Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
 ব্যাংক ব্যবস্থা
 মুদ্রা ব্যবস্থা
 বিদেশি মুদ্রা ব্যবস্থা
 সরকারী অর্থপত্রের বাজার
 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলি
 পাওনা মেটানোর ব্যবস্থা
হোম >> সাধারণ প্রশ্নাবলী - View
Date: 11/05/2000

গিল্ট ফান্ডগুলি

সরকারী অর্থপত্র - গিল্ট ফান্ডগুলি

গিল্ট ফান্ডগুলি


বিশেষ করে সরকারী অর্থপত্রে বিনিয়োগের জন্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানীগুলি দ্বারা বাজারে যে মিউচুয়াল ফান্ড গুলি বিক্রি করা হয় তাদেরকে সুবিধাজনকভাবে গিল্ট ফান্ড নামে অভিহিত করা হয়ে থাকে। বিশেষভাবে সরকারী অর্থপত্রে বিনিয়োগ করার জন্য যে মিউচুয়াল ফান্ডগুলি তৈরী হয়েছে সেইগুলিও এই প্রকল্পটির অন্তর্ভুক্ত। সরকারী অর্থপত্রের বলতে কেন্দ্রীয় সরকারের মেয়াদি অর্থপত্রগুলি, রাজ্য সরকারের অর্থপত্রগুলি ও ট্রেজারি বিলগুলি বোঝানো হচ্ছে। যেহেতু গিল্ট ফান্ডগুলি সরকারী অর্থপত্রে বিনিয়োগ করে তাই তারা বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষা প্রদান করে। যদিও গিল্ট ফান্ডগুলি বিভিন্ন রকমের সরকারী অর্থপত্রে বিনিয়োগ করে যাতে আরও বেশি লাভ পাওয়া যায় তবুও এতেও ঝুঁকি আছে। ভারতে প্রথম গিল্ট ফান্ড ডিসেম্বর ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে প্রাপ্ত সুবিধা সমূহ

ভারতীয় রিজার্ভ ব্যাংক বিভিন্ন রকম সুবিধা প্রদান করে যেমন ভাঙানোর ক্ষেত্রে অর্থ প্রদান সাহায্য এবং অন্যান্য সুবিধা সমূহ যেমন এস-জি-এল এবং কারেন্ট অ্যাকাউন্টগুলি, ভারতীয় রিজার্ভ ব্যাংকের অর্থ প্রদান ব্যবস্থার মাধ্যমে অর্থ হস্তান্তর এবং বিশেষ গিল্ট ফান্ডের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বাজারে (কল মানি মার্কেট-এ) বিনিয়োগ। গিল্ট ফান্ডকে উত্‍সাহিত করার জন্য এই সুযোগগুলি দেওয়া হয় যাতে বৃহত্তর লগ্নীকারকের ভিত্তি স্হাপন হয় সরকারী অর্থপত্রে বাজারের জন্যগিল্ট ফান্ডে যে সব সুবিধা দেওয়া হয় সেগুলি হল :

(ক)    নগদে পরিবর্তনের সাহায্য (লিকুইডিটি সাপোর্ট) : নগদে পরিবর্তনের সাহায্য সম্প্রসারনের উদ্দেশ্য হল এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলির স্বল্পমেয়াদী প্রয়োজন মেটানো। ভারতীয় রিজার্ভ ব্যাংক ক্রয় চুক্তি দ্বারা গিল্ট ফান্ডের নগদে পরিবর্তনকে নিশ্চিত করে (রিভার্স রিপোস)সকল মেয়াদ উর্ত্তীন ট্রেজারী বিল বা সরকারী লগ্নীকে রিভার্স রিপো অনুযায়ী নগদ অর্থে ফেরত দেওয়া হয়পূর্বদিনের শেষ অনুসারে গিল্ড ফান্ডে যত জমা আছে তার ২০% নগদে পরিবর্তনের সংস্থান হিসাবে রাখা হয়

(খ)    এস-জি-এল ও কারেন্ট অ্যাকাউন্টগুলি : রিজার্ভ ব্যাংক একটি এস-জি-এল এবং একটি কারেন্ট অ্যাকাউন্ট গিল্ট ফান্ডের জন্য বরাদ্দ করেছে যাতে প্রয়োজন মত গিল্ট ফান্ড টাকা তুলতে পারে

(গ)    অর্থ প্রদান সুবিধা : রিজার্ভ ব্যাংকের অর্থ প্রদান সুবিধার মাধ্যমে গিল্ট ফান্ড তাদের অর্থ এক কেন্দ্র থেকে অপর কেন্দ্রে স্হানান্তারিত করতে পারেগিল্ট ফান্ডগুলিকে চেকের সুবিধাও দেওয়া হয় যা যে কোনও চেক রির্জভ ব্যাংকের কাউন্টারে ভাঙ্গানো যেতে পারে

(ঘ)    বাজারে (কল মানি মার্কেট-এ) বিনিয়োগ : গিল্ট ফান্ড বিনিয়োগকারী হিসাবে বাজারে (কল মানি মার্কেট-এ) অর্থ ধার দিতে পারে

(ঙ)    দ্রুত লেনদেন : রিজার্ভ ব্যাংক ভারত সরকারের কাছে সুপারিশ করতে পারে যে সরকারী অর্থপত্রের বাজারে  (কল মানি মার্কেট-এ) দ্রুত লেনদেনের ব্যাপারে

নগদে পরিবর্তনের সাহায্য (লিকুইডিটি সাপোর্ট)

যোগ্যতা

সব রকম গিল্ট ফান্ড, সরকারী অথবা বেসরকারী ক্ষেত্রে, উন্সুক্ত বা বদ্ধ - ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছ থেকে সকল প্রকার নগদে পরিবর্তনের সাহায্য পাবেগিল্ড ফান্ড প্রকল্পগুলিকে সিকিউরিটিস অ্যান্ডএক্সেঞ্জ বোর্ড অব ইণ্ডিয়ার অনুমোদন লাভ করতে হবেসিকিউরিটি এবং এক্সেঞ্জ বোর্ড অব ইণ্ডিয়া কাছে কোনও খসড়া প্রকল্প জমা দেওয়ার আগে গিল্ড ফান্ডগুলিকে পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা সেই খসড়া প্রকল্পটির কপি আগাম ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছে যেন জমা দেন  আগাম পরীক্ষার জন্যএর ফলে ভারতীয় রিজার্ভ ব্যাংক আগাম যাচাই করে দেখে নিতে পারবে যে, যে গিল্ট ফান্ড প্রকল্পটি চালু হতে চলেছে তা ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ামাবলী মেনে চলছে কিনা এবং তার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক নগদে পরিবর্তনের সুবিধা দিতে পারবে কিনা

শর্তাবলী

ভারতীয় রিজার্ভ ব্যাংক রিভার্স রিপোর মাধ্যমে নগদে পরিবর্তনের সাহায্য (লিকুইডিটি সাপোর্ট) দেয় নিম্নবর্নিত শর্তাবলী অনুযায়ী :

(ক)      ভারতীয় রিজার্ভ ব্যাংকের সঙ্গে পুনঃক্রয় চুক্তি (রিভার্স রিপো)-র হবে যোগ্য সব কেন্দ্রীয় সরকারী মেয়াদি অর্থপত্র এবং ট্রেজারি বিলের উপর, তাদের মেয়াদ পূর্তির তারিখ যাই হোক না কেন।

(খ)      ভারতীয় রিজার্ভ ব্যাংক আদের ইচ্ছানুযায়ী রিভার্স রিপো লেনদেনের জন্য অর্থপত্রের মূল্য নির্ধারণ করে

(গ)      রিভার্স রিপোর জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছে গিল্ড ফান্ড যে জামানত রাখে তা Rs. 10 লক্ষ (মোট মূল্য) বা তার গুনিতকে হতে হবে।

(ঘ)      গিল্ড ফান্ড সর্বাধিক ১৪ দিনের জন্য রিভার্স রিপোর সুবিধা নিতে পারে

(ঙ)       ব্যাংকের সুদের হার সমান সমান রিপো হার

(চ)       কেবলমাত্র মুম্বাইতে নগদে পরিবর্তনের সাহায্য (লিকুইডিটি সাপোর্ট) পাওয়া যায়ভারতীয় রিজার্ভ ব্যাংকের কার্যালয় আছে এমন কোনো কেন্দ্রে গিল্ট ফান্ডগুলি তাদের অর্থ স্থানান্তর করতে পারে ভারতীয় রিজার্ভ ব্যাংকের অর্থ প্রদান ব্যবস্থার সুযোগ নিয়ে

(ছ)       গিল্ড ফান্ড রিভার্স রিপো দ্বারা নগদে পরিবর্তিত অর্থ কল/নোটিস মানি মার্কেটে ঋণ হিসাবে লগ্নি করতে পারবে না

(জ)      ভারতীয় রিজার্ভ ব্যাংক কোনও কারণ না দেখিয়ে নগদে পরিবর্তনের সাহায্য (লিকুইডিটি সাপোর্ট)-এর যে কোনও আবেদন, পুরোপুরি বা অংশিকভাবে,  গ্রহণ অথবা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষিত করছেন

(ঝ)      ভারতীয় রিজার্ভ ব্যাংক গিল্ড ফান্ডের যে কোনও লেনদেনর তথ্য সম্পর্কে জানতে চাইতে পারে এবং গিল্ড ফান্ডকে সেই তথ্য প্রদান করতে হবে

নগদে পরিবর্তনের সাহায্য পেতে গেলে

ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছ থেকে নগদে পরিবর্তনের সাহায্য (লিকুইডিটি সাপোর্ট) নেওয়ার জন্য গিল্ড ফান্ডকে যা করতে হবে, সেগুলি হল :

(ক)      চিফ জেনারেল ম্যানেজার, ইনটারনাল ডেট ম্যানেজমেন্ট সেল,  ভারতীয় রিজার্ভ ব্যাংক, কেন্দ্রীয় কার্যালয়, মুম্বাই-এর কাছে আবেদন করতে হবে

(খ)      যেদিন নগদে পরিবর্তনের সাহায্য (লিকুইডিটি সাপোর্ট) পেতে হবে, সেই দিন দুপুর ১২টার  মধ্যে পূরণ করা দরখাস্ত ফর্ম ইনটারনাল ডেটা ম্যানেজমেন্ট সেল -এর কাছে জমা দিতে হবে

(গ)      ভারতীয় রিজার্ভ ব্যাংকের দ্বারা জারী করা অ্যাকসেপটেন্স-কাম-ডিল কনফার্মেশন অ্যাডভাইস-টির ডুপ্লিকেট কপি, যেখানে আপনি এই লেনদেনটি স্বীকার করছেন, সেটিকে যথাযথভাবে সই করে এবং তার সঙ্গে এস-জি-এল ট্রান্সফার ফর্ম জুড়ে ভারতীয় রিজার্ভ ব্যাংকের অর্থপত্র বিভাগ (সিকিউরিটিস ডিপার্টমেন্ট অফ রিজার্ভ ব্যাংক অপ ইণ্ডিয়া), মুম্বাই কার্যালয়ে জমা দিতে হবে।  

(ঘ)      ভারতীয় রিজার্ভ ব্যাংককে অনুমতি প্রাদান করুন যাতে রিপো মেয়াদের শেষে যে সে তার কারেন্ট অ্যাকাউন্টটিকে অ্যাকসেপটেন্স-কাম-ডিল কনফার্মেশন অ্যাডভাইস-এ যতটা অর্থের অঙ্ক বলা আছে তত অঙ্কের অর্থ ডেবিট করতে পারে; এবং

(ঙ)       অর্থপত্র পুনঃক্রয়ের জন্য এস-জি-এল ট্রান্সফার ফর্ম জমা দেন।

(চ)       যে দিন নগদে পরিবর্তনের সাহায্য (লিকুইডিটি সাপোর্ট) চাইছেন সেই দিন যেন ভারতীয় রিজার্ভ ব্যাংক, মুম্বাই-এ আপনার কারেন্ট অ্যাকাউন্টে প্রয়োজনীয় নগদ পেয়ে যান সরাসরি জমার মাধ্যমে।

 

 

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।