Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (79.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 21/11/2016
বিদ্যমান 500/- এবং 1000/- ব্যাঙ্কনোটের আইনগত পেশযোগ্যতা প্রত্যাহার- পুনর্মূল্যায়ন

RBI/2016-17/146
DCM (Plg) No.1323/10.27.00/2016-17

নভেম্বর 21, 2016

চেয়ারম্যান / প্রাবন্ধিক নির্দেশক/ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক,
রাষ্ট্রায়ত্ত (সরকারি) ব্যাঙ্ক সমূহ/ প্রাইভেট সেক্টর (বেসরকারি) ব্যাঙ্ক সমূহ / বিদেশি ব্যাঙ্ক সমূহ /
আঞ্চলিক গ্রামীন ব্যাঙ্ক সমূহ / শহরাঞ্চলিক সমবায় ব্যাঙ্ক সমূহ /
রাজ্য সমবায় ব্যাঙ্ক সমূহ / জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক সমূহ

মহাশয়া /প্রিয় মহাশয়,

বিদ্যমান 500/- এবং 1000/- ব্যাঙ্কনোটের আইনগত পেশযোগ্যতা প্রত্যাহার- পুনর্মূল্যায়ন

অনুগ্রহ করে উপরোক্ত বিষয়ের উপর আমাদের নভেম্বর 08, 2016 তারিখাঙ্কিত Circular No.DCM (Plg) No.1226/10.27.00/2016-17 দেখুন।

2. সমীক্ষার পর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থপ্রত্যাহারের সীমা সংক্রান্ত বিষয়ে কিছু পরিমার্জন করা হয়েছে যা নিম্নে প্রদত্ত হল:

i. কৃষকদের জন্য

কৃষকগণ তাঁদের ঋণ(কিষাণ ক্রেডিট কার্ড লিমিট সহ)অ্যাকাউন্ট অথবা আমানত অ্যাকাউন্ট থেকে প্রতি সপ্তাহে নগদরাশিতে 25000/- পর্যন্ত তুলতে অনুমতি পেলেন এই শর্তসাপেক্ষে যে তাঁদের অ্যাকাউন্টগুলি বিদ্যমান কেওয়াইসি বিধিগুলির অনুপালন করে।

ii. এপিএমসি বাজার/ মান্ডিগুলিতে পঞ্জীকৃত কারবারীগণের জন্য

বর্তমানে সকল কারেন্ট অ্যাকাউন্টের ধারকগণ কিছু বিধি ও শর্তাদির সাপেক্ষে তাদের কারেন্ট অ্যাকাউন্ট থেকে সপ্তাহ প্রতি 50,000/- নগদে প্রত্যাহার করতে অনুমোদনপ্রাপ্ত এবং এখন এপিএমসি বাজার/ মান্ডিগুলিতে পঞ্জীকৃত কারবারীরাগণও এই নিয়মের ব্যাপ্তির মধ্যে আসবেন। উক্ত কারবারীগণ তাঁদের কারেন্ট অ্যাকাউন্ত থেকে 50,000/- পর্যন্ত তুলতে অনুমতি পাবেন এই শর্তসাপেক্ষে যে এই অ্যাকাউন্টগুলি বিদ্যমান কেওয়াইসি বিধিগুলির অনুপালন করে এবং শেষ তিন মাস বা তার বেশী সময় জুড়ে ক্রিয়াশীল অবস্থায় আছে।

3. অনুগ্রহ করে প্রাপ্তিস্বীকার করুন।

আপনার বিশ্বস্ত,

(পি বিজয়কুমার)
মুখ্য মহা প্রবন্ধক

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।