Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (64.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 05/05/2016
বিশেষ কৃষি ঋণ পরিকল্পনা (এসএসিপি)-র উপর বিবৃতি প্রদান ব্যবস্থার অবসান ঘটানো

RBI/2015-16/391
FIDD.No.FSD.BC.24/05.05.014/2015-16

মে 5, 2016

চেয়ারম্যান/ প্রাবন্ধিক নির্দেশক/ মুখ্য কার্য নির্বাহী আধিকারিক
[সকল তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্ক, (আঞ্চলিক গ্রামীন ব্যাঙ্ক ব্যতীত)]

মহাশয়া/ মাননীয় মহাশয়,

বিশেষ কৃষি ঋণ পরিকল্পনা (এসএসিপি)-র উপর বিবৃতি প্রদান ব্যবস্থার অবসান ঘটানো

কৃষিক্ষেত্রে ঋণপ্রবাহের উপর নজর রাখা এবং তার মাত্রা সংযোজনপূর্বক অধিক ব্যাপকতর করার উদ্দেশ্যে, 1994 সালে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বিশেষ কৃষি ঋণ পরিকল্পনা (এসএসিপি)-র সূচনা করা হয় এবং 2004 সালে এটির আওতায় বেসরকারি ব্যাঙ্ক(প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক)-কেও আনা হয়। এসএসিপি-র অধীনে, ব্যাঙ্কগুলিকে বছরকালীন মেয়াদে(এপ্রিল-মার্চ) লক্ষ্যপূরণের মাত্রা স্ব-নির্ধারণ করতে হয়, যা আগের বছরের ঋণপ্রদানের পরিমাণ থেকে 25%-এর মত বেশী হবে। ব্যাঙ্কগুলিকে তাদের পরিকল্পনা রূপায়নের অগ্রগতির মাত্রা জানিয়ে প্রতি বছর মার্চ এবং সেপ্টেম্বরের শেষে আরবিআই(এফআইডিডি)-র কাছে ষান্মাষিক বিবৃতি প্রেরণ করতে হত।

2. যেহেতু আমরা অগ্রাধিকার ক্ষেত্রে রিটার্ন (প্রায়োরিটি সেক্টর রিটার্ন)-এর মধ্য দিয়েই প্রাসঙ্গিক ডেটা পেয়ে যাচ্ছি, এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এপ্রিল 2016 থেকে উপরোক্ত বিবৃতি প্রদান ব্যবস্থার অবসান করা হবে। তদনুসারে, ব্যাঙ্কসমূহকে 2016-17 বর্ষের জন্য উপরোক্ত ষান্মাষিক বিবৃতিটি এফআইডিডি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছে পেশ না করতে বলা হচ্ছে। যদিও, মার্চ 2016-তে শেষ হওয়া ষান্মাষিক মেয়াদের জন্য ব্যাঙ্কের কাছে ঋণ প্রদান বিবৃতি (ক্রেডিট ডিসবার্সমেন্ট স্টেটমেন্ট) প্রেরণ করতে হবে।

3. অনুগ্রহ করে প্রাপ্তিস্বীকার করুন।

আপনাদিগের বিশ্বস্ত

(জোশ জে. কাট্টুর)
মুখ্য মহা প্রবন্ধক

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।