Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (64.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 20/04/2012

একাউন্টের বিবরণী / পাসবই-এর ওপর এমআইসিআর কোড এবং আইএফএসসি কোড মুদ্রণ

আরবিআই/২০১১-২০১২/৫১৬
ডিপিএসএস (সিও) আরটিজিএস নং.১৯৩৪/০৪.০৪.০০২ /২০১১-১২

এপ্রিল ২০, ২০১২

সভাপতি এবং পরিচালন অধিকর্তা / মুখ্য নির্বাহী আধিকারিক
আরটিজিএস, এনইএফটি এবং এনইসিএস-এ অংশগ্রহণকারী সদস্য ব্যাঙ্কসমূহ

মহাশয়/মহাশয়া,

একাউন্টের বিবরণী / পাসবই-এর ওপর এমআইসিআর কোড এবং আইএফএসসি কোড মুদ্রণ

আপনারা অবগত আছেন যে, সমস্ত বৈদ্যুতিন নিকাশ পরিষেবা (ইসিএস-ক্রেডিট এবং ডেবিট) লেনদেনের জন্য এমআইসিআর কোড প্রয়োজন। অনুরূপভাবে আইএফএসসি কোড, এনইএফটি এবং আরটিজিএস লেনদেনের জন্য একটি প্রয়োজনীয় পূর্ব শর্ত ।

২. বর্তমানে, এমআইসিআর কোড এবং ব্যাঙ্কের শাখার আইএফএসসি কোড চেকের পাতায় দেওয়া থাকে। পর্যালোচনার ভিত্তিতে স্থির করা হয়েছে যে এই তথ্যটির উল্লেখ একাউন্টধারকের একাউন্টের বিবরণী / পাসবই-এও  থাকা উচিত।

৩. সেইমতো ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের একাউন্টধারকগণের একাউন্টের বিবরণী / পাসবই-তে উপরে নির্দেশিত তথ্য দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ।

৪. অনুগ্রহ করে প্রাপ্তি স্বীকার করবেন এবং সার্কুলার প্রাপ্তির ১৫ দিনের মধ্যে কী কাজ হয়েছে তার একটা প্রতিবেদন পেশ করবেন ।

আপনার বিশ্বস্ত,

(বিজয় চুঘ)
মুখ্য মহা প্রবন্ধক

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।