Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Date: 18/04/2007

‘বেসরকারী ও ভারতে ব্যবসাকারী বিদেশি ব্যাংকের ক্ষেত্রে নিয়ন্ত্রিত প্রকাশ প্রকল্প (প্রোটেকটেড ডিসক্লোজার স্কিম)’-এর প্রচলন

RBI/2006-2007/328

DO DBS .FrMC No. BC 5 /23.02.011 /2006-07

এপ্রিল ১৮, ২০০৭

সমস্ত বেসরকারী ও ভরতে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলি

বেসরকারী ও ভারতে ব্যবসাকারী বিদেশি ব্যাংকের ক্ষেত্রে

নিয়ন্ত্রিত প্রকাশ প্রকল্প (প্রোটেকটেড ডিসক্লোজার স্কিম)-এর প্রচলন

ভারত সরকার গত ২১শে এপ্রিল ২০০৪-এ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনকে নির্দিষ্ট কর্তৃপক্ষ হিসাবে এই ক্ষমতা দিয়েছেন যাতে তারা কেন্দ্রীয় সরকারী কর্মচারী অথবা কেন্দ্রীয় সরকার দ্বারা গঠিত অথবা কেন্দ্রীয় আইন দ্বারা গঠিত কোনো সংস্থার কর্মচারী, সরকারী সংস্থা, সোসাইটি অথবা কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত স্থানীয় কর্তৃপক্ষের কর্মচারীদের বিরুদ্ধে অথবা দুর্নীতি অথবা পদাধিকারের অন্যায্য ব্যবহার দ্বারা প্রাপ্ত সুবিধা সম্বন্ধে লিখিত অভিযোগ গ্রহণ করতে পারে এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির সুপারিশ করতে পারে।

২। উপরোক্ত সিদ্ধান্তটি রাষ্ট্রায়াত্ত ক্ষেত্রের ব্যাংকসহ কেন্দ্রীয় সরকারী এবং রাষ্ট্রায়াত্ত ক্ষেত্রের সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেহেতু বেসরকারী ও ভরতে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলি এই সিদ্ধান্তের আওতায় পড়ে না তাই ভারতীয় রিজার্ভ ব্যাংক এইসব ব্যাংকগুলিকে অনুরূপ প্রকল্পের আওতায় আনার কথার সুপারিশ করেছে। এই প্রস্তাবিত প্রকল্পের খসড়া ভারতীয় রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইটে ২৫শে জানুয়ারি ২০০৬ থেকে বিজ্ঞপিত করা হয়েছিল এবং জনসাধারণ সহ সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে এই বিষয়ে মতামত জানাতে আহ্বান করা হয়েছিল। এই প্রকল্পটি পরবর্তীকালে পূর্ণ রূপ দান করা হয়েছে এই সমস্ত মতামতগুলি মাথায রেকে এবং এটিকে কার্যকর করা হচ্ছে অবিলম্বে। এই প্রকল্পের বিস্তারিত বিবরণ সংযোজনীতে দেওয়া হল। বেসরকারী ও ভরতে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলিকে এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে।

৩। অনুগ্রহ করে প্রাপ্তি স্বীকার করবেন।

ইতি ভবদীয়

 

(এস. ভি. রাঘবন)

চিফ জেনারেল ম্যানেজার

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।