Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (79.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 14/05/2005

পাবলিক প্রভিডেন্ট ফান্ড প্রকল্প, ১৯৫৮ - সংশোধনী

RBI/2004-05/468
Ref.No.CO.DT.15.02.001/H-9593-9615/2004-05

মে ১৪ , ২০০৫

চৈত্র ২৩ , ১৯২৭ শ

জেনেরাল ম্যনেজার

সরকার অ্যাকাউন্ট বিভাগ

স্টেট ব্যাংক অব ইণ্ডিয়া /স্টেট ব্যাংক অব ইন্দোর/স্টেট ব্যাংক অব পাটিয়ালা/

স্টেট ব্যাংক অব বিকানির এবং জয়পুর/ স্টেট ব্যাংক অব সৌরাষ্ট্র/ স্টেট ব্যাংক অব ত্রাভাঙ্কোর/

স্টেট ব্যাংক অব হায়দ্রাবাদ/ স্টেট ব্যাংক অব মাইশোর/ এলাহাবাদ ব্যাংক/ ব্যাংক অব বরোদা /

ব্যাংক অব ইণ্ডিয়া/ ব্যাংক অব মহারাষ্ট্র / কানাড়া ব্যাংক/ সেন্ট্রাল ব্যাংক অব ইণ্ডিয়া /

করপোরেশান ব্যাংক / দেনা ব্যাংক / ইণ্ডিয়ান ব্যাংক / ইণ্ডিয়ান ওভারসীজ ব্যাংক /

পাঞ্জাব ন্যাশানাল ব্যাংক / সিন্ডিকেট ব্যাংক/ ইউকো ব্যাংক /

ইউনিয়ান ব্যাংক অব ইণ্ডিয়া / ইউনাইটেড ব্যাংক অব ইণ্ডিয়া

মাননীয় মহাশয়,

পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কীম, ১৯৬৮-সংশোধনী

এতদসহ আমরা ২০০৫ সালের ১৩ই মে তরিখের ভারত সরকারের বিত্ত মন্ত্রালয়, নতুন দিল্লির জারীকৃত বিজ্ঞপ্তি নং --জি.এস.আর--ই পাঠাচ্ছি ,যাহা ১৯৬৮ সালের পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কীম নিম্নলিখিত রূপে সংশোধন করে , --

(১) ৩ নং অনুচ্ছের (২) নং উপ-অনুচ্ছেদ বাদ যাবে,

(২) ১২ নং অনুচ্ছেদের (১) নং উপ-অনুচ্ছেদে নোট বাদ যাবে

(৩) ফর্ম A-তে

ক. ‘ACCOUNT IN THE NAME OF SELF/ MINOR(S) / HUF /ASSOCIATION” –র পরিবর্তে ‘ACCOUNT IN THE NAME OF SELF/ MINOR(S) বসাতে হবে;

খ. (ii) অনুচ্ছেদে “or a Hindu Undivided Family or an Association of persons”শব্দগুলি বাদ যাবে;

গ. (iii) অনুচ্ছেদে বিস্তারিত বিবরণে, ক্রমিক নং ৩ ও ৪ তত্সংক্রান্ত লিখিত বিবরণ বাদ যাবে;

ঘ. (iv) অনুচ্ছেদের উপ-অনুচ্ছেদ (b) এবং (c) বাদ যাবে;

ঙ. নোট ১বাদ যাবে

১৯৬৮ সালের পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কীমের এই সব সংশোধনী ২০০৫ সালের ১৩ই মে তারিখ থেকে বলবত্‍ হয়েছে আপনাদের যে সমস্ত শাখা/দপ্তরে ১৯৬৮ সালের পি পি এফ স্কীম কার্যকরী আছে তাদের এ বিষয়ে উপযুক্ত নির্দেশ জারী করতে পারেন এই সব সংশোধনী উপর্যুক্ত শাখাসমূহ তাদের বিজ্ঞপ্তি-বোর্ডে প্রদর্শণ করতে পারেন বা পিপিএপ এ্যাকান্ট গ্রাহকদের নজরে আনতে পারেন

দয়া করে প্রাপ্তি স্বীকার করুন

ইতি ভবদীয়

(ডি. রাজাগোপালা রাও)

ডেপুটি জেনেরাল ম্যানেজার

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।