Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (46.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 06/11/2002

ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্য বিশেষ এককালীন নিষ্পত্তি

ছোট ও প্রান্তিক চাষীদের জন্য

বিশেষ এক-কালীন নিষ্পত্তিকরণ প্রকল্প

 

DBOD.No.BP.BC. 40 /21.05.004/2002-03

নভেম্বর ৬, ২০০২

তালিকাভুক্ত সকল বাণিজ্যিক ব্যাংক

(আঞ্চলিক গ্রামীণ ব্যাংক এবং আঞ্চলিক ব্যাংক ব্যতিরেকে)

মহাশয়,

এককালীন বিশেষ নিষ্পত্তিকরন পরিকল্প ছোট ও প্রান্তিক চাষীদের জন্য

ছোট ও প্রান্তিক চাষীদের এককালীন ৫০,০০০ টাকা পযর্ন্ত ঋণ জনগনের অংশভুক্ত ব্যাংকগুলি থেকে এককালীন বিশেষ নিষ্পত্তিকরন পরিকল্প নির্ধারনের জন্য জ্ঞাতব্য বিষয় হিসাবে অনুগ্রহ করে আমাদের বিজ্ঞপ্তি DBOD.No. BP.BC. 80/21.04.117/2001-02 তারিখ মার্চ ২২, ২০০২-র কথা উল্লেখ করুন অনুচ্ছেদ 2(i) (d) র সম্পর্কে জ্ঞাতব্য বিষয় ৩১শে ডিসেম্বর ২০০২ সময়সীমা পর্যন্ত এটি প্রযোজ্য

সরকার ও ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছে বিভিন্ন ব্যাংক থেকে ঐ সময়সীমা বাড়ানোর অনুরোধ এসেছে উপরিল্লিখিত বিষয়ে এবং দেশের বিভিন্ন অংশে ক্ষরা / বন্যার কথা খেয়াল রেখে, ইহা স্থির করা হয়েছে, ভারত সরকারের সঙ্গে আলোচনা করে ঐ জ্ঞাতব্য বিষয়ের সময়সীমা আরও ৩ মাস অর্থাত্‍ ৩১ শে মার্চ ২০০৩ পর্যন্ত বর্ধিত করা হয়েছে

৩। অনুগ্রহপূবর্ক প্রাপ্তি স্বীকার করবেন

ইতি ভবদীয়

স্বাক্ষরিত

(বি. মহাপাত্র)

জেনেরাল ম্যানেজার

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।