Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (60.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 02/08/2005

বন্যা কবলিত অঞ্চলের ব্যক্তিদের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের খোলার সুবিধা

RBI/2005-06/89
Ref.DBOD.No.AML.BC.  23   /14.01.064 /2005-06       

আগস্ট ২, ২০০৫

প্রতি,

সকল তালিকাভুক্ত বানিজ্যিক ব্যাংকের চীফ এক্সিকিউটিভ

আঞ্চলিক গ্রামীন ব্যাংকসহ

মাননীয় মহাশয়,

বন্যাকবলিত ব্যক্তিবর্গের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহজতর করা

অনুগ্রহপূবর্ক আমাদের বিজ্ঞপ্তি DBOD.No.AML.BC.58/14.01.001/2004-05 তারিখ নভেম্বর ২৯, ২০০৪-র উল্লেখ করুন আপনার করা উপভোক্তাদের নির্দেশাবলি জানতে অর্থ বিরোধী ধৌতমাত্রা উপরিউক্ত বিজ্ঞপ্তির সুত্রে ব্যাংকগুলিকে উপদেশ দেওয়া হচ্ছে উপভোক্তা স্বীকৃতি প্রকল্প গঠন করতে এবং উপভোক্তা সনাক্তকরন চলন অনুসৃত হওয়া উচিত একটি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে।

২। যেহেতু আপনি অবগত আছেন মহারাষ্ট্রে নজিরবিহীন বন্যায় এক বিশাল সংখ্যক মানুষ আক্রান্ত রাজ্য সরকারের তরফ থেকে বন্যা কবলিত মানুষদের ৫০০০ থেকে ২ লক্ষ টাকা পযর্ন্ত চেক দেওয়া হচ্ছে, যাদের হয়ত ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং অতি শীঘ্র তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলা হচ্ছে বিপযর্য়ের কথা মনে রেখে এবং চটজলদি তাদের দুর্দশায় সাহায্যের জন্য ব্যাংকগুলিকে উপদেশ দেওয়া হচ্ছে যে ঐ সমস্ত মানুষজনের ব্যাংক অ্যাকাউন্ট খোলবার জন্য নূন্যতম প্রক্রিয়াকরন অনুসরন করতে অ্যাকাউন্টগুলি নিম্নলিখিত ভাবে খোলা যেতে পারে

ক) অন্য অ্যাকাউন্টধারকের কাছ থেকে পরিচয় জ্ঞাপন

খ) পরিচিতির নথিপত্র যেমন নিবার্চক পরিচিতি পত্র অথবা বাহন চালানোর অনুমতি পত্র, দপ্তর, কোম্পানি, বিদ্যালয় বা মহাবিদ্যালয় ইত্যাদির কাছ থেকে পাওয়া পরিচিতি পত্র এবং ঠিকানা সম্বলিত নথি যেমন বিদ্যুত রসিদ, গনবন্টন ব্যবস্থার রসিদ ইত্যাদি অথবা

গ) দুইজন প্রতিবেশীর কাছ থেকে পরিচয়জ্ঞাপন যাদের উপরিল্লিখিত ২(খ) অনুচ্ছেদ অনুযায়ী নথি আছে অথবা

ঘ) এই সবকিছুর অবর্তমানে এমন নথি যা ব্যাংককে সন্তুষ্ট করতে পারে।

ইতি ভবদীয়

(প্রসান্ত সারান)

চীফ জেনারেল ম্যানেজার

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।