Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (92.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 16/11/2016
বিশেষভাবে উল্লেখিত ব্যাঙ্ক নোটের আইনগত পেশযোগ্যতা প্রত্যাহার- ইনকাম ট্যাক্স রুল, 1962-এর 114B-বিধির অনুপালন

RBI/2016-17/135
DCM (Plg) No.1287/10.27.00/2016-17

নভেম্বর 16, 2016

চেয়ারম্যান / প্রাবন্ধিক নির্দেশক/ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক,
রাষ্ট্রায়ত্ত(সরকারি) ব্যাঙ্ক সমূহ/ প্রাইভেট সেক্টর (বেসরকারি) ব্যাঙ্ক সমূহ / বিদেশি ব্যাঙ্ক সমূহ /
আঞ্চলিক গ্রামীন ব্যাঙ্ক সমূহ / শহরাঞ্চলিক সমবায় ব্যাঙ্ক সমূহ /
রাজ্য সমবায় ব্যাঙ্ক সমূহ / জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক সমূহ

মহাশয়া /প্রিয় মহাশয়,

বিশেষভাবে উল্লেখিত ব্যাঙ্ক নোটের আইনগত পেশযোগ্যতা প্রত্যাহার- ইনকাম ট্যাক্স রুল, 1962-এর 114B-বিধির অনুপালন

অনুগ্রহ করে উপরোক্ত বিষয়ের উপর আমাদের নভেম্বর 08, 2016 তারিখাঙ্কিত সার্কুলার DCM (Plg) No.1226/10.27.00/2016-17 দেখুন। ইনকাম ট্যাক্স রুল, 1962-এর 114B বিধির অনুপালন করার জন্য, ব্যাঙ্কসমূহকে এই নির্দেশ প্রদান করা হচ্ছে যে:

  1. কোনও ব্যক্তি যিনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে 50,000/- এর অধিক টাকা নগদে জমা করছেন তাঁকে প্যান কার্ডের প্রতিলিপি জমা করতে হবে, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্যান নথিভুক্ত(সিডেড) করা না থাকে

  2. আধিকন্তু ঐ আই টি রুলস-এর উপরোক্ত বিধি ছাড়া অন্যান্য লেনদেনের ক্ষেত্রেও প্যান রিপোর্টিং-এর উল্লেখ আছে, ব্যাঙ্কগুলি গুরুত্বের সাথে তা মেনে চলতে হবে।

2. ব্যাঙ্কগুলিকে সেকারণে বলা হচ্ছে উপরোক্ত বিষয়টিকে নজরে রাখতে এবং ইনকাম ট্যাক্স রুলস 1962-এর 114B বিধির কঠোর অনুপালন করতে। ইনকাম ট্যাক্স রুলস 1962-এর সংশ্লিষ্ট বিধি 114B সংযোজিত হল।

আপনার বিশ্বস্ত,

(পি বিজয়কুমার)
মুখ্য মহা প্রবন্ধক
সংযোজক: যথা উল্লেখিত

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।