Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (131.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 28/07/2006

ডেরিভেটিভ সেগমেন্টে লেনদেনের জন্যে বিদেশি সংস্থাগত বিনিয়োগকারী [ফরেন ইন্স্টিট্যুশানাল ইনভেস্টরস্ (এফ আই আই)] দ্বারা অতিরি

RBI/2006-07/92

এ.পি. ( ডি-আই-আর সিরিজ ) বিজ্ঞপ্তি নং. ৪

                                                         জুলাই ২৮, ২০০৬

সমস্ত  শ্রেী -১ অধিকারপ্রাপ্ত কারবারী ব্যাংকগুলির প্রতি

মহাশয়া /মহাশয়,

ডেরিভেটিভ সেগমেন্টে লেনদেনের জন্যে  বিদেশি সংস্থাগত বিনিয়োগকারী [ফরেন ইন্স্টিট্যুশানাল ইনভেস্টরস্ (এফ আই আই)] দ্বারা অতিরিক্ত জামানত রাখা

সময়ে সময়ে সংশোধিত,২০০৪ সালের ৭ জুলাই তারিখে বিজ্ঞাপিত বিজ্ঞপ্তি নং FEMA 120/ RB-2004 পরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট (কোন বিদেশি সিকিউরিটি হস্তান্তর বা বাজারে ছাড়া) অ্যাক্ট, ২০০৪ এবং ২০০০ সালের ৩ মে তারিখে বিজ্ঞাপিত বিজ্ঞপ্তি নং ফেমা ২০ / ২০০০-আর বি বিদেশী মুদ্রাবিনিময় নিয়ন্ত্র ( কোন অনাবাসী ভারতীয় দ্বারা কোন  সিক্যুরিটি হস্তান্তর বা ইস্যু ) নিয়ম,২০০০-এর প্রতি  সমস্ত শ্রেী-১- অধিকারপ্রাপ্ত কারবারী ব্যাংকের (এ ডি) দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে

ভারত সরকার ও ভারতীয় সিক্যুরিটিস এবং একচেঞ্জ বোর্ডের (এস ই বি আই) সংগে আলোচনা করে ঠিক হয়েছে যে, ডেরিভেটিভ্ সেগমেন্টে লেনদেননের জন্যে  ভারতীয় স্টক একচেঞ্জের কাছে এফ আই আইস-র এ এ এ শ্রেীর সার্বভৌম বৈদেশিক সিক্যুরিটিস গ্রহকরার ব্যাপারে অনুমতি দেওয়া হবে এ ব্যাপারে এস ই বি আই কাজ চালানোর নির্দেশনামা পৃথকভাবে দেবে অতঃপর  ভারতীয় স্টক একচেঞ্জ  বিদেশী মুদ্রাবিনিময় নিয়ন্ত্রণ ,১৯৯৯ আইনে প্রয়োজন হলে, সুনির্দিষ্ট সম্মতির জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকর বিদেশী মুদ্রাবিনিময় বিভাগের কেন্দ্রীয় দপ্তর ,মুম্বাই ৪০০০০১-এর দ্বারস্থ হতে পারে

২০০০ সালের ৩ মে তারিখে বিজ্ঞাপিত বিজ্ঞপ্তি নং ফেমা ২০ / ২০০০-আর বি বিদেশী মুদ্রাবিনিময় নিয়ন্ত্র (কোন অনাবাসী ভারতীয় দ্বারা কোন  সিক্যুরিটি হস্তান্তর বা ইস্যু) নিয়ম, ২০০০-এর প্রয়োজনীয় সংশোধনী পৃথকভাবে জারি করা হবে

এ ডি ব্যাংকগুলি তাদের অংগব্যাংক ও সংশ্লিষ্ট গ্রাহকদের  এই সারকুলারের বিষয়বস্তু দৃষ্টিগোচর করতে পারেন

 ১৯৯৯ (১৯৯৯ এর ৪২ )-এর বিদেশী মুদ্রাবিনিময় নিয়ন্ত্রণ আইনের  ১০ (৪ ) ও ১১ (১ ) অনুচ্ছেদর অধীনে এই সারকুলারের নির্দেশাবলী জারি করা হল যাহা  অন্য কোন আইনের সম্মতি / অনুমোদনের প্রয়োজনীয়তা, যদি দরকার হয়, বিঘ্নিত করবে না

                                                          ইতি ভবদীয়

 

                                                          সালিম গঙ্গাধরন

                                                          চীফ জেনারেল ম্যানেজার ইন চার্জ

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।