Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (121.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 10/06/2014

নিজের গ্রাহকদের জানুন(কেওয়াইসি) বিধি / অবৈধ অর্থ বৈধকরণ প্রতিরোধ (এএমএল)মান / সন্ত্রাসবাদকে অর্থসংস্থান প্রতিরোধ (সিএফটি) / অবৈধ অর্থ বৈধকরণ প্রতিরোধ আইন (পিএমএলএ) 2002-এর অধীনে ব্যাঙ্কগুলির দায়বদ্ধতা ঠিকানা প্রমাণ বিষয়ে ব্যাখ্যা প্রাথমিক (শহরাঞ্চলিক) সমবায় ব্যাঙ্ক (ইউসিবি)

আরবিআই/2012-13/636
ইউবিডি.বিপিডি(পিসিবি)সা.নং.69 /14.01.062/2013-14

জুন 10, 2014

মুখ্য নির্বাহী আধিকারিক
সমস্ত প্রাথমিক(শহরাঞ্চলিক)সমবায় ব্যাঙ্ক

মহাশয়া / প্রিয় মহাশয়,

নিজের গ্রাহকদের জানুন(কেওয়াইসি) বিধি / অবৈধ অর্থ বৈধকরণ প্রতিরোধ (এএমএল)মান / সন্ত্রাসবাদকে অর্থসংস্থান প্রতিরোধ (সিএফটি) / অবৈধ অর্থ বৈধকরণ প্রতিরোধ আইন (পিএমএলএ) 2002-এর অধীনে ব্যাঙ্কগুলির দায়বদ্ধতা ঠিকানা প্রমাণ বিষয়ে ব্যাখ্যা প্রাথমিক (শহরাঞ্চলিক) সমবায় ব্যাঙ্ক (ইউসিবি)

অনুগ্রহ করে নিজের গ্রাহকদের জানুন(কেওয়াইসি) বিধি / অবৈধ অর্থ বৈধকরণ প্রতিরোধের(এএমএল)মান / সন্ত্রাসবাদকে অর্থসংস্থান প্রতিরোধ (সিএফটি) / অবৈধ অর্থ বৈধকরণ প্রতিরোধ আইন (পিএমএলএ)-2002-এর অধীনে ব্যাঙ্কগুলির দায়বদ্ধতা বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের জুলাই 01, 2013 তারিখের মূল সার্কুলার নং ইউবিডি.বিপিডি.16/12.05.001/2013-14 (পিসিবি).এমসি.নং.16/12.05.001/2013-14-এর অনুচ্ছেদ 2.4 (ই),অনুচ্ছেদ 2. 5 (vii) (এ এবং বি) এবং (xi) এবং সংলগ্নী দেখবেন যার বিষয় হল - কোন ব্যক্তিবিশেষ দ্বারা নতুন এ্যাকাউন্ট খোলার সময় ‘ঠিকানা প্রমাণ’-এর জন্য কী কী প্রয়োজন।

2. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন ব্যক্তিবর্গের থেকে, বিশেষ করে অভিবাসী শ্রমিক, বদলি হওয়া কর্মচারী ইত্যাদিদের থেকে অভিযোগ/অনুরোধ পাচ্ছিলেন যে তাঁরা ব্যাঙ্ক এ্যাকাউন্ট খোলার সময় সাম্প্রতিক/স্থায়ী ঠিকানার প্রমাণ পেশ করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি অতঃপর অবৈধ অর্থ বৈধকরণ প্রতিরোধ বিধি (নথিপত্রের রক্ষণাবেক্ষণ), 2005-এর সংশোধনের আলোকে বিবেচনা করে তদনুসারে ‘ঠিকানা প্রমাণ’ জমা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় দিকগুলি আরও সহজ করার নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছেঃ

এ. এখন থেকে গ্রাহকগণ এ্যাকাউন্ট খোলার সময় অথবা সময়ে সময়ে সেটি সময়ানুগ করার ক্ষেত্রে ঠিকানা প্রমাণের জন্য (সাম্প্রতিক অথবা স্থায়ী) একটি মাত্র নথি জমা করবেন। যে ক্ষেত্রে ‘ঠিকানা প্রমাণ’ হিসেবে যে ঠিকানা দেওয়া হয়েছে তাতে যদি কোন পরিবর্তন হয়, ছ মাসের মধ্যে শাখায় ঠিকানার নতুন প্রমাণ জমা দিতে হবে।

বি. যে ক্ষেত্রে গ্রাহক কর্তৃক প্রদত্ত প্রামাণ্য ঠিকানা তার স্থানীয় ঠিকানা নয় অথবা এমন ঠিকানা যেখানে গ্রাহক বর্তমানে থাকেন না, সে ক্ষেত্রে শহরাঞ্চলিক সমবায় ব্যাঙ্ক গ্রাহকের থেকে একটি স্থানীয় ঠিকানা সংক্রান্ত ঘোষণা গ্রহণ করতে পারে যে ঠিকানায় গ্রাহকের সঙ্গে চিঠিপত্রের আদানপ্রদান হবে। এই ঠিকানা ব্যাঙ্ক পরীক্ষা করে নেবে ‘সক্রিয় যাচাই’ মাধ্যমে, যেমন (i) চিঠি, চেকবই, এটিএম কার্ড-এর প্রাপ্তিস্বীকার দ্বারা (ii) দূরভাষ মাধ্যমে কথাবার্তা চালিয়ে (iii) সেই স্থানে হাজির হয়ে ইত্যাদি। স্থান বদল বা অন্য যে কোন কারণে এই ঠিকানায় কোন পরিবর্তন হলে গ্রাহক নতুন ঠিকানা শহরাঞ্চলিক সমবায় ব্যাঙ্ককে চিঠিপত্রের আদানপ্রদানের জন্য দু সপ্তাহের মধ্যে জানিয়ে দেবেন।

3. শহরাঞ্চলিক সমবায় ব্যাঙ্কগুলি উপরের নির্দেশের আলোকে তাদের কেওয়াইসি নীতি সংশোধন করবে এবং সেই নির্দেশ যথাযথ পালনের বিষয়টি সুনিশ্চিত করবে।

4. মুখ্য আধিকারিক আমাদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে এই সার্কুলারের প্রাপ্তিস্বীকার করবেন।

আপনার বিশ্বস্ত,

(পি.কে. আরোরা)
মহাপ্রবন্ধক

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।