Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
 ব্যাংক ব্যবস্থা
 মুদ্রা ব্যবস্থা
 বিদেশি মুদ্রা ব্যবস্থা
 সরকারী অর্থপত্রের বাজার
 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলি
 পাওনা মেটানোর ব্যবস্থা
হোম >> সাধারণ প্রশ্নাবলী - View
Date: 09/02/2004

সেভিংস (সঞ্চয়) বণ্ড

সেভিংস (সঞ্চয়) বণ্ড

১। ৬.৫% সেভিংস (সঞ্চয়) বণ্ড, ২০০৩ (অকরযোগ্য) এবং ৮% সেভিংস (সঞ্চয়) বণ্ড (করযোগ্য), ২০০৩ এর বৈশিষ্ট্যগুলির মধ্যে সাদৃশ্য/বৈসাদৃশ্যগুলি কী কী?

৬.৫% সেভিংস বণ্ড, ২০০৩ (অকরযোগ্য নয়) এবং ৮% সেভিংস বণ্ড(করযোগ্য), ২০০৩ এর বৈশিষ্ট্যগুলির মধ্যে সাদৃস্য/বৈসাদৃশ্যগুলি নীচের টেবিলে দেওয়া হল:

বৈশিষ্ট্যগুলির তুলনামূলক বিবরণ

বৈশিষ্টগুলি

সেভিংস বণ্ড, ২০০৩ (অকরযোগ্য)

৮% সেভিংস বণ্ড (করযোগ্য), ২০০৩

আবেদনকারীর শ্রেণীবিভাগ

অনাবাসী ভারতীয় ব্যাতিত ব্যাক্তিবর্গ, অবিভক্ত হিন্দু পরিবার সহ

ব্যাক্তিবর্গ, অবিভক্ত হিন্দু পরিবার(অনাবাসী ভারতীয় ব্যাতিত)সহ, দাতব্য প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলি

 

মেয়াদ

৫ বছর

৬ বছর

সুদের হার

বাত্‍সরিক ৬.৫% হারে ১লা জানুয়ারী/১লা জুলাই অর্ধবার্ষিকভাবে প্রদেয়।

বাত্‍সরিক ৮% হারে ১লা ফেবুয়ারী এবং আগষ্টে অর্ধবার্ষিকভাবে প্রদেয়।

মেয়াদের আগে ভাঙানোর সুবিধা

পাওয়া যায় ৩ বছরের লক ইন সময়কালের পর বণ্ডগুলি ভাঙানো যাবে।

পাওয়া যাবে না।

গ্রহনকারী অফিসগুলি

ভারতীয় রিজার্ভ ব্যাংকের অফিসগুলি ও এজেন্টগুলি

কেবলমাত্র এজেন্সি ব্যাংকগুলি এবং এস-এইচ-সি-আই-এল

কর-ছাড়

করযোগ্য নয়

করযোগ্য কিন্তু আসল থেকে কর বাদ দেওয়া হয় না

যেভাবে বণ্ডগুলি রাখা যাবে

১) কেবলমাত্র ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা প্রদত্ত স্টক সার্টিফিকেট

২) ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং এজেন্সিগুলিতে সুবিধা পাওয়া যায়,এমন বণ্ড লেজার অ্যাকাউন্ট (বি-এল-এ)

১) কেবলমাত্র এজেন্সিগুলিতে সুবিধা পাওয়া যায়,এমন বণ্ড লেজার অ্যাকাউন্ট (বি-এল-এ)

 

বিনিয়াগের সীমা

বিনিয়াগের কোন উর্ধ্বসীমা নেই।

বিনিয়াগের কোন উর্ধ্বসীমা নেই।

প্রদেয় মূল্য

সমমূল্য

সমমূল্য

পছন্দমতো বেছে নেবার উপায়

ক্রম-বর্ধিষ্ণু এবং ক্রম-বর্ধিষ্ণু নয়

ক্রম-বর্ধিষ্ণু এবং ক্রম-বর্ধিষ্ণু নয়

অগ্রিম

পাওয়া যাবে না। কোন ব্যাংক থেকে অগ্রীম নেওয়ার ক্ষেত্রে সিকিউরিটি হিসাবে দেওয়া যাবে না।

পাওয়া যাবে না। কোন ব্যাংক থেকে অগ্রীম নেওয়ার ক্ষেত্রে সিকিউরিটি হিসাবে দেওয়া যাবে না

নামাঙ্কনের সুবিধা

একক ব্যাক্তিভোগীর ক্ষেত্রে প্রাপ্য।

অনাবাসী ভারতীয়দেরও মনোনীত করা যাবে

একক ব্যাক্তিভোগীর ক্ষেত্রে প্রাপ্য।

অনাবাসী ভারতীয়দেরও মনোনীত করা যাবে

সুদ প্রদান

১) অর্ধ-বার্ষিকভাবে সুদের অধিপত্র/ই-সি-এস-ক্রম-বর্ধিষ্ণু নয়এর মাধ্যমে

২) ক্রম-বর্ধিষ্ণু উপায়ের ক্ষেত্রে পরিশোধের সময় আসলের সঙ্গে সুদও দেওয়া হয়।

১) অর্ধ-বার্ষিকভাবে সুদের অধিপত্র/ইসিএস-ক্রম-বর্ধিষ্ণু নয়-এর মাধ্যমে

২) ক্রম-বর্ধিষ্ণু উপায়ের ক্ষেত্রে পরিশোধের সময় আসলের সঙ্গে সুদও দেওয়া হয়।

দালালি

এজেন্সি ব্যাংকগুলিতে বি-এল-এ-র জন্য প্রতি Rs.100-তে Re.1 পাওয়া যায় এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকে বি-এল-এ-র জন্য প্রতি Rs.100-তে Rs.0.50 পয়সা পাওয়া যায়।

স্টক সার্টিফিকেটের জন্য কোন দালালি পাওয়া যায় না।

এজেন্সি ব্যাংকগুলিতে বি-এল-এ-র জন্য প্রতি Rs.100-তে Re.1 পাওয়া যায়।

হস্তান্তর যোগ্যতা

হস্তান্তরযোগ্য নয়, কেবলমাত্র ভাবতীয় কোম্পানী অ্যাক্ট, ১৯৫৬-এর ধারা ৬ অনুযায়ী ধারকের মৃত্যু হলে নামাঙ্কিত ব্যক্তির ক্ষেত্রে এবং কোন আত্মীয়কে দানপত্র করার ক্ষেত্র ছাড়া।

হস্তান্তরযোগ্য নয়, কেবলমাত্র ধারকের মৃত্যু হলে নামাঙ্কিত ব্যক্তির ক্ষেত্র ছাড়া।

 

মেয়াদপূর্ণের পরবর্তী সুদ

প্রদেয় নয়

প্রদেয় নয়

বাণিজ্যকতা

বাণিজ্যযোগ্য নয়।

বাণিজ্যযোগ্য নয়।

সেভিংস (সঞ্চয়) বণ্ডের কর-সংক্রান্ত বিষয়গুলি

১। ৬.৫% সেভিংস (সঞ্চয়) বণ্ড, ২০০৩ (অকরযোগ্য), এবং ৮% সেভিংস (সঞ্চয়) (করযোগ্য) বণ্ড, ২০০৩ এর সাপেক্ষে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স(টিডিএস)(উত্‍সমূলে কর বাদ)এর ধারণাটি কি?

ক) আয়কর আইন, ১৯৬১ অনুযায়ী ৬.৫% সেভিংস বণ্ড,২০০৩(অকরযোগ্য)-এর সুদকে আয়কর থেকে রেহাই দেওয়া হয়েছে।

খ) আয়কর আইন,১৯৬১ অনুযায়ী ৮% সেভিংস(করযোগ্য) বণ্ড,২০০৩ এর বিনিয়োগের সুদে যে আয় হয় তার উপর বণ্ড ধারকদের কর দিতে হয়।যাইহোক আসল থেকে কর(টিডিএস) বাদ দেওয়া হয় না। এটি ভারত সরকারের বিজ্ঞতি নং F 4 (10)/W&M/2003,১৩ই জানুয়ারী ২০০৪ দ্বারা বিজ্ঞাপিত করা হয়েছে।

২। এই বণ্ডগুলির সুদের ক্ষেত্রে কী কী কর-ছাড়ের সুবিধা পাওয়া যায়?

আয়কর আইনের ধারা ৮০ এল আনুযায়ী সরকারী অর্থপত্র/বণ্ড-এর সুদে বার্ষিক Rs.15,000 পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে। সম্পত্তি কর আইন, ১৯৫৭-এর আওতায় সম্পত্তি কর থেকে বণ্ডগুলিকে রেহাই দেওয়া হয়েছে।

সেভিংস বণ্ডের ক্ষেত্রে নামাঙ্কনের এবং যৌথ ধারকের সুবিধা

১। সেভিংস বণ্ডের ক্ষেত্রে কি নামাঙ্কনের সুবিধা পাওয়া যাবে? একজন অনাবাসী ভারতীয়কে কি নামাঙ্কিত করা যেতে পারে?

হ্যাঁ, নামাঙ্কনের সুবিধা পাওয়া যাবে। একজন একক ধারক বা বণ্ডের একজন একক জীবিত ধারক, একজন ব্যাক্তি হিসাবে একজন বা একাধিক ব্যক্তি হিসাবে একজন বা একাধিক ব্যক্তিকে নামাঙ্কিত করতে পারেন, যারা বণ্ডের অধিকারী হবেন এবং তাঁর মৃত্যুর পরে সেই ব্যক্তিকেই টাকা প্রদান করা হবে।

যদিও অনাবাসী ভারতীয়রা এই বণ্ডের বিনিয়োগ করার জন্য আনুমতি পায় না, বণ্ডের একজন একক ধারক একজন অনাবাসী ভারতীয়কে বণ্ডে বিনিয়োগ করা টাকার সুদ/ফেরত মূল্য দেওয়ার জন্য নামাঙ্কিত ব্যক্তি হিসাবে নামাঙ্কন করতে পারে। বিদেশ থেকে আগত অর্থ সংক্রান্ত স্বাভাবিক নিয়ম, বিভিন্ন সময়ে যা অনাবাসী ভারতীয়দের ক্ষেত্রে প্রযোজ্য, এই ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

২। সেভিংস বণ্ডের যৌথ ধারক সম্ভব কি? যৌথ ধারকেরা একে অপরকে কি মনোনয়ন করতে পারবে?

যৌথ ধারক যে কোন একজন অথবা তাঁদের মধ্যে যিনি জীবিত থাকবেন হিসাবে সম্ভব হয়। বর্তমানে যৌথ ধারকের ক্ষেত্রে নামাঙ্কন করার অনুমতি দেওয়া হয় না

৩। কোন নামাঙ্কন ছাড়া বণ্ড ধারকের মৃত্যু হলে, আইনত অধিকারপ্রাপ্ত ব্যাক্তি কিভাবে সুদ/ফেরত মূল্য পাবে?

কোন নামাঙ্কন ছাড়া বণ্ড ধারকের মৃত্যু হলে, আইনত অধিকারপ্রাপ্ত ব্যাক্তিকে উত্তরাধিকারের প্রমানপত্র দিতে হবে।

এজেন্সি ব্যাংক দ্বারা পরিচালিত সেভিংস বণ্ড

১। ভারতীয় রিজার্ভ ব্যাংক কি বণ্ডগুলি বিক্রী করে?

ভারতীয় রিজার্ভ ব্যাংক শুধুমাত্র ৬.৫% সেভিংস বণ্ড,২০০৩(করযোগ্য নয়) স্কীমটির পাবলিক ডেট অফিসের মাধ্যমে চালনা করে। এজেন্সী ব্যাংকগুলি ৬.৫% এবঙ ৮% উভয় সেভংস বণ্ডের স্কীমগুলিই চালান।

২। কোন কোন এজেন্সীগুলি সেভিংস বণ্ডগুলি বিক্রি করে?

যে এজেন্সীগুলি ৬.৫% এবং ৮% সেভিংস বণ্ডের স্কীমগুলি চালায়, তারা হল:

ক) স্টেট ব্যাংক অফ ইণ্ডিয়া

খ) স্টেট ব্যাংক অফ ইণ্ডিয়া-র সাতটি সহযোগী ব্যাংক

অর্থাত্‍

স্টেট ব্যাংক অফ ট্রাভাঙ্কোর

স্টেট ব্যাংক অফ মাইশোর

স্টেট ব্যাংক অফ বিকানির অ্যাণ্ড জয়পুর

স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ

স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র

স্টেট ব্যাংক অফ পাতিয়ালা

স্টেট ব্যাংক অফ ইন্দোর

গ) ১৪টি রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলি

অর্থাত্‍, সেন্ট্রাল ব্যাংক অফ ইণ্ডিয়া

ব্যাংক অফ মহারাষ্ট্র

দেনা ব্যাংক

পাঞ্জাব ন্যাশানাল ব্যাংক

সিন্ডিকেট ব্যাংক

কানাড়া ব্যাংক

ইণ্ডিয়ান ব্যাংক

ইণ্ডিয়ান ওভারসিজ ব্যাংক

ব্যাংক অফ বরোদা

ইউনিয়ান ব্যাংক

এলাহাবাদ ব্যাংক

ইউনাইটেড ব্যাংক অফ ইণ্ডিয়া

ইউকো ব্যাংক

ব্যাংক অফ ইণ্ডিয়া

গ) চারটি বেসরকারী ব্যাংক

অর্থাত্‍, আই-সি-আই-সি-আই ব্যাংক লিমিটেড,

এইচ-ডি-এফ-সি ব্যাংক লিমিটেড

আই-ডি-বি-আই ব্যাংক লিমিটেড

ইউ-টি-আই ব্যাংক লিমিটেড

ঘ) স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইণ্ডিয়া লিমিটেড

মেয়াদপূর্তির আগে ভাঙানোর সুবিধা

১। এই বণ্ডগুলিতে কি মেয়াদপূর্ণ হওয়ার আগেই বিনিয়োগ করা অর্থ ভাঙানো যায়?

৬.৫% সেভিংস বণ্ড,২০০৩ (অকরযোগ্য)-র ক্ষেত্রে বণ্ডগুলি ছাড়ার তারিখ থেকে কমপক্ষে ৩ (তিন) বছর লক-ইন সময়কালের পরে বণ্ডগুলি মেয়াদপূর্ণ হওয়ার আগেই ভাঙানোর আনুমতি পাওয়া যায়। বিনিয়োগকারী ষষ্ঠ অর্ধ-বার্ষিকের পর যে কোন সময়েই বণ্ডটি সমর্পণ করতে পারেন, কিন্তু পরিশোধ্য অর্থ পরবর্তী সুদ প্রদানের নির্ধারিত তারিখেই দেওয়া হবে। কাজেই মেয়াদপূর্ণের আগে বণ্ড ভাঙানোর কাযর্করী তারিখ হবে প্রত্যেক বছরের ১লা জুলাই এবং ১লা জানুয়ারী। যাইহোক, নির্ধারিত সুদের ৫০% এবং (বণ্ড ধারণের শেষ ছয় মাস )ক্রমবধিষ্ণু ও ক্রমবর্ধিষ্ণু নয় উভয় সাপেক্ষেই এই ক্ষেত্রে বণ্ড ধারণের শেষ ছয় মাসের প্রদত্ত অর্থ আদায় করা হবে।

৯ই ফেব্রুয়ারী, ২০০৪

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।