Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (55.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 01/11/2002

রেসিডেন্ট ফরেন কারেন্সি (ডোমেস্টিক) অ্যাকাউন্ট– ভারতীয় নাগরিকদের জন্য সুবিধা

রেসিডেন্ট ফরেন কারেন্সি (ডোমেস্টিক) অ্যাকাউন্ট ভারতীয় নাগরিকদের জন্য সুবিধা

ভারতীয় রিজার্ভ ব্যাংক

বিনিময় নিয়ন্ত্রণ বিভাগ

কেন্দ্রীয় কার্যালয়

মুম্বাই৪০০০০১

এ পি (ডি-আই-আর সিরিজ) সার্কুলার নং ৩৭

নভেম্বর ১, ২০০২

সমস্ত অনুমোদিত বিদেশি মুদ্রা বিনিময়কারীদের প্রতি

মহাশয়/ মহাশয়া,

রেসিডেন্ট ফরেন কারেন্সি (ডোমেস্টিক) অ্যাকাউন্ট ভারতীয় নাগরিকদের জন্য সুবিধা

অনুমোদিত বিদেশি মুদ্রা বিনিময়কারীরা জানেন যে ৩রা মে ২০০০ তারিখের বিজ্ঞপ্তি নং FEMA.11/ 2000-RB 3(iii) ধারা অনুযায়ী ভারতে নিবাসীরা সবসুদ্ধ২০০০ মার্কিন ডলার বা এর সমমূল্য অর্থ রাখতে পারেন যদি সেই বিদেশি মুদ্রার কারেন্সি নোট ট্র্যাভেলার চেক ব্যাংক নোটগুলি:

(ক) তিনি পেয়ে থাকেন ভারতের বাইরে ভ্রমণ করার সময় সেই কাজের জন্য যা ভারতের সঙ্গে যুক্ত কোন ব্যবসার বা ভারতে কিছু করার জন্য নয়,বা

(খ) তিনি পেয়েছিলেন ভারতভ্রমণে আসা কোন অনাবাসী ব্যক্তির থেকে সাম্মানিক বা উপহার হিসেবেবা কোন কাজের জন্য অথবা কোন বৈধ ৠণ শোধের জন্য,বা

(গ) তিনি পেয়ে থাকেন ভ্রমণ করার সময় সাম্মানিক বা উপহার হিসেবে

অথবা

(ঘ) উদ্বৃত্ত বিদেশি মুদ্রা হিসেবে যা তিনি বিদেশভ্রমণের জন্য অনুমোদিত বিদেশি মুদ্রা বিনিময়কারীর কাছ থেকে নিয়েছিলেন

বাড়তি উদারীকরণের পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারত নিবাসী যে কোন ব্যক্তিকে অনুমতি দেওয়া হবে বিদেশি মুদ্রার অ্যাকাউন্ট খুলতে এবং পরিচালনা করতেএটি তিনি করতে পারেন কোন অনুমোদিত বিদেশি মুদ্রা বিনিময়কারীর মাধ্যমে এবং এই অ্যাকাউন্টকে বলা হবে রেসিডেন্ট ফরেন কারেন্সি (ডোমেস্টিক) অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট পরিচালিত হবে সেই বিদেশি মুদ্রার থেকে যা তিনি পেয়েছিলেন কারেন্সি নোট ট্র্যাভেলার চেক ব্যাংক নোট হিসেবে উপরোক্ত বিষয় a থেকে d পর্যন্ত উল্লেখিত উতস থেকেবর্তমান বিদেশি মুদ্রা বিনিময়ের নিয়ম অনুসারে এই অ্যাকাউন্ট ডেবিট করা যেতে পারে কারেন্ট/ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রান্স্যাকশনের বিনিময়ে অর্থপ্রদানের জন্য এই অ্যাকাউন্টেটি কারেন্ট অ্যাকাউন্ট হিসেবে পরিচালিত হবে এবং এর উপর কোন সূদ প্রযোজ্য হবে নাচেকের সুবিধা দেওয়া হবেএই অ্যাকাউন্টে জমা বিদেশি মুদ্রার পরিমাণের উপর কোন সীমা থাকব না

এটি সুস্পষ্ট করা হল যে রেসিডেন্ট ফরেন কারেন্সি (ডোমেস্টিক) অ্যাকাউন্ট খোলার সুবিধা নিম্নলিখিত সুবিধাগুলির উপরেও একটি বাড়তি সুযোগ

(ক) ৩রা মে ২০০০ তারিখের এর বিজ্ঞপ্তি নং FEMA 10/ 2000-RB নিয়ন্ত্রণ ৫ ধারাঅনুযায়ী যে আরএফসির সুবিধা দেওয়া হয়েছে এবং

(খ) নিয়ন্ত্রণ ৩ ধারা অনুযায়ী ২০০০ মার্কিন ডলার বা তার সমমূল্য অবদি ক্যাশ বা ট্র্যাভেলার চেকে বিদেশি মুদ্রা রাখতে পারার যে সুবিধা আছে

(গ) ৩রা মে ২০০০ তারিখের এর বিজ্ঞপ্তি নং FEMA 11/RB-2000 অনুসারে যে সুবিধা আছে

৪। ৩রা মে ২০০০ তারিখের বিজ্ঞপ্তি নং FEMA 10/RB-2000এর প্রাসঙ্গিক বিষয়গুলির পরিবর্তন করার জন্যএকটি বিজ্ঞপ্তি আলাদাভাবে দেওয়া হবে

৫। যতদিন না পর্যন্ত ভারত সরকার বিজ্ঞপ্তিপ্রকাশকরছেন, অনুমোদিত বিদেশি মুদ্রা ব্যবসায়ীদের দ্বারা প্রাপ্ত রেসিডেন্ট ফরেন কারেন্সি (ডোমেস্টিক) অ্যাকাউন্ট খোলার আবেদন উপদেশ সহ পাঠানো যেতে পারে সম্পর্কিত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক দপ্তরগুলির কাছে

৬। অনুমোদিত বিদেশি মুদ্রাব্যবসায়ীরা এই সার্কুলারের বিষয়গুলি তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নজরে আনতে পারেন

৭। এই বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশাবলী ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ১৯৯৯(১৯৯৯ এর ৪২)এর ধারা১০() এবং ধারা১১() এর পরিপ্রেক্ষিতে দেওয়া হল

ইতি ভবদীয়

গ্রেস কোশী

চীফ জেনারেল ম্যানেজার

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।