Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (151.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 09/12/2011

জন-পরিষেবার পদ্ধতি এবং কার্য-সম্পাদনের নিরীক্ষা সমিতি (কমিটি অন প্রসিডিয়র এন্ড পারফর্মান্স অডিট অন পাব্লিক সারভিসেস—সিপিপিএপিএস) প্রতিবেদন নং-২ সুদ এবং/অথবা মূল-এর অর্থ প্রদান করায় বিলম্বের জন্য ক্ষতিপূরণ কাঠামো

আরবিআই/২০১১-১২/২৯৪
ডিজিবিএ.সিডিডি.এইচ-৩৬৫৭/১৩.০১.২৯৮/২০১১-১২

ডিসেম্বর ৯,২০১১

সভাপতি এবং পরিচালন অধিকর্তা /পরিচালন অধিকর্তা
সরকারি লেখা বিভাগ/ প্রধান কার্যালয়
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া /স্টেট ব্যাঙ্ক অফ পাটিয়ালা/
স্টেট ব্যাঙ্ক অফ বিকানির এন্ড জয়পুর /স্টেট ব্যাঙ্ক অফ ট্রাভাঙ্কোর/
স্টেট ব্যাঙ্ক অফ হায়দ্রাবাদ /স্টেট ব্যাঙ্ক অফ মাইসোর /অন্ধ্র ব্যাঙ্ক/
এলাহাবাদ ব্যাঙ্ক/ ব্যাঙ্ক অফ বরোদা / ব্যাঙ্ক অফ ইন্ডিয়া/
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র /কানারা ব্যাঙ্ক/ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া/
কর্পোরেশন ব্যাঙ্ক /দেনা ব্যাঙ্ক/ ইন্ডিয়ান ব্যাঙ্ক /ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক/
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক / সিন্ডিকেট ব্যাঙ্ক / ইউকো ব্যাঙ্ক /
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া / ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া /
বিজয়া ব্যাঙ্ক /আইডিবিআই ব্যাঙ্ক /আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড
ইউটিআই ব্যাঙ্ক লিমিটেড,এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড এবং এসসিএইচআইএল

মহাশয়/মহাশয়া,

জন-পরিষেবার পদ্ধতি এবং কার্য-সম্পাদনের নিরীক্ষা সমিতি (কমিটি অন প্রসিডিয়র এন্ড পারফর্মান্স অডিট অন পাব্লিক সারভিসেসসিপিপিএপিএস) প্রতিবেদন নং- সুদ এবং/অথবা মূল-এর অর্থ প্রদান করায় বিলম্বের জন্য ক্ষতিপূরণ কাঠামো

অনুগ্রহ করে শিরোনামাঙ্কিত বিষয়ে আমাদের সার্কুলার সিও.ডিটি নং ১৩.০১.২৯৮/এইচ-৯৭৮৬/২০০৪-০৫, তারিখ মে ২০,২০০৫ (আরবিআই/২০০৫/৪৭৭) দেখুন । সেখানে অনুচ্ছেদ ৩-এ বলা হয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে বিলম্বিত প্রাপ্তি / বিলম্বে সুদের ওয়ারেন্ট ক্রেডিট / বিনিয়োগের মেয়াদপূর্তি পরিশোধের অর্থ বিলম্বে জমা পড়া ইত্যাদির কারণে আর্থিক ক্ষতির জন্য রিলিফ / সেভিংস বন্ডে বিনিয়োগকারীকে ক্ষতিপূরণ দিতে হবে চালু সেভিংস ব্যাঙ্ক হারে ।

২. এই বিষয়ে আমাদের নির্দেশ এই যে যেহেতু সঞ্চয় আমানতের(সেভিংস ডিপোজিট)ওপর সুদের হার নিয়ন্ত্র্ণমুক্ত করা হয়েছে, ব্যাঙ্কগুলি উপরোক্ত আর্থিক ক্ষতির কারণে পক্ষপাতহীনভাবে বিনিয়োগকারীদের নিজ নিজ টাকার পরিমাণের ওপর (যেমন, ১ লাখ এবং ১ লাখের বেশি ) যথাক্রমে ব্যাঙ্কের নিজস্ব সেভিংস ব্যাঙ্ক আমানতের ওপর সুদের হারে ক্ষতিপূরণ দেবে ।

আপনার বিশ্বস্ত,

(সঙ্গীতা লালওয়ানি)
উপ মহাপ্রবন্ধক

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।