Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (41.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 18/07/2002

সঞ্চয়/চালু অ্যাকাউন্টধারী গ্রাহকদের পাসবই হালনাগাদ করা

গ্রাহকদের সেভিংস ব্যাংক ও কারেন্ট অ্যাকাউন্টের পাস বই হালনাগাদ করা

 

UBD.CO.POT.PCB.Cir./   02    /09.11.00/2002-03

১৮ জুলাই ২০০২

 ২৭শে আষাঢ়, ১৯২৪ (শক)

মুখ্য নিবার্হী আধিকারিক

শহুরে প্রাখমিক সমবায় ব্যাংকসমুহ

মাননীয় মহাশয় / মহাশয়া,

গ্রাহকদের সেভিংস ব্যাংক ও কারেন্ট অ্যাকাউন্ট এর পাস বই হালনাগাদ করা

ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই বিষয় নজরে এসেছে যে কিছু ব্যাংকে যেখানে পাস বইয়ে কমপিউটারের মাধ্যমে হালনাগাদ করা হয়, সেকানে পাস বইয়ে চেক নম্বর উল্লেখ থাকে না, কার কাছ থেকে চেক পাওয়া গেল তারও উল্লেখ থাকে না, ইত্যাদি ক্লিয়ারিং দ্বারা বা ক্লিয়ারিং-এ শব্দদুটি ভীষণই সন্দেহজনক, বিশেষ করে যখন ভিন্ন ভিন্ন তারিখে একই সংখ্যা দৃশ্যমান হয়

অ্যাকাউন্টধারীদের এই সমস্যা প্রশমনের উদ্দেশ্যে এবং গ্রাহকদের আরও ভালো পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে ব্যাংকগুলি সামগ্রিক তথ্য দেওয়ার বিষয়ে পদক্ষেপ ফেলতে পারে, তাদের প্যাকেজগুলি পুনর্গঠন করতে হবে যাতে প্রত্যেক কাজ সম্পাদনের পরে তাতে সমস্ত বিষয় থাকবে, ব্যাংক থেকে টাকা তোলা চেকের দ্বারা সম্পাদিত হয়েছে কিনা গ্রাহকদের দ্বারা এবং ব্যাংকের ক্লিয়ারিং হাউসের মাধ্যমে উপস্থাপিত, অথবা ইলেকট্রনিক ক্লিয়ারিং সাভির্সের মাধ্যমে তা সস্পাদিত হয়েছে কিনা

ইতি ভবদীয়

(এস. ভি. সরাফ)

ডেপুটি জেনারেল ম্যানেজার

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।