Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (135.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 04/05/2012

বিদেশি মুদ্রায় রপ্তানি ঋণের ওপর সুদের হারে বিনিয়ন্ত্রণ

আরবিআই/২০১১-১২/৫৩৪
ডিবিওডি.ডিআইআর.নং.১০০/০৪.০২.০০১/২০১১-১২

মে ৪, ২০১২

সমস্ত তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্ক
(আরআরবিসমূহ ব্যতিরেকে)

প্রিয় মহাশয় / মহাশয়া

বিদেশি মুদ্রায় রপ্তানি ঋণের ওপর সুদের হারে বিনিয়ন্ত্রণ

অনুগ্রহ করে বিদেশি মুদ্রায় রপ্তানি ঋণের সুদের হার সংক্রান্ত আমাদের নভেম্বর ১৫, ২০১১ তারিখের সার্কুলার ডিবিওডি.ডিআইআর.নং.৫২/০৪.০২.০০১/২০১১-১২ এবং মার্চ ৩০, ২০১২ তারিখের সার্কুলার ডিবিওডি.ডিআইআর.নং.৯১/০৪.০২.০০১/২০১১-১২ দেখবেন।

২.রপ্তানিকারীরা যাতে আরও বেশি পরিমাণে ঋণ পেতে পারেন সেই কারণে ব্যাঙ্কগুলিকে বিদেশি মুদ্রায় রপ্তানি ঋন-এর উপর সুদের হার নির্ধারণ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা বলব হবে মে ৫, ২০১২ তারিখ থেকে।

৩. এই সংক্রান্ত জারি করা মে ৪, ২০১২ তারিখের নির্দেশ ডিবিওডি.ডিআইআর.নং.৯৯/০৪.০২.০০১/২০১১-১২ সংযুক্ত করা হল।

আপনার বিশ্বস্ত

(রাজেশ ভার্মা)
মুখ্য মহাপ্রবন্ধক


ডিবিওডি.ডিআইআর.বিসি.নং.৯৯/০৪.০২.০০১/২০১১-১২

মে ৪, ২০১২

বিদেশি মুদ্রায় রপ্তানি ঋণের ওপর সুদের হারে বিনিয়ন্ত্রণ

ব্যাঙ্কিং রেগুলেশন এ্যাক্ট ১৯৪৯-এর ধারা ২১ এবং ৩৫এ দ্বারা প্রদত্ত অধিকার প্রয়োগপূর্বক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জনসাধারণের স্বার্থে প্রয়োজন এবং উপযোগী মনে ক’রে এক্ষণে নির্দেশ দিচ্ছে যে ব্যাঙ্কগুলিকে বিদেশি মুদ্রায় রপ্তানি-ঋণে সুদের হার নির্ধারণ করার অনুমতিদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা বলব হবে মে ৫, ২০১২ তারিখ থেকে।

(বি. মহাপাত্র)
নির্বাহী অধিকর্তা

সম্পর্কিত প্রেস-বিজ্ঞপ্তি / বিজ্ঞপ্তি

মে ৪, ২০১২

বিদেশি মুদ্রার যোগান স্বচ্ছন্দ করার জন্য আরবিআই কর্তৃক পদক্ষেপ গ্রহণ

মে ৪, ২০১২

এফসিএনআর(বি) আমানতের উপর সুদের হার

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।