছর পর্যন্ত জমা থাকবে এবং ন্যূনতম ৪০% আরও দুই বছর অবধি জমা থাকবে পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে সমগ্র বিষয়টি পুনর্বিবেচনা করা হবে

১১। স্থানীয় আঞ্চলিক ব্যাংকগুলি কি শহরাঞ্চলে শাখা খোলার অনুমতিপ্রাপ্ত?

স্থানীয় আঞ্চলিক ব্যাংকগুলির অধিকার আছে নিজেদের কর্মস্থলভুক্ত গ্রামীণ ও শহরতলি এলাকাগুলিতে শাখা খোলার। যদিও এক লাখের অধিক জনবসতিযুক্ত এলাকায় একটি শহরাঞ্চলীয় শাখা খোলার ক্ষেত্রেও তাদের অনুমতি দেওয়া হবে  

১২। স্থানীয় আঞ্চলিক ব্যাংকগুলির ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে কোনো নির্দেশিকা জারি করা হয়েছে কি?

হ্যাঁ, ১৯৯৬ সালের ২৪ শে আগস্ট প্রকাশিত রিজার্ভ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশিকাগুলি পাওয়া যাবে

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।