Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (55.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 23/07/2003

ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯ ধারা ২৩ - এ-টি-এম দ্বারা তৃতীয় পক্ষের অ্যাকাউন্টে অর্থ প্রেরণ

ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯ এর ধারা ২৩
এ-টি-এম-এর মাধ্যমে তৃতীয় পক্ষের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর

DBOD.No.BL.BC  5/22.01.001/2003

২৩ জুলাই ,২০০৩

                                            ১লা শ্রাবণ,১৯২৫(শক)

সমস্ত তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক

(আরআরবি এবং এল এ বি বাদে)

মাননীয় মহাশয়

ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯ এর ধারা ২৩

এ-টি-এম-এর মাধ্যমে তৃতীয় পক্ষের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর

অনুগ্রহ করে আমাদের ১৮ জুলাই ২০০ তারিখের নিয়ন্ত্রক বিজ্ঞপ্তি DBOD. BL.BC. 5/22.01.001/ 2002 এর অনুচ্ছেদ ২.৩টি দেখুন যেখানে অটোম্যাটিক টেলার মেশি(এ টি এম)এর দ্বারা দেওয়া যেতে পারে যে সকল পরিষেবা তার উল্লেখ আছে এবং এখানে সুস্পষ্ট করা হয়েছে যে অর্থের স্থানান্তর  সীমিত থাকবে একই গ্রাহকের একই কেন্দ্রে বা বিভিন্ন কেন্দ্রে অবস্থিত অ্যাকাউন্টেগুলির মধ্যে

ব্যাংকের আবেদনের উপর ভিত্তি করে এখন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এ টি এম মাধ্যমে দেশের মধ্যে একই ব্যাংকের অন্তর্গত এক গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য গ্রাহকের অ্যাকাউন্টে মধ্যে ওই একই অর্থ স্থানান্তর করার সুবিধা দেওয়ার অনুমতি ব্যাংক গুলিকে দেওয়া হবেসেই ম্যান্ডেট এবং সম্পর্কিত নথিপত্র যার ভিত্তিতে এ টি এম মাধ্যমে এই সব লেনদেনের জন্যে অর্থপ্রদান করা হবে তা দিপাক্ষিক ভাবে ব্যাংক এবং গ্রাহকের ভিতর নিষ্পত্তি করতে হবে এবং দুপক্ষেরই অধিকার এবং দ্বায়ীত্ব ম্যান্ডেটে সুস্পষ্ট ভাবে উল্লেখ করা থাকবে যা আইনের আদালতে ন্যায্য বলে ধরা হবে এটিএম এর মাধ্যমে তৃতীয় পক্ষকে অর্থ দেওয়ার অনুমতি দেওয়ার সময়ে ব্যাংক তাদের দ্বায়ীত্ব সুরক্ষা করার জন্যে উপযুক্ত পদক্ষেপ নেবে

ছাড়াও ব্যাংকগুলিকে পরামর্শ দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা কার্যকরী করতে যা আরবিআই দ্বারা নির্দের্শিত কমপেনডিয়াম অফ বেস্ট প্র্যাক্টিসেস্ ইন এ কমপিউটারাইস্ড এনভায়রনমেন্ট ও ওয়ার্কিং গ্রুপ অন ইন্টার্নেট ব্যাংককিংএর রিপোর্টে দেওয়া আছে

৪ঠা ফেবরুয়ারি ১৯৯৯ তারিখের বিজ্ঞপ্তি DBS.CO.ITC.BC. 10/ 31.09.001 / 97-98 এর নিয়মবলী এবং যা,১৪ জুন ২০০১তারিখের বিজ্ঞপ্তি ডিবিওডি.সিওএমপি. বিসি.নং.১৩০/০৭.০৩.২৩/২০০০-০১এর নিয়মবলী এবং আপনার গ্রাহককে চিনুনের এবং যা নিয়মবলীর নির্দেশ ব্যাংককে মেনে চলতে হবে

৪। এই অনুযায়ী অটোম্যাটিক টেলার মেশিন(এ টি এম)এর মাধ্যমে যে সব পরিষেবা দেওয়া যাবে তার সম্বন্ধে ১৮ জুলাই ২০০ তারিখের মাস্টার বিজ্ঞপ্তি ডিবিওডি নংবিএলবিসি.৫/২২.০১.০০১/২০০২ এর অনুচ্ছেদ২. উপযুক্ত বাক্য পরিবর্তিত হল এই ভাবে যে অর্থের স্থানান্তর  সীমিত থাকবে দেশের ভিতর একই কেন্দ্রে বা বিভিন্ন কেন্দ্রে অবস্থিত একই গ্রাহকের বা বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্টেগুলির মধ্যে ।.

ইতি ভবদীয়

(সি আর মুরলীধরণ)

চীফ জেনারেল ম্যানেজার

Endt.DBOD No. BL  /22.01.001/2003 একই তারিখে

এর অনুলিপি, প্রয়োজনীয় ব্যবস্থা এবং তথ্যের জন্যে আঞ্চলিক কার্যালয়গুলিকে পাঠানো হল

(আর সি মিত্তল)

জেনারেল ম্যানেজার

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।