Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
 
 
 
 
 
 
হোম >> বাংলা - সংগঠন ও কার্যকলাপ
 

সংগঠন ও কার্যকলাপ

 

 













প্রতিষ্ঠান

রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়া অ্যাক্ট ১৯৩৪ অনুযায়ী, ১৯৩৫ সালের ১লা এপ্রিল ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়।

প্রথম থেকেই রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় মুম্বাইতে রয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ে গভর্নর বসেন এবং নীতি প্রণয়ন হয়। 

যদিও এটি আগে বেসরকারী হাতে ছিল, ১৯৪৯ সালের রাষ্ট্রীয়করণের পর ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্পূর্ণভাবে সরকারী নিয়ন্ত্রণাধীন।

মুখবন্ধ

রিজার্ভ ব্যাংকের মুখবন্ধ ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যকলাপ বর্ণনা করে এইভাবে :

“...ব্যাংক নোটের প্রচলনের নিয়ন্ত্রণ করে ও ভারতের আভ্যন্তরীণ অর্থনৈতিক স্থায়ীত্ব বজায় রাখার জন্য অর্থ মজুদ রাখে এবং ভারতের মুদ্রা ও ঋণ ব্যবস্থাকে দেশের উন্নতির জন্য পরিচালনা করে। 

কেন্দ্রীয় বোর্ড

রিজার্ভ ব্যাংকের কার্যকলাপ একটি কেন্দ্রীয় পরিচালক বোর্ডের দ্বারা পরিচালিত হয়। এই বোর্ড রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়া অ্যাক্ট অনুযায়ী ভারত সরকার দ্বারা নিয়োজিত হয়। 

  • এই বোর্ড চার বছরের জন্য নিয়োজিত/নির্বাচিত হয়
  • গঠন :
    • কার্যকারী পরিচালকগণ
      • পূর্ণ সময়ের : গভর্নর ও অনধিক চারজন ডেপুটি গভর্নরগণ
    • সাম্মানিক পরিচালকগণ
      • সরকার দ্বারা নিয়োজিত: বিভিন্ন ক্ষেত্র থেকে দশটি পরিচালকগণ এবং একজন সরকারী কর্মকর্তা
      • অন্যান্য: চারজন পরিচালক - প্রতিটি স্থানীয় বোর্ড থেকে একজন করে

কার্যকলাপ : সাধারণ তত্ত্বাবধান ও ব্যাংকের কার্য দিকের পরিচালনা

ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় বোর্ডের পরিচালকগণের নাম ও ঠিকানা
ডাঃ ওয়াই ভি রেড্ডি,
গভর্নর,
ভারতীয় রিজার্ভ ব্যাংক,
কেন্দ্রীয় কার্যালয়,
মুম্বাই ৪০০ ০০১
@১১ শ্রী এইচ পি রানিনা
অ্যাডভোকেট, ভারতীয় সুপ্রীম কোর্ট
৫০৬, রাহেজা সেন্টার,
২১৪ ব্যাকবে রিক্লেমেশন
ফ্রী প্রেস জার্নাল রোড
মুম্বাই ৪০০ ০২৩।
ডাঃ রাকেশ মোহন
ডেপুটি গভর্নর,
ভারতীয় রিজার্ভ ব্যাংক,
কেন্দ্রীয় কার্যালয়,
মুম্বাই ৪০০ ০০১
@১২ ডাঃ অশোক এস গাঙ্গুলি
আই-সি-আই-সি-আই ওয়ান সোর্স লিমিটেড,
৬ষ্ঠ তল, পেনিনসুলা চেম্বারস,
গণপত্
লোয়ার পারেল,
মুম্বাই ৪০০ ০১৩
শ্রী ভি লীলাধর
ডেপুটি গভর্নর,
ভারতীয় রিজার্ভ ব্যাংক,
কেন্দ্রীয় কার্যালয়,
মুম্বাই ৪০০ ০০১
@১৩ শ্রী আজ়িম প্রেমজি
চেয়ারম্যান,
উইপ্রো লিমিটেড,
দোদ্দাকান্নেলী,
সর্জাপুর রোড,
ব্যাঙ্গালোর ৫৬০ ০৩৩
শ্রীমতি শ্যামলা গোপীনাথ
ডেপুটি গভর্নর,
ভারতীয় রিজার্ভ ব্যাংক,
কেন্দ্রীয় কার্যালয়,
মুম্বাই ৪০০ ০০১
@১৪ শ্রী কুমার মঙ্গলম বিড়লা
চেয়ারম্যান,
আদিত্য বিড়লা গ্রুপ কোম্পানীজ

আদিত্য বিড়লা সেন্টার,
এস কে আহিরে মার্গ
,
ওরলি, মুম্বাই
৪০০ ০৩০
শ্রীমতি ঊষা থোরাট
ডেপুটি গভর্নর,
ভারতীয় রিজার্ভ ব্যাংক,
কেন্দ্রীয় কার্যালয়,
মুম্বাই ৪০০ ০০১
@১৫ শ্রীমতি শশী রেখা রাজাগোপালন
প্লট নং ১০, সকেত, ফেজ ২,
কে-এ-পি-আর-এ, এ-সি-আই-এল পোস্ট
হায়দ্রাবাদ ৫০০ ০৬২
* শ্রী ওয়াই এইচ মালেগাঁও
চার্টার্ড অ্যাকাউন্টেন্ট
প্রযত্নে এস বি বিলিমোরিয়া অ্যাণ্ড কোম্পানী
মেহের চেম্বারস (২য় তল)
আর কামানি রোড, ব্যালার্ড এস্টেট
মুম্বাই ৪০০ ০০১
@১৬ শ্রী সুরেশ কুমার নেওটিয়া
বি-৩২, গ্রেটার কৈলাশ ১,
নতুন দিল্লী ১১০ ০৪৮।
* শ্রী সুরেশ তেন্ডুলকার
অর্থনীতিবিদ,
এ-ডি-৮৬-সি,
শালিমার বাগ,
নতুন দিল্লী ১১০ ০৮৮
@১৭ ডাঃ এ বৈদ্যনাথন
বি-১ সোনালী অ্যাপার্টমেন্ট, ওল্ড নং ১১,
বিচ রোড, কলাক্ষেত্র কলোনি
চেন্নাই ৬০০ ০৯০
* অধ্যাপক ইউ আর রাও
চেয়ারম্যান,
ফিজিকাল রিসার্চ ল্যাবরেটরি,
মহাকাশ বিভাগ,
অন্তরীক্ষ ভবন, নিউ বি-ই-এল রোড
ব্যাঙ্গালোর ৫৬০০৯৪
@১৮ ডাঃ মনমোহন শর্মা
/৩, যশবন্ত বাগ (রানওযাল পার্ক)
আকবর আলীর পিছনে, চেম্বুর নাকা,
মুম্বাই ৪০০ ০৭১
* শ্রী লক্ষ্মী চাঁদ  
অবসরপ্রাপ্ত আই-এ-এস,
সি-১২, সেক্টর ১৪,
নয়ডা,
উত্তর প্রদেশ ২০১১৩০১।
@১৯ শ্রী ডি জয়বর্ধনভেলু,
চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর,
লক্ষ্মী মেশিন ওয়ার্কস লিমিটেড,
কোয়েম্বাটোর।
@১০ শ্রী সঞ্জয় লাব্রু
ম্যানেজিং ডিরেক্টর ও সি-ই-ও
আসাহি ইণ্ডিয়া গ্লাস লিমিটেড।
#২০ শ্রী অশোক কুমার ঝা,
সচিব,
অর্থনৈতিক কার্যকলাপ দপ্তর,
অর্থ মন্ত্রক,
ভারত সরকার,
নতুন দিল্লী
* ১৯৩৪ সালের রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়া অ্যাক্ট-এর ধারা 8 (1) (b) অনুসারে এই পরিচালকদের নিয়োগ করা হয়েছে
@
১৯৩৪ সালের রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়া অ্যাক্ট-এর ধারা 8 (1) (c)) অনুসারে এই পরিচালকদের নিয়োগ করা হয়েছে, দ্রষ্টব্য ভারত সরকারের বিজ্ঞপ্তি নং F. No.7/2/2004-BO.I তাং ২৭শে জুন ২০০৬
#
১৯৩৪ সালের রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়া অ্যাক্ট-এর ধারা 8 (1) (d) অনুসারে এই পরিচালকদের নিয়োগ করা হয়েছে মুম্বাই তারিখ ২৭শে জুন ২০০৬

 

আঞ্চলিক বোর্ডগুলি

  • দেশের চারটি অঞ্চল, ‍ মুম্বাই, কলকাতা, চেন্নাই ও নতুন দিল্লী, প্রত্যেকটির জন্য একটি করে বোর্ড আছে
  • সদস্যপদ:
  • প্রত্যেকটিতে পাঁচজন করে সদস্য থাকেন
  • কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়োজিত হন
  • চার বছরের কার্যকালের জন্য

কার্যকলাপ : আঞ্চলিক বিষয়ে কেন্দ্রীয় বোর্ডের পরামর্শদাতার কাজ করে এবং স্থানীয় সমবায় ও অন্যান্য ব্যাংকের আঞ্চলিক ও অর্থনৈতিক স্বার্থরক্ষা করে চলেএছাড়াও কেন্দ্রীয় বোর্ড সময় সময়ে যে দায়িত্ব দেয় তা পালন করে চলে

ভারতীয় রিজার্ভ ব্যাংকের আঞ্চলিক বোর্ডের পরিচালকগণের নাম ও ঠিকানা
পশ্চিমাঞ্চল
উত্তরাঞ্চল
* শ্রী ওয়াই এইচ মালেগাঁও
চার্টার্ড অ্যাকাউন্টেন্ট
প্রযত্নে এস বি বিলিমোরিয়া অ্যাণ্ড কোম্পানী
মেহের চেম্বারস (২য় তল)
আর কামানি রোড, ব্যালার্ড এস্টেট
মুম্বাই ৪০০ ০০১
শ্রী মিঠা লাল মেহতা,
প্রাক্তন মুখ্য সচিব,
রাজস্থান সরকার,
, কেশব নগর, গোপালপুরা রোড,
জয়পুর ৩০২ ০১৮
শ্রী কে ভেঙ্কটেশন,
১১৩, এফ ব্লক,
আন্না নগর ইস্ট,
চেন্নাই ৬০০ ১০২
ডাঃ রাম নাথ
প্রাক্তন অধ্যাপক ও ভইস চ্যান্সেলর,
সি-এস- ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যাণ্ড টেকনলজি
প্লট নং ৭১০, ব্লক,
আভাস বিকাশ কলোনি, হন্সপুর, নৌবাস্তা,
কানপুর ২০৮ ০০১
শ্রী দত্তরাজ ভি সালগাঁওকার,
ম্যানেজিং ডিইরেক্টর,
ভি এম সালগাঁওকার অ্যাণ্ড ব্রাদার লিঃ,
হিরা বিহার, এয়ারপোর্ট রোড, চিকালিঁও,
ভাস্কো ডা গামা,
গোয়া ৪০৩ ৭১১
ডাঃ প্রীতম সিং,
ডিরেক্টর, ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইন্সটিটিউট,
মেহরৌলি রোড, শুখরালি,
গুরগাঁও ১২২ ০০১
শ্রী জয়ন্তী লাল বাভজিভাই প্যাটেল,
ভাইস প্রিন্সিপাল,
এস বি গার্দা কলেজ,
অবস্থান ও ডাকঘর আদাদা,
নাভসারি (গুজরাত),
পিন ৩৯৬ ৪৪৫
   
অধ্যাপক মহেন্দ্র সিং সোধা,
বি ১১৩, নিরালানগর,
লক্ষ্ণৌ ২২৬ ০২০
   

 

পূর্বাঞ্চল
দক্ষিণাঞ্চল
* অধ্যাপক মিহির রক্ষিত
পরিচালক,
মানিটারি রিসার্চ প্রজেক্ট,
আই-সি-আর-এ লিমিটেড,
এফ-এম-সি ফরচুন,
এ১৩, ৩য় তল,
২৩৪/৩এ, আচার্য জগদীশ চন্দ্র বসু রোড,
কলকাতা  ৭০০ ০২০
* শ্রী লক্ষ্মী চাঁদ  
অবসরপ্রাপ্ত আই-এ-এস,
সি-১২, সেক্টর ১৪,
নয়ডা,
উত্তর প্রদেশ ২০১১৩০১।
শ্রী এ কে শইকিয়া, অবসর প্রাপ্ত আই--এস,
এইচ - , সেক্টর ২৭,
নয়ডা ২০১ ৩০১
শ্রী সি পি নায়ার,
অবসরপ্রাপ্ত মুখ্য সচিব কেরালা সরকার,
নারায়ণীয়ম,
জওহর নগর,
তিরুবনন্তপুরম ৬৯৫ ০৪১
শ্রী শোভন কানুনগো, অবসর প্রাপ্ত আই--এস,
১৭/৪০৪, ইস্ট এন্ড অ্যাপার্টমেন্ট,
ময়ূর বিহার ১ (এক্সটেনশন),
নতুন দিল্লী ১১০ ০৯৬
ডাঃ এস রামচন্দর,
ডিরেক্টর,
ইন্সটিটিউট অফ ফাইন্যানশিয়াল ম্যানেজমেন্ট অ্যাণ্ড রিসার্চ,
৩০, কোঠারি রোড,
চেন্নাই ৪০০ ০৩৪
      ডাঃ এম গোবিন্দ রাও,
ডিরেক্টর,
ন্যাশানাল ইন্সটিটিউট অফ পাবলিক ফাইন্যান্স অ্যাণ্ড পলিসি,
১৮/, সত্‍সঙ্গ বিহার মার্গ,
স্পেশাল ইন্সটিটিউশনাল এরিয়া (জে-এন-ইউ-এর কাছে)
নিউ দিল্লী ১১০ ০৬৭
      শ্রীমতি দেবকী জৈন,
থরঙ্গবন, ডি-৫, ১২শ ক্রস,
আর-এম-ভি এক্সটেনশন,
ব্যাঙ্গালোর ৫৬০ ০৮০
* কেন্দ্রীয় বোর্ডে প্রতিনিধি স্বরূপ কাজ করছেন, নিয়োজিত নভেম্বর ২৭, ২০০০ থেকে

মুম্বাই, তারিখ জুন ১৯, ২০০২

   

অর্থনৈতিক তত্ত্বাবধান

বোর্ড ফর ফাইন্যানসিয়াল সুপারভিশন (বি-এফ-এস)-এর নির্দেশ মেনে ভারতীয রিজার্ভ ব্যাংক এই কাজটি করে থাকে। এই বোর্ডটি গঠিত হয়েছিল কেন্দ্রীয় বোর্ডের একটি কমিটি বিসাবে নভেম্বর ২০০৪ সালে।

লক্ষ্য

বি-এফ-এস-এর প্রাথমিক লক্ষ্য হল বানিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সম্বলিত  আর্থিক ক্ষেত্রের পূর্ণ তত্ত্বাবধান করা।

গঠন

এই বোর্ডটি গঠন করা হয়েছে দু-বছরের জন্য কেন্দ্রীয় বোর্ডের চারজন পরিচালক নিয়ে, যাঁরা এই বোর্ডেরও সদস্য হতে ইচ্ছা প্রকাশ করেছিলেন, এবং এই বোর্ডটি নেতৃত্ব দেন স্বয়ং গভর্নর। ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর পদাধিকার বলে এই বোর্ডের সদস্য।একজন ডেপুটি গভর্নরকে, সাধারণত ব্যাংক নিয়ন্ত্রণ ও পরিচালনের দায়িত্বে থাকা ডেপুটি গভর্নরকে এই বোর্ডের ভাইস-চেয়ারমান মনোনীত করা হয়।

বি-এস-এস-এর মিটিংগুলি

এই বোর্ড সাধারণত মাসে একবার মিলিত হয়। তত্ত্বাবধান বিভাগ দ্বারা এই বোর্ডের সামনে তুলে ধরা তত্ত্বাবধান সংক্রান্ত বিষয়গুলি এই বোর্ড খতিয়ে দেখে।

বি-এফ-এস তাদের অডিট সাব-কমিটি দ্বারা ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের বাধ্যতামূলক ও আভ্যন্তরীণ হিসাব-পরীক্ষণের কাজের গুণগত মানের উন্নতি করতে চেষ্টা করে। এই অডিট সাব-কমিটির শীর্ষে আছেন ডেপুটি গভর্নর ও দুজন কেন্দ্রীয় বোর্ডের পরিচালক।

এই বি-এফ-এস, ব্যাংক তত্ত্বাবধান বিভাগ (ডিপার্টমেন্ট অফ ব্যাংকিং সুপারভিশন - ডি-বি-এস), ব্যাংক বহির্ভূত তত্ত্বাবধান বিভাগ  (ডিপার্টমেন্ট অফ নন-ব্যাংকিং সুপারভিশন - ডি-এন-বি-এস), আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (ফাইন্যাসিয়াল ইন্সটিটিউশন ডিভিশন - এফ-আই-ডি)-র তত্ত্ববধান করে ও তাদের পরিচালনা ও িয়ন্ত্রণ সম্পর্কে নির্দেশিকা দেয়।

কার্যকলাপ

বি-এফ-এস-এর কিছু উদ্যোগের মধ্যে অন্যতম হল:

১। ব্যাংকের নিরীক্ষণের ব্যবস্থার পুনর্বিন্যাস করা,

২। পরোক্ষ নিরীক্ষণ শুরু করা,

৩। বাধ্যতামূলক হিসাব পরীক্ষকের ভূমিকা আরো দৃঢ় করা, এবং

৪। তত্ত্বাবধান হচ্ছে এমন প্রতিষ্ঠানের ভিত্তি মজবুত করা।

 

বি-এফ-এস-এর অডিট সাব-কমিটি বর্তমানের যৌথ হিসাব-পরীক্ষণ পদ্ধতি, বাধ্যতামূলক হিসাব পরীক্ষকদের অন্তর্ভুক্তি ও নিয়োগ, বাধ্যতামূলক হিসাব-পরীক্ষণ প্রতিবেদনের গুণগতমান ও তার ব্যাপ্তি এবং  তত্ত্বাবধান হচ্ছে এমন প্রতিষ্ঠানের প্রকাশিত হিসাবের স্বচ্ছতা ও প্রকাশ সম্বন্ধিত বিষয়গুলি খতিয়ে দেখেছে।

বর্তমানের কার্যাবলী

  • আর্থিক প্রতিষ্ঠানের তত্ত্বাবধান
  • পূর্ণ হিসাবরক্ষণ
  • ব্যাংক জালিয়াতির আইনী দিকটি
  • অলাভজনক সম্পত্তির অবস্থা নির্ধারণ, এবং
  • ব্যাংকের তত্ত্বাবধানের উপর ভিত্তি করে রেটিং ব্যবস্থা শুরু করা

আইনী পরিকাঠামো

প্রধান আইনগুলি

বিশেষ কার্যাবলী নিয়ন্ত্রণকারী আইনগুলি

  • পাবলিক ডেট অ্যাক্ট, ১৯৪৪/গভর্ণমেন্ট সিকিউরিটিস অ্যাক্ট (প্রস্তাবিত): সরকারী ঋণের বাজার নিয়ন্ত্রণ করে
  • সিকিউরিটিস কনট্র্যাক্ট (রেগুলেশন) অ্যাক্ট, ১৯৫৬: সরকারী অর্থপত্রের বাজার নিয়ন্ত্রণ করে
  • ইণ্ডিয়ান কয়নেজ অ্যাক্ট, ১৯০৬:নোট ও কয়েন নিয়ন্ত্রণ করে
  • ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৭৩/ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ১৯৯৯: বাণিজ্য ও বিদেশি মুদ্রার বাজার নিয়ন্ত্রণ করে

ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণকারী আইনগুলি

  • কোম্পানীজ অ্যাক্ট, ১৯৫৬: কোম্পানী হিসাবে ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রন করে
  • ব্যাংকিং কোম্পানীজ (অ্যাকুইজিশন অ্যাণ্ড ট্রান্সফার অফ আন্ডারটেকিংস) অ্যাক্ট, ১৯৭০/১৯৮০: ব্যাংকের রাষ্ট্রীয়করণের বিষয়টি নিয়ন্ত্রণ করে
  • ব্যাংকারস বুকস এভিডেন্স অ্যাক্ট
  • ব্যাংকিং সিক্রেসি অ্যাক্ট
  • নেগোশিয়েবেল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১

আলাদা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকারী আইনগুলি

  • স্টেট ব্যাংক অফ ইণ্ডিয়া অ্যাক্ট, ১৯৫৪
  • দ্য ইণ্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক (ট্রান্সফার অফ আন্ডারটেকিং অ্যাণ্ড রিপিল) অ্যাক্ট, ২০০৩
  • দ্য ইণ্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন (ট্রান্সফার অফ আন্ডারটেকিং অ্যাণ্ড রিপিল) অ্যাক্ট, ১৯৯৩
  • ন্যাশানাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যাণ্ড রুরাল ডেভেলপমেন্ট অ্যাক্ট
  • ন্যাশানাল হাউজিং ব্যাংক অ্যাক্ট
  • ডিপোজিট ইন্সুরেন্স অ্যাণ্ড ক্রেডিট গ্যারানটী কর্পোরেশন অ্যাক্ট

প্রধান কার্যাবলী

মুদ্রা কর্তৃপক্ষ:

  • অর্থ নীতি প্রণয়ন, কার্যে প্রচলন ও নিয়ন্ত্রণ করে
  • লক্ষ্য: মূল্য স্থিতি বজায় রাখে ও উত্‍পাদনশীল ক্ষেত্রে ঋণের জোগান ঠিক রাখা

অর্থনৈতিক ব্যাবস্থার নিয়ন্ত্রণকারী ও তত্ত্বাবধায়ক:

  • ব্যাংকের কাজের বৃহত্‍ নির্দেশিকা দেয় যার মাধ্যমে দেশের ব্যাংকিং ও অর্থনৈতিক ব্যবস্থা কাজ করে
  • লক্ষ্য: ব্যাংকিং ব্যবস্থায় দেশের নাগরিকদের আস্থা তৈরী করা, আমানতকারীদের স্বার্থ রক্ষা করা এবং জনসাধারণের জন্য একটি কার্যকরী ব্যাংকিং পরিষেবা দেওয়া

বিদেশি মুদ্রার পরিচালক

  • ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ১৯৯৯ পরিচালনা করে
  • লক্ষ্য: বিদেশি বাণিজ্য ও পাওনা মেটানো সুগম করা এবং ভারতে বিদেশি মুদ্রা বাজারটি উন্নীত করা ও বাজায় রাখা

মুদ্রার প্রচলনকারী:

  • মুদ্রার নোট ও কয়েনের প্রচলন, বিনিময় অথবা বিনিময়ের অযোগ্য মুদ্রাগুলিকে নষ্ট করে দেয়
  • লক্ষ্য: জনসাধারণকে যথেষ্ঠ পরিমানে ভাল অবস্থার মুদ্রার নোট ও কয়েন সরবরাহ করা

উন্নয়নমূলক কার্যকলাপ

  • জাতীয় লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যকলাপের সঙ্গে এই ব্যাংক জড়িত আছে

সংশ্লিষ্ট কার্যকলাপ  

  • জাতীয় সরকারের ব্যাংকার: কেন্দ্র ও রাজ্য সরকারের জন্য ব্যাবসায়িক ব্যাংকের ভূমিকা পালন করে; সঙ্গে তাদের তহবিলকারীর ভূমিকাও পালন করে
  • ব্যাংকগুলির ব্যাংকার: সব তালিকাভুক্ত ব্যাংকগুলির জন্য ব্যাংকিং অ্যাকাউন্ট রাখে

অফিসগুলি

প্রশিক্ষণের প্রতিষ্ঠানগুলি

এটির ছটি প্রশিক্ষণের প্রতিষ্ঠান আছে

  • তিনটি যথাক্রমে কলেজ অফ এগ্রিকালচারাল ব্যাংকিং, ব্যাংকারস ট্রেনিং কলেজ এবং রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়া স্টাফ কলেজ ভারতীয় রিজার্ভ ব্যাংকের অংশ
  • অন্যগুলি স্বশাসিত, যেমন, ন্যাশানাল ইন্সটিটিউট ফর ব্যাংক ম্যানেজমেন্ট, ইন্দিরা গান্ধী ইন্সটিটিউট ফর ডেভেলপমেন্ট রিসার্চ (আই-জিআই-ডি-আর), ইন্সটিটিউট ফর ডেভেলমেন্ট অ্যাণ্ড রিসার্চ ইন ব্যাংকিং টেকনলজি (আই-ডি-আর-বি-টি)।

প্রশিক্ষণের প্রতিষ্ঠানের বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন এই ওয়েবসাইটের অন্যান্য সূত্র-এর পাতায় যেখানে এই বিষয়ে অনেকগুলি সূত্র দেওয়া হয়েছে

সহকারী প্রতিষ্ঠানগুলি

সম্পূর্ণ মালিকানাধীন: ন্যাশানাল হাউজিং ব্যাংক (এন-এইচ-বি), ডিপোজিট ইন্সুরেন্স অ্যাণ্ড ক্রেডিট গ্যারানটী কর্পোরেশন অফ ইণ্ডিয়া (ডি-আই-সি-জি-সি), ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ পাইভেট লিমিটেড (বি-আর-বি-এন-এম-পি-এল) 

বৃহত্‍ অংশীদারী: স্টেট ব্যাংক অফ ইণ্ডিয়া, ন্যাশানাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যাণ্ড রুরাল ডেভেলপমেন্ট (এন--বি--আর-ডি),

 
উপর 
 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।