Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (68.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 16/06/2016
স্বনির্ভর গোষ্ঠী গুলির ( সেলফ হেল্প গ্রুপস) সদস্যদের আস্থা জ্ঞাপক তথ্য ( ক্রেডিট ইনফর্মেশন ) প্রদান

RBI/2015-16/424
DBR.CID.BC.No.104/20.16.56/2015-16

জুন 16, 2016

সকল তফশীলভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্ক(আরআরবি সহ)
সকল নন-ব্যাঙ্কিং আর্থিক কম্পানি(এনবিএফসি)
সকল প্রাইমারি(শহরাঞ্চলিক) সমবায় ব্যাঙ্ক,
রাজ্য/ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক
সকল ক্রেডিট ইনফরমেশন কম্পানি
মাননীয় মহাশয়/ মহাশয়া

স্বনির্ভর গোষ্ঠী গুলির ( সেলফ হেল্প গ্রুপস) সদস্যদের আস্থা জ্ঞাপক তথ্য ( ক্রেডিট ইনফর্মেশন ) প্রদান

অনুগ্রহ করে আমাদের জানুয়ারি 14, 2016 তারিখাঙ্কিত circular DBR.CID.BC.No.73/20.16.56/2015-16-এর অনুচ্ছেদ 6-এর অন্তর্গত নির্দেশবিধি দেখুন যেখানে বলা হয়েছে উপযুক্ত ব্যবস্থা এবং পদ্ধতি স্থাপন করতে যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তাদের সিস্টেমস সফটঅয়ারে প্রয়োজনীয় পরিবর্তন সাধন যাতে এসএইচজি সদস্যদের কাছ থেকে দরকারি তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় তথ্যাদি ক্রেডিট ইনফরমেশন কম্পানিসমূহকে(সিআইসি) জানানো শুরু করা যায়।

2. এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এসএইচজি মেম্বার স্তরের ডেটা আমাদের দ্রষ্টব্য জুন 27, 2014 তারিখাঙ্কিত circular DBOD.No.CID.BC.127/20.16.056/2013-14 –তে প্রদত্ত উপস্থিত ক্ষুদ্রঋণ সম্পর্কিত ডেটা আদানপ্রদানের (মাইক্রোফিন্যান্স ডেটা শেয়ারিং) ফাইল ফর্মাতে অন্তর্ভুক্ত করা যাবে। ক্ষুদ্রঋণ সম্পর্কিত ডেটা আদানপ্রদানের ফাইল ফর্মার নির্ধারিত স্থানে জানুয়ারি 14, 2016 তারিখাঙ্কিত circular DBR.CID.BC.No.73/20.16.56/2015-16-এর টেবিল 3 অনুসারে জারিকৃত পৃথক পৃথক এসএইচজি সদস্য স্তরীয় ডেটা যা প্রযোজ্য হবে তার একটি প্রতিফলন অ্যানেক্স I-এ সংযোজিত হল।

3. ক্ষুদ্রঋণ সম্পর্কিত ডেটা আদানপ্রদানের ফাইল ফর্মার পরিবর্তিত চিত্র যা Annex II-তে প্রদত্ত আছে জুলাই 1, 2016 –তে চারটি সিআইসি-তে জমা করতে হবে।

আপনাদিগের বিশ্বস্ত,

(রাজিন্দর কুমার)
মুখ্য মহা প্রবন্ধক

সংযোজিতঃ যথা উল্লেখিত

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।