Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (103.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 30/12/2013

মুদ্রস্ফীতি সূচকযুক্ত জাতীয় সঞ্চয়পত্র-ক্রমপুঞ্জিত (ইনফ্লেশন ইনডেক্সড ন্যাশানল সেভিংস সিকিউরিটিজ-কিউমুলেটিভ, 2013)

আরবিআই 2013-14/418
ডিজিবিএ.সিডিডি.নং.3798/13.01.999/2013-2014

ডিসেম্বর 30, 2013

সভাপতি এবং পরিচালন অধিকর্তা
প্রধান কার্যালয় (সরকারি এ্যাকাউন্টস বিভাগ)
ভারতীয় স্টেট ব্যাঙ্ক এবং সহযোগী ব্যাঙ্কসমূহ
সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক
আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড, এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড, এ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটে্ড  এবং
স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এসএইচসিআইএল)

প্রিয় মহাশয় / মহাশয়া

মুদ্রস্ফীতি সূচকযুক্ত জাতীয় সঞ্চয়পত্র-ক্রমপুঞ্জিত (ইনফ্লেশন ইনডেক্সড ন্যাশানল সেভিংস সিকিউরিটিজ-কিউমুলেটিভ, 2013)

অনুগ্রহ করে উপরোক্ত বিষয়ে আমাদের ডিসেম্বর 19, 2013 তারিখের সার্কুলার ডিজিবিএ.সিডিডি.নং.3688/13.01.999/2013-2014 দেখবেন।

2. এই বিষয়ে ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন মুদ্রাস্ফীতি সূচকযুক্ত জাতীয় সঞ্চয়পত্র-ক্রমপুঞ্জিত (আইআইএনএসএস-সি),2013 জারি করা বন্ধ হওয়ার তারিখ ডিসেম্বর 31, 2013 থেকে বাড়িয়ে মার্চ 31, 2014 করা হবে। ভারত সরকারের অধিকার আছে মার্চ 31, 2014 তারিখের আগেই জারি করা বন্ধ করে দেওয়া।

3. আমাদের উপরে উল্লেখিত সার্কুলারে ডিসেম্বর19, 2013 তারিখের সরকারি বিজ্ঞপ্তির অন্যান্য যে শর্ত ও বিধি দেওয়া আছে, সেগুলি অপরিবর্তিত থাকবে।

আপনার বিশ্বস্ত,

(আর.কে.সিং)
উপ মহাপ্রবন্ধক


ভারত সরকার
অর্থমন্ত্রক
আর্থিক বিষয় বিভাগ
(বাজেট ডিভিসন)
নতুন দিল্লি

তারিখ ডিসেম্বর 30, 2013

বিজ্ঞপ্তি

মুদ্রস্ফীতি সূচকযুক্ত জাতীয় সঞ্চয়পত্র-ক্রমপুঞ্জিত (ইনফ্লেশন ইনডেক্সড ন্যাশানল সেভিংস সিকিউরিটিজ-কিউমুলেটিভ, 2013)


নং এফ.4(16)-ডব্লু এ্যান্ড এম/2012ঃ এতদ্দ্বারা ভারত সরকার বিজ্ঞাপিত করছে যে মুদ্রস্ফীতি সূচকযুক্ত জাতীয় সঞ্চয়পত্র-ক্রমপুঞ্জিত জারি করার শেষ তারিখ ডিসেম্বর ডিসেম্বর 31, 2013 থেকে বাড়িয়ে মার্চ 31, 2014 করা হয়েছে।ভারত সরকারের অধিকার আছে মার্চ 31, 2014 তারিখের আগেই জারি করা বন্ধ করে দেওয়ার। ডিসেম্বর 19, 2013 তারিখের বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ও বিধি অপরিবর্তিত থাকবে।

ভারতের রাষ্ট্রপতির আদেশবলে

(পীযুষ কুমার)
অধিকর্তা, ভারত সরকার

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।