Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (103.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 16/12/2016
মার্চ 31, 2017 পর্যন্ত বিশেষ পদক্ষেপ: তৎকাল অর্থপ্রদান পরিষেবা (আইএমপিএস), একত্রীকৃত অর্থপ্রদান ব্যবহারক্ষেত্র(ইউপিআই) ও অগঠিত অতিরিক্ত পরিষেবা সংক্রান্ত ডেটা (ইউএসএসডি)

RBI/2016-17/185
DPSS CO.PD.No.1516/02.12.004/2016-17

ডিসেম্বর 16, 2016

চেয়ারম্যান এবং প্রবন্ধিক নির্দেশক/ মূখ্য কার্যনির্বাহী আধিকারিক

তৎকাল অর্থপ্রদান পরিষেবা (আইএমপিএস), একত্রীকৃত অর্থপ্রদান ব্যবহারক্ষেত্র (ইউপিআই) এবং অগঠিত অতিরিক্ত পরিষেবা সংক্রান্ত ডেটা (ইউএসএসডি)-নির্ভর *99# ব্যবস্থায় অংশগ্রহণকারী সকল সংস্থাসমূহ

মাননীয় মহাশয়া/ মহাশয়,

মার্চ 31, 2017 পর্যন্ত বিশেষ পদক্ষেপ: তৎকাল অর্থপ্রদান পরিষেবা (আইএমপিএস), একত্রীকৃত অর্থপ্রদান ব্যবহারক্ষেত্র(ইউপিআই) ও অগঠিত অতিরিক্ত পরিষেবা সংক্রান্ত ডেটা (ইউএসএসডি)

দ্রষ্টব্য নভেম্বর 08, 2016 তারিখাঙ্কিত Circular No.DCM (Plg) No.1226/10.27.00/2016-17 অনুসারে বিদ্যমান 500/- এবং 1000/- ব্যাঙ্কনোটের (বিশেষভাবে উল্লেখিত ব্যাঙ্ক নোট- এসবিএন) বৈধ টেন্ডার চরিত্র প্রত্যাহারের সূত্র ধরে, সরকার ব্যবস্থার সঙ্গে জড়িত বিভিন্ন অংশের সঙ্গে আলোচলার পর সমাজের বৃহত্তর অংশের মধ্যে ডিজিটাল অর্থপ্রদান ব্যবস্থার গ্রহণযোগ্যতা ব্যাপকতর করতে উৎসাহপ্রদানের(ইনসেন্টিভাইজ) পদক্ষেপ গ্রহণ করে চলেছে। অস্থায়ী পদক্ষেপ হিসাবে, এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তৎকাল অর্থপ্রদান পরিষেবা (আইএমপিএস), ইউএসএসডি-নির্ভর *99# এবং একত্রীকৃত অর্থপ্রদান ব্যবহারক্ষেত্র (ইউপিআই) ব্যবস্থার মাধ্যমে 1000 পর্যন্ত লেনদেন সম্পন্ন করার জন্য সকল অংশগ্রহণকারী ব্যাঙ্ক এবং প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্ট(পিপিআই) জারি করা সংস্থা গ্রাহকদের কাছ থেকে কোনও মাশুল ধার্য করবে না।

2. উপরোক্ত পদক্ষেপগুলি জানুয়ারি 1, 2017 থেকে কার্যকরী হবে এবং মার্চ 31, 2017 পর্যন্ত প্রযোজ্য থাকবে। মধ্যবর্তী সময়ে, ব্যবস্থার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট অংশগুলির দ্বারা উপরোক্ত প্রণালীগুলির অধীনে মাশুল সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সহায়তা করবে।

3. পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, 2007 (2007-এর অ্যাক্ট 51) ধারা 10(2) তৎসহ পঠিত ধারা 18-এর অধীনে আদেশবিধিটি জারি করা হল।

আপনার বিশ্বস্ত

(নন্দা এস. দাভে)
মুখ্য মহা প্রবন্ধক

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।