Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Date: 06/06/2006

কিছু প্রতিষ্ঠান/সংস্থার নামে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খোলা

RBI/2005-06/399

RPCD.CO.RF.BC.No 87/07.38.01/2005-06

                                                                        জুন ,২০০৬

সমস্ত রাজ্য এবং জেলা ভিত্তিক কেন্দ্রীয় সমবায়ক ব্যাংক

মাননীয় মহাশয়

কিছু প্রতিষ্ঠান/সংস্থা নামে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খোলা

অনুগ্রহ করে আমাদের ১৭ অক্টোবর ২০০০ তারিখের বিজ্ঞপ্তি RPCD No. RF.Dir. BC 30/07.38.01/2000-01দেখুন অনুসারে ব্যাংকগুলিকে অনুমতি দেওয়া হয়েছে সরকারি বিভাগ/ সংস্থা/ এজেন্সির নামে সেভিংস্ ব্যাংক অ্যাকাউন্ট খোলার যার উদ্দেশ্য কেন্দ্রীয় সরকার দ্বারা স্পন্সর্ড নানান পরিকল্পনা/স্কীম চালুরার জন্য অনুদান/ভর্তুকি ছাড়া অ্যাকাউন্টগুলি খোলা হয় সম্পর্কিত সরকারী বিভাগের একটি অনুমতিপত্র পেশ করেেখানে নিশ্চিত করা থাকবে যে ওই সরকারী বিভাগ বা সংস্থাকে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছে

ব্যাপারে আলোচনা করে বর্তমানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ব্যাংকগুলিকে অনুমতি দেওয়া হবে রাজ্য সরকারের বিভাগ/ সংস্থা/ এজেন্সির নামে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খোলার যার উদ্দেশ্য রাজ্য সরকার দ্বারা স্পন্সর্ড নানান পরিকল্পনা/স্কীম চালুরার জন্য অনুদান/ভর্তুকি ছাড়া অ্যাকাউন্টগুলি খোলা যাবে সম্পর্কিত রাজ্য সরকারী বিভাগের একটি অনুমতিপত্র পেশ করে যেখানেনিশ্চিত করা থাকবে যে ওই সরকারী বিভাগ বা সংস্থাকে সেভিংস্ ব্যাংক অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছে ব্যাংকের উচিত্‍ সম্পর্কিত রাষ্ট্রীয় সরকারী বিভাগগুলি দ্বারা প্রদত্ত অনুমতিপত্রের একটি অনুলিপি রেকর্ডে রাখা এই অনুযায়ী, আমাদের উল্লেখিত বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত, ১৭ অক্টোবর,২০০০ তারিখের নির্দেশিকা RPCD.RF.Dir.5516/07.38.01/2005-06 এর ধারা 5 (ii) (g) পরিবর্তন করা হয়েছে

জুন , ২০০৬ তারিখের একটি পরিবর্তিত নির্দেশRPCD.RF.Dir.5516/07.38.01/2005-06 এই বিজ্ঞপ্তির সাথে যুক্ত করা হল

৪। অনুগ্রহ করে প্রাপ্তি স্বীকার করে আমাদের সম্পর্কিত আঞ্চলিক দপ্তরগুলিকে জানান

ইতি ভবদীয়

 

(এম. আর. শ্রীনিবাসন)

চীফ জেনারেল ম্যানেজার

RPCD.RF. Dir. 5516/07.38.01 /2005-06                              

                                                                            জুন ,২০০৬                                                                                         

কিছু প্রতিষ্ঠান/সংস্থা নামে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খোলা

 ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯ এর ধারা ২১ এবং ৩৫এ (যা প্রযোজ্য সমবায় সমিতির ক্ষেত্রে) দ্বারা অধিকার প্রয়োগ এবং জনসাধারণের হিতের জন্য প্রয়োজন ও সমীচীন মনে করে ভারতীয় রিজার্ভ ব্যাংক ১৭ অক্টোবর,২০০০ তারিখের নির্দেশিকা RPCD.No. BC. 29/07.38.01/2000-01 এর পবিবর্তনের মাধ্যমে এতদ্বারা নির্দেশ দিচ্ছে যে উপরোক্ত নির্দেশিকার ধারা 5 (ii) (g)ি নিম্নলিখীত বিষয় দ্বারা এখন থেকে পরিস্থাপিত হোক

কেন্দ্রীয়/ রাজ্য সরকার দ্বারা স্পন্সর্ড নানান পরিকল্পনা/স্কীম চালুরার জন্য অনুদান/ভর্তুকি ছাড়ার জন্যে সরকারি বিভাগ/ সংস্থা/ এজেন্সির নামে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে যদি সম্পর্কিত কেন্দ্রীয়/ রাজ্য সরকারী বিভাগের একটি অনুমতিপত্র পেশ করা হয়েখানে ওই সরকারী বিভাগ বা সংস্থাকে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছে

  নভেম্বর , ১৯৮৭ তারিখের RPCD.No.RF.Dir. BC.53/D.1-87/88 বাকি ধারাগুলি অপরিবর্তিত থাকবে

                                           (ভি.এস.দাস)

                                        এক্সিকিউটিভ ডিরেক্টর

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।