Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
 ব্যাংক ব্যবস্থা
 মুদ্রা ব্যবস্থা
 বিদেশি মুদ্রা ব্যবস্থা
 সরকারী অর্থপত্রের বাজার
 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলি
 পাওনা মেটানোর ব্যবস্থা
হোম >> সাধারণ প্রশ্নাবলী - View
Date: 22/11/2002

অগ্রাধিকার ক্ষেত্রের ঋণ

অগ্রাধিকার ক্ষেত্রের ঋণ

অগ্রাধিকার ক্ষেত্রের ঋণের লক্ষ্য কী?

উত্তর: অগ্রাধিকার ক্ষেত্রের দেশীয় ও ভারতে কর্মরত বিদেশি ব্যাংকগুলির ঋণের জন্য লক্ষ্য এবং উপ-লক্ষ্যগুলি এইরূপ স্থির করা  হয়েছে:

 

দেশীয় ব্যাংক (সরকারি ও বেসরকারি উভয় প্রকার)

ভারতে কর্মরত বিদেশি ব্যাংকগুলি

অগ্রাধিকার ক্ষেত্রের মোট ঋণ

মো-ব্যা-ঋ- ৪০ শতাংশ

মো-ব্যা-ঋ- ৩২ শতাংশ

কৃষি ক্ষেত্রের মোট ঋণ

মো-ব্যা-ঋ- ১৮ শতাংশ

কোনো লক্ষ্যমাত্রা নেই

ক্ষুদ্র শিল্পে ঋণ

কোনো লক্ষ্যমাত্রা নেই

মো-ব্যা-ঋ- ১০ শতাংশ

রপ্তানি ঋণ

রপ্তানি ঋণ অগ্রাধিকার ক্ষেত্রের অন্তর্ভূক্ত নয়

মো-ব্যা-ঋ- ১২ শতাংশ

দুর্বল ক্ষেত্রগুলিতে ঋণ

মো-ব্যা-ঋ- ১০ শতাংশ

কোনো লক্ষ্যমাত্রা নেই

{দ্রষ্টব্ : মো-ব্যা-ঋ অর্থাত্‍ মোট ব্যাংক ঋণ}

মোট ব্যাংক ঋণ কী কী নিয়ে তৈরী ?

১৯৩৪ এর রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়া অ্যাক্টের ৪২ (২) নং ধারা অনুযায়ী, পাক্ষিক যে রিটার্নের রাশি থাকবে তার সঙ্গে মোট ব্যাংক ঋণের সামঞ্জস্য থাকতে হবে বিশিষ্ট জমা-রাশির ক্ষেত্রে এফ-সি-এন-আর (বি) এবং এন-আর-এন-আর  প্রকল্প অনুযায়ী সেটি মোট ব্যাংক ঋণ থেকে বাদ দেওয়া হয়, অগ্রাধিকার ক্ষেত্রের ঋণের লক্ষ্য ও উপ-লক্ষ্যের জন্য 

অগ্রাধিকার ক্ষেত্র কী কী নিয়ে তৈরী ?

উত্তর: সাধারণভাবে, অগ্রাধিকার ক্ষেত্রের অন্তর্গত বিষয়গুলি নিম্নরূপ:

কৃষি

ক্ষুদ্র শিল্প (শিল্প তালুক স্থাপন সমেত)

ক্ষুদ্র সড়ক ও জল পরিবহনকারীগণ (সর্বোচ্চ ১০ টি গাড়ির মালিকানা)

ছোটো ব্যবসা (যে ব্যবসার যন্ত্রপাতি সমেত মূলধন Rs. 20 লাখের বেশি নয়)

খুচরো ব্যবসা (যেখানে ব্যক্তিগত খুচরো ব্যবসায়ীদের আগাম সর্বোচ্চ Rs.10 লাখ)

পেশাদারি ও স্বনিযুক্ত ব্যক্তিগণ (ঋণের সর্বোচ্চ রাশি Rs.10 লাখের বেশি নয়, যার মধ্যে Rs.2 লাখ কার্যকারী মূলধন হিসাবে ব্যবহার করা যাবে গ্রামাঞ্চলে কর্মেচ্ছু চিকিত্‍সকদের ক্ষেত্রে এই সীমা যথাক্রমে Rs.15  লাখ ও Rs.3  লাখ হতে পারে; এই সীমার মধ্যে থেকে একটি গাড়ি ক্রয় করাও অগ্রাধিকার ক্ষেত্রের অন্তর্গত

  তফশিলি জাতি/উপজাতিদের জন্য রাজ্যের অনুদানপ্রাপ্ত সংস্থাগুলি

শিক্ষা (ব্যক্তিকে দেওয়া ব্যাংকগুলির অনুমোদিত শিক্ষা ঋণ)

গৃহ [Rs.5 লাখ অবধি প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ উভয় প্রকার ঋণ (শহর ও বড় শহরাঞ্চলের ক্ষেত্রে Rs.10 লাখ অবধি), বাড়ি সারাইয়ের কাজে গ্রামীণ/শহরতলি ও শহরাঞ্চলে যথাক্রমে Rs.1 লাখ ও Rs.2 লাখ টাকা ঋণ পাওয়া যাবে]

১০ ভোগ্যপণ্য ঋণ (দুর্বলতর শ্রেনির জন্য ক্রয় ক্রেডিট প্রকল্পের অন্তর্ভুক্ত)

১১ ব্যাংকগুলির দেওয়া অনুঋণ, প্রত্যক্ষ বা মধ্যস্থতার মাধ্যমে দেওয়া, স্বনির্ভর গ্রুপগুলির (এস-এইচ-জি) ঋণ/সরকার বহির্ভূত সংস্থা (এন-জি-ও)-গুলিকে দেওয়া ঋণ যা আবার এস-এইচ-জি-কে ঋণ হিসাবে দেওয়া হয়

১২ সফটওয়ার শিল্পকে ঋণ প্রদান (ব্যাংক ব্যবস্থার মধ্যে যার ঋণ সীমা Rs.1 কোটি টাকার অধিক নয়)

১৩ খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রের অন্তর্ভুক্ত শিল্পকে ঋণ প্রদান যেগুলির ক্ষেত্রে মোট বিনিয়োগ Rs.5 কোটির বেশি হবেনা

১৪ ব্যাংকগুলির উদ্যোগ মূলধন বিনিয়োগ (উদ্যোগ মূলধন তহবিল/এস-ই-বি-আই দ্বারা অনুমোদিত কোম্পানিগুলি)

কী কী কৃষি ক্ষেত্রে প্রত্যক্ষ সংস্থান-এর অন্তর্গত?

উত্তর: কৃষি ক্ষেত্রে প্রত্যক্ষ সংস্থানের অর্থ কৃষির উদ্দেশ্যে ব্যাংকগুলি দ্বারা সরাসরি কৃষকদের প্রদত্ত ঋণ এর মধ্যে আছে ফসলের জন্য প্রদত্ত স্বল্পকালীন ঋণএ সঙ্গে, কৃষকদের  Rs. 5 লাখ পর্যন্ত ঋণ দেওয়া যেতে পারে যদি তাদের কৃষিজাত পণ্যকে (গুদামজাত পণ্য সহ) ১২ মাসের কম সময়ে গচ্ছিত/বন্দক রাখা হয়, এবং এই ক্ষেত্রে কৃষককে এই ঋণ দেওয়া হবে কৃষিজাত পণ্য উত্‍পাদন করতে, মহাজনদের পাওনা মিটিয়ে দিতে এবং কেবল মাত্র একটি ব্যাংক থেকেই এই ঋণ তুলতে

প্রত্যক্ষ সংস্থানের মধ্যে মধ্য ও দীর্ঘকালীন ঋণো অর্ন্তভুক্ত আছে (যা কৃষকদের দেওয়া হযে থাকে তাদের উত্‍পাদন ও উদ্ভবকে অর্থের জোগান দিতে) যেমন কৃষিযন্ত্রের খরিদ বাবদ, সেচের ব্যবস্থা করার জন্য, পতিত জমিতে উঠিত ও উন্নত করার জন্য, কৃষি সম্বন্ধিত বাড়ি-গর নির্মাণের জন্য ইত্যাদি কৃষকদের অন্য ধরনের প্রত্যক্ষ সংস্থানের মধ্যে অন্তর্ভুক্ত আছে বাগানের ক্ষেত্রে ঋণ, সংশ্লিষ্ট কার্যাবলী যেমন মাছ-চাষ, মুরগি পালন ইত্যাদির ক্ষেত্রে উন্নতির জন্য ঋণ এবং বায়ো গ্যাস প্রকল্পের জন্যও ঋণ, ক্ষুদ্র ও প্রান্তিক চাষী দ্বারা কৃষিকাজের জন্য জমি খরিদ বাবদ ঋণ এবং এগ্রি-ক্লিনিক ও এগ্রি-বিজনেস সেন্টারের জন্যে ঋণ

  কৃষি ক্ষেত্রে অপ্রত্যক্ষ সংস্থান-এর অন্তর্গত কী কী?

ব্যাংকগুলি দ্বারা অপ্রত্যক্ষভাবে অর্থাত্‍ অন্য এজেন্সির মাধ্যমে কৃষকদের ঋণদানকে অপ্রত্যক্ষ সংস্থান বলা হয়অপ্রত্যক্ষ সংস্থানের অন্তর্গত গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল:

ক) সার, কীটনাশক, বীজ ইত্যাদি বন্টনের জন্য ঋণের সংস্থান

খ) সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রগুলি যেমন পশুখাদ্য, পোলট্রি ইত্যাদির ক্ষেত্রে সংস্থান বন্টনের জন্য Rs. 25 লাখ অবধি ঋণ

গ) ইলেকট্রিসিটি বোর্ডকে প্রদেয় ঋণ যা তারা কৃষকদের কুয়োতে বৈদ্যুতিকরণের জন্য তাদের স্টেপ-ডাউন ক্ষেত্র থেকে লো টেনশন বিদ্যুত দিতে খরচ করা অর্থ পুষিয়ে দেয়

ঘ) কৃষি ব্যবস্থা উন্নতি প্রকল্পের জন্য বিশেষ কৃষি প্রকল্পের (এস-আই-এস-পি-এ) ক্ষেত্রে রাজ্য ইলেকট্রিসিটি বোর্ডকে প্রদেয় ঋণ

ঙ) গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের জন্য এন-এ-বি-এ-আর-ডি দ্বারা রক্ষিত ব্যাংকের কাছে জমা মূল্য

) রুরাল ইলেট্রিফিকেশন কর্পোরেশন যে বণ্ডগুলি ছেড়েছে সেগুলির জন্য বিশেষ করে গ্রামাঞ্চল ও শহরতলি পাম্প-সেট বৈদ্যুতিকরণ প্রকল্প এবং কৃষি ব্যবস্থা উন্নতি প্রকল্পের জন্য বিশেষ কৃষি প্রকল্পের (এস-আই-এস-পি-এ) ক্ষেত্রে

ছ) কৃষি ও সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সংস্থানের উদ্দেশ্যে এন-এ-বি-এ-আর-ডি দ্বারা জারি করা বণ্ডের জন্য

) ড্রিপ সেচ/স্প্রিঙ্কলার সেচ ব্যবস্থা/কৃষি যন্ত্র-এর ব্যবসায়ী দের প্রদেয় ঋণ, নিম্নের শর্তাবলী সাপেক্ষে :   

(১) ব্যবসায়ী গ্রাম বা শহরতলি এলাকার হতে হবে

(২) তাকে শুধুমাত্র এই বিষয়টি নিয়েই কাজ করতে হবে, অন্য বিষয় নিয়ে কাজ করলেও তাকে পৃথক ভাবে সব লিপিবদ্ধ রাখতে হবে

(৩) ব্যবসায়ী পিছু Rs. 20 লাখ অবধি মাত্রা স্থির রাখতে হবে

ঝ) গ্রামীণ বা শহরতলি এলাকায় কর্মরত এজেন্টদের কৃষকদের ক্রেডিট দেওয়ার উদ্দেশ্যে মূলধনের জন্য ঋণ

ঞ) ব্যাংক ছাড়া অন্যান্য বাণিজ্যিক কোম্পানিগুলিকে কৃষি ক্ষেত্রে ঋণদানের জন্য ঋণ প্রদান

ক্ষুদ্র শিল্পের সংজ্ঞা কি?

ক্ষুদ্র শিল্প এককগুলি হল সেগুলি যেগুলি মালপত্রের উত্‍পাদন, প্রক্রিয়াকরণ, সংরক্ষণের কাজ করে, যার কারখানা ও যন্ত্রের আসল মূল্য Rs. 1 কোটির বেশি নয় সহায়ক এককের ক্ষেত্রেও কারখানা ও যন্ত্রের আসল মূল্য Rs. 1 কোটির বেশি হবে না

বিনিয়োগের সীমা ভারত সরকার হোসিয়ারি ও হাত মেশিনের কাজের ক্ষেত্রে Rs. 5 কোটির বিনিয়োগকেও ক্ষুদ্র শিল্পের আওতায় রাখা হয়েছে

ক্ষুদ্র উদ্যোগের সংজ্ঞা কি?

স্থান নির্বিশেষে কারখানা ও যন্ত্রাদি সমেত Rs. 25 লাখের মধ্যে সীমাবদ্ধ বিনিয়োগের যে কোনো ক্ষুদ্র শিল্পকে ক্ষুদ্র উদ্যোগের আখ্যা দেওয়া যায়

ক্ষুদ্র পরিষেবা এবং ব্যবসায়িক ক্ষেত্র (এস-এস-এস-বি-ই) কী?

শিল্প সম্পর্কিত পরিষেবা ও ব্যবসায়িক ক্ষেত্র যেগুলির জমি ও ইমারত ছাড়া অন্যান্য স্থাবর সম্পত্তির মূল্য Rs.10 লাখের বেশি নয়, সেগুলিকে ক্ষুদ্র শিল্প ক্ষেত্রের সুবিধা দেওয়া হয়েছে স্থাবর সম্পত্তির মূল্য নির্ণয়ের ক্ষেত্রে জমির জন্য মূল মালিকের কেনা মূল্য বিবেচিত হবে পরবর্তী মালিকের দেয় অর্থ বিবেচিত হবেনা

ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে অপ্রত্যক্ষ সংস্থানের অন্তর্গত কী কী?

ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে অপ্রত্যক্ষ সংস্থানের অন্তর্গত নিম্নলিখিত বিষয়গুলি:

ক) মূলধন ও গামীন ও কুটির শিল্পিদের জিনিস বিক্রয়ের জন্য অসংগঠিত ক্ষেত্রের সহযোগিতাকারী এজেন্সিগুলির সংস্থান

খ) সরকারি অনুগৃহীত সংস্থাগুলির সংস্থান/অগ্রাধিকার ক্ষেত্রের অন্তর্গত দুর্বলতর শ্রেনিকে সাহায্য প্রদানকারী সংস্থাগুলি

গ) বয়ন সমবায়গুলির সংস্থান

ঘ) স্টেট ইনডাসট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন/এস-এস-আই এর সংস্থানের জন্য স্টেট ফাইন্যানশিয়াল কর্পোরেশনের লভ্য মেয়াদি সংস্থান/ক্রেডিটরূপ ঋণগুলি

ঙ) ব্যাংকগুলি দ্বারা বিলগুলির পুনরায় ছাড়ের মাধ্যমে এস-আই-ডি-বি-আই/এস-এফ-সি-গুলিকে প্রদত্ত তহবিল

চ) এস-আই-ডি-বি-আই, এস-এফ-সি-এস, এস-আই-ডি-সি-এস এবং এন-এস-আই-সি দ্বারা ভাসমান বণ্ডগুলির অর্থদান বিশেষভাবে এস-এস-আই এককগুলির সংস্থানের জন্য

ছ) এন-এ-বি-এ-আর-ডি দ্বারা জারি করা যে বন্ডগুলি শুধুমাত্র কৃষিক্ষেত্রের বাইরের সংস্থানের ক্ষেত্রে কাজ করে

জ) এন-বি-এফ-সি-এস বা অন্য মধ্যবর্তীকারীর ক্ষুদ্র ক্ষেত্রের ঋণ দানের জন্য সংস্থান

ঝ) বিদেশি ব্যাংকগুলির অগ্রাধিকার ক্ষেত্রের লক্ষ্য পূরণে ঘাটতির কারণে এস-আই-ডি-বি-আই-এর সঙ্গে জমাকৃত রাশি

ঞ) ঋণের পথ ধরে অথবা এইচ-ইউ-ডিসি- দ্বারা জারি করা বিশেষ বণ্ডের মাধ্যমে বিনিয়োগ জন্য ক্ষুদ্র শিল্প ক্ষেত্রের অন্তর্গত ক্ষুদ্র শিল্পি, বয়নশিল্পি ইত্যাদিদের ঋণদানের বিষয়গুলি ক্ষুদ্র শিল্প ক্ষেত্রে অপ্রত্যক্ষ ঋণ হিসাবে গণ্য হবে

১০ ব্যাংকগুলি কোন ধরনের বিনিয়োগ অগ্রাধিকার ক্ষেত্রের অন্তর্গত বলে বিবেচিত হবে?

ব্যাংকগুলি বিশেষ সংস্থা দ্বারা ইস্যু করা কোন বিশেষ বণ্ডগুলির মাধ্যমে বিনিয়োগ অগ্রাধিকার ক্ষেত্রের অন্তর্গত বলে বিবেচিত হবে, নিচের শর্তগুলি মেনে:

ক) স্টেট ফিনানশিয়াল কর্পোরেশন (এস-এফ-সি)/ স্টেট ইনডাসট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এস-আই-ডি-সি)

এস-এফ-সি ও এস-আই-ডি-সি দ্বারা অনুদানকৃত একান্তভাবে ভাসমান বন্ডগুলি এস-এস-আই এককগুলিতে বিনিয়োগগুলি অগ্রাধিকার ক্ষেত্রের অন্তর্গত হবে এস-এস-আই-এর অপ্রত্যক্ষ বিনিয়োগ হিসাবে

)         রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন (আর--সি)

রুরাল ইলেট্রিফিকেশন কর্পোরেশনের বণ্ডগুলির জন্য প্রদেয় অর্থ যা বিশেষ করে গ্রামাঞ্চল ও শহরতলি পাম্প-সেট বৈদ্যুতিকরণ প্রকল্প এবং কৃষি ব্যবস্থা উন্নতি প্রকল্পের জন্য বিশেষ কৃষি প্রকল্পের (এস-আই-এস-পি-এ) জন্য ছাড়া হয়েছে, সেগুলিকে আগ্রাধিকার ক্ষেত্রে ঋণের বিষয়ে কৃষিক্ষেত্রে অপ্রত্যক্ষ সংস্থানে অন্তর্ভুক্ত হবার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

)         এন-এ-বি-এ-আর-ডি

ন্যাবার্ড(এন-এ-বি-এ-আর-ডি)-এর বণ্ডগুলির জন্য প্রদেয় অর্থ যা বিশেষ করে কৃষি/সংশ্লিষ্ট কার্যকলাপের জন্য অথবা অকৃষি ক্ষেত্রে  সংস্থানের জন্য ছাড়া হয়েছে সেগুলিকে আগ্রাধিকার ক্ষেত্রে ঋণের বিষয়ে কৃষি/ক্ষুদ্র শিল্প ক্ষেত্রে অপ্রত্যক্ষ সংস্থানে অন্তর্ভুক্ত হবার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

)         স্মল ইণ্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইণ্ডিয়া (এস-আই-ডি-বি-আই)

সিডবি (এস-আই-ডি-বি-আই) দ্বারা জারি করা বণ্ডগুলির প্রদেয় অর্থ যেগুলি ক্ষুদ্র শিল্পে অর্থের জোগান দিতে বিশেষভাবে ছাড়া হয়েছে সেগুলিকে আগ্রাধিকার ক্ষেত্রে ঋণের বিষয়ে ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে অপ্রত্যক্ষ সংস্থানে অন্তর্ভুক্ত হবার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

ঙ)         দ্য ন্যাশানাল স্মল স্কেল ইণ্ডাস্ট্রিজ কর্পোরেশন লিঃ (এন-আই-এস-সি)

নিস্ক (এন-আই-এস-সি) দ্বারা জারি করা বণ্ডগুলির প্রদেয় অর্থ যেগুলি ক্ষুদ্র শিল্পে অর্থের জোগান দিতে বিশেষভাবে ছাড়া হয়েছে সেগুলিকে আগ্রাধিকার ক্ষেত্রে ঋণের বিষয়ে ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে অপ্রত্যক্ষ সংস্থানে অন্তর্ভুক্ত হবার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

চ)         ন্যাশানাল হাউজিং ব্যাংক (এন-এইচ-বি)

এন-এইচ-বি দ্বারা জারি করা বণ্ডগুলির প্রদেয় অর্থ যেগুলি আবাসনের ক্ষেত্রে অর্থের জোগান দিতে বিশেষভাবে ছাড়া হয়েছে, প্রতি গৃহ পিছু ঋণের অঙ্ক যাই হোক না কেন, সেগুলিকে আগ্রাধিকার ক্ষেত্রে ঋণের বিষয়ে আবাসনের ক্ষেত্রে অপ্রত্যক্ষ সংস্থানে অন্তর্ভুক্ত হবার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

ছ)         হাউজিং অ্যাণ্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন (এইচ-ইউ-ডি-সি-ও)

(১)        হাডকো (এইচ-ইউ-ডি-সি-ও) দ্বারা জারি করা বণ্ডগুলির প্রদেয় অর্থ যেগুলি আবাসনের ক্ষেত্রে অর্থের জোগান দিতে বিশেষভাবে ছাড়া হয়েছে, প্রতি গৃহ পিছু ঋণের অঙ্ক যাই হোক না কেন, সেগুলিকে আগ্রাধিকার ক্ষেত্রে ঋণের বিষয়ে আবাসনের ক্ষেত্রে অপ্রত্যক্ষ সংস্থানে অন্তর্ভুক্ত হবার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

(২)        হাডকো (এইচ-ইউ-ডি-সি-ও)-র বিশেষ বণ্ডে বিনিয়োগ যা শিল্পকার, তাঁত বয়ান শিল্পী ইত্যাদিদের পুনঃঋণের অর্থের যোগান দেয় স্বল্প ক্ষেত্রে সেগুলি ক্ষুদ্র (স্বল্প) ক্ষেত্রের অপ্রত্যক্ষ সংস্থানে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

১১ অগ্রাধিকার ক্ষেত্রের দুর্বলতর ক্ষেত্রগুলি কী কী?

অগ্রাধিকার ক্ষেত্রের দুর্বলতর ক্ষেত্রগুলি নিম্নরূপ:

১) ৫ একর বা আরও কম জমির মালিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষক, লীজ নিয়ে কৃষিকাজকারী ও ভাগচাষি

২) শ্রমিক, গ্রামীণ ও কুটির শিল্প যেখানে ব্যক্তিগত ঋণের সীমা Rs. 50,000/- অতিক্রম করেনা

৩) স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনায় (এস-জি-এস-ওয়াই) সুবিধাপ্রাপ্তগণ

৪) তফশিলি জাতি ও উপজাতিগুলি

৫) পার্থক্যমূলক সুদের হারের প্রকল্পের সুবিধাপ্রাপ্তগণ

৬) স্বর্ণজয়ন্তী শহরি রোজগার যোজনায় (এস-জে-এস-আর-ওয়াই) সুবিধাপ্রাপ্তগণ

৭) এস-এল-আর-এস যোজনায় সুবিধাপ্রাপ্তগণ

৮) স্বনির্ভর গ্রুপগুলি (এস-এইচ-জি)

১২ কোনো ব্যাংক অগ্রাধিকার ক্ষেত্রের ঋণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে কী ব্যবস্থা নেওয়া হবে?

ক) দেশীয় তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলি অগ্রাধিকার ক্ষেত্রের/কৃষি ক্ষেত্রের ঋণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে রাশি বন্টিত হবে এন-এ-বি-এ-আর-ডি এ স্থাপিত গ্রামীণ পরিকাঠামো উন্নয়ণ তহবিলে (আর-আই-ডি-এফ)

খ) ভারতে কর্মরত বিদেশি ব্যাংকগুলির ক্ষেত্রে, অগ্রাধিকার ক্ষেত্রের ঋণের লক্ষ্য/উপলক্ষ্য পূরণে ব্যর্থ হলে, কমতির সমমূল্যের অর্থ এস-আই-ডি-বি-আই-এর সঙ্গে বার্ষিক ৮ শতাংশ সুদের হারে জমা রাখতে হবে

১৩ ঋণের আবেদনপত্র হস্তান্তের ক্ষেত্রে কোনো সময়সীমা আছে?

Rs. 25,000/- অবধি সমস্ত ঋণের আবেদনপত্র এক পক্ষকাল সময়ের মধ্যে এবং Rs. 25,000/- -এর অধিক সমস্ত ঋণের আবেদনপত্র ৮ থেকে ৯ সপ্তাহের মধ্যে হস্তান্তর করতে হবে

১৪ অগ্রাধিকার ক্ষেত্রের ঋণের সুদের হার কত?

বর্তমান সুদের হারের নিয়মানুযায়ী, Rs.2 লাখ পর্যন্ত ঋণের ক্ষেত্রে ব্যাঙ্কের সুদের হার মূল ঋণের হারের (পি-এল-আর) বেশি হবেনা Rs.2 লাখের বেশি ঋণের ক্ষেত্রে সুদের হার নির্ণয়ে ব্যাঙ্কের স্বাধীনতা আছে 

১৫ অগ্রাধিকার ক্ষেত্রের ঋণ রিজার্ভ ব্যাংকের দ্বারা কীভাবে নিয়ন্ত্রিত হবে?

বাণিজ্যিক ব্যাংক দ্বারা দেয় অগ্রাধিকার ক্ষেত্রের ঋণ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের দ্বারা পরীক্ষিত হবে তাদের কাছ থেকে প্রাপ্ত জমার হিসাব থেকে ব্যাংকগুলির কৃতিত্বও নিরূপিত হবে লিড ব্যাংক প্রকল্পের মাধ্যমে (রাজ্য, জেলা এবং ব্লক স্তরে)

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।