Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Date: 17/07/2003

কারেন্ট অ্যাকাউন্ট লেনদেন– উদারীকরণ

কারেন্ট অ্যাকাউন্ট লেনদেন উদারীকরণ

এ.পি (ডি-আই-আর সিরিজ) সার্কুলার নং ৩ (জুলাই ১৭২০০৩)

ভারতীয় রিজার্ভ ব্যাংক

বিনিময় নিয়ন্ত্রণ বিভাগ

কেন্দ্রীয় কার্যালয়

মুম্বাই৪০০০০১

এ পি (ডি আই আর সিরিজ) সার্কুলার নং

জুলাই ১৭, ২০০৩

সমস্ত অনুমোদিত বিদেশি মুদ্রা বিনিময়কারীদের প্রতি

মহাশয়/ মহাশয়া

কারেন্ট অ্যাকাউন্ট লেনদেন উদারীকরণ

অনুমোদিত বিদেশি মুদ্রা বিনিময়কারীদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট (কারেন্ট অ্যাকাউন্ট ট্রান্স্যাকশন) নিয়মাবলী ২০০০এর নিয়ম ৪এর তফশিল ৩ এর উপর যেটি সময়ে সময়ে পরিবর্তিত এবং যেখানে বিদেশি মুদ্রা ছাড়ার বর্তমান সীমা উল্লেখিত আছে আরো উদারীকরণের পদক্ষেপস্বরূপ,সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বর্তমান সীমা বাড়ানো হবে যা নিচে বিস্তারিত ভাবে দেওয়া হল

ক্রমিক সংখ্যা

তফশিল ৩-এর বিষয় সংখ্যা

উদ্দেশ্য

বর্তমান সীমা

(মার্কিন ডলার)

প্রস্তাবিত সীমা

(মার্কিন ডলার)

5

বিদেশে চাকরি

৫০০০

১০০,০০০

6

দেশ থেকে বহির্গমন

৫০০০

১০০,০০০

7(ii)

বিদেশে নিকট আত্মীয়দের দেখাশুনা

৫০০০

১০০,০০০

10

বিদেশে পড়াশুনা

৩০,০০০

১০০,০০০

২। এই অনুযায়ী অনুমোদিত বিদেশি মুদ্রা বিনিময়কারীরা বিদেশে টাকা পাঠানোর অনুমতি দিতে পারেন, উপরোক্ত প্রত্যেক শ্রেণীর ধার্য সীমা অব্দি আনুসঙ্গিক নথিপত্র ছাড়াই শুধুমাত্র লেনদেনের মৌলিক বিবরণের স্বঘোষণার ভিত্তিতে এবং ফর্ম A2এ আবেদন জমা দিলেই অনুমোদিত বিদেশি মুদ্রা বিনিময়কারীরা এই অনুমতি দিতে পারেন অনুমোদিত বিদেশি মুদ্রা বিনিময়কারীদের নিশ্চিত করতে হবে যে বিদেশি মুদ্রা কেনার জন্যে যে অর্থ দিতে হবে তা আবেদনকারী দেবেন চেক বা ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে অথবা তার অ্যাকাউন্ট ডেবিট করে

চিকিত্‍সা

অনুমোদিত বিদেশি মুদ্রা বিনিময়কারীদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে ১২ সেপ্টেম্বর, ২০০০ তারিখের এ পি (ডি আই আর সিরীজ) সার্কুলার নং১৭এর উপর যা অনুযায়ী হাসপাতাল বা ডাক্তারের দেওয়া চিকিতসা খরচের অনুমান ছাড়াই ৫০,০০০ মার্কিন ডলার বা তার সমমূল্য ছাড়া যেতে পারে বিদেশে চিকিতসার জন্যেতখন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অনুমোদিত বিদেশি মুদ্রা বিনিময়কারীরা এখন থেকে ভারত/বিদেশে অবস্থিত হাসপাতাল/ডাক্তারের দেওয়া চিকিতসা খরচের অনুমান ছাড়াই বিদেশে চিকিতসার জন্যে ভারত নিবাসীদের ১০০,০০০ মার্কিন ডলার বা তার সমমূল্য প্রদান করতে পারেন

পরামর্শ পরিষেবা

৪।আরো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরামর্শ পরিষেবার জন্যে টাকা পাঠানোর বর্তমান অনুমোদিত সীমা তফশিল ৩ এর বিষয় ১৫ এ ধার্য ১০০,০০০ মার্কিন ডলার থেকে প্রতি পরিকল্পনা পিছু ১ মিলিয়ন মার্কিন ডলার অব্দি বাড়ানো হবে অনুমোদিত বিদেশি মুদ্রা বিনিময়কারীরা ১মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বিদেশে পাঠানোর অনুমতি দিতে পারেন যদি আবেদনকারী তাদের সন্তুষ্ট করার মত নথিপত্র জমা দেয়

৫। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট (কারেন্ট অ্যাকাউন্ট ট্রান্স্যাকশন) নিয়ম২০০০ এর প্রয়োজনীয় পরিবর্তণগুলি আলাদা ভাবে বিজ্ঞাপিত করা হচ্ছে

৬। অনুমোদিত বিদেশি মুদ্রা ব্যবসায়ীরা এই সার্কুলারের বিষয়গুলি তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নজরে আনতে পারেন

৭। এই সার্কুলারে দেওয়া নির্দেশাবলী ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ১৯৯৯(১৯৯৯ এর ৪২) এর ধারা ১০() এবং ধারা১১() এর পরিপ্রেক্ষিতে দেওয়া

ইতি ভবদীয়

গ্রেস কোশী

চীফ জেনারেল ম্যানেজার
 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।