Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (273.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 10/05/2018
প্রাথমিক (শহরাঞ্চলিক) সমবায় ব্যাঙ্ক (ইউসিবি)-র জন্য অগ্রাধিকার ক্ষেত্রে ঋণ সংক্রান্ত পুনঃস্থিরিকৃত নির্দেশিকা

RBI/2017-18/175
DCBR.BPD (PCB).Cir.No.07/09.09.002/2017-18

মে 10, 2018

মুখ্য কার্যনির্বাহী আধিকারিক
সকল প্রাথমিক (শহরাঞ্চলিক) সমবায় ব্যাঙ্ক
মাননীয় মহাশয়/ মহাশয়া

প্রাথমিক (শহরাঞ্চলিক) সমবায় ব্যাঙ্ক (ইউসিবি)-র জন্য অগ্রাধিকার ক্ষেত্রে ঋণ সংক্রান্ত পুনঃস্থিরিকৃত নির্দেশিকা

অনুগ্রহ করে উপরোক্ত বিষয় এবং সময়ে সময়ে প্রযুক্ত তৎসম্বন্ধীয় সংশোধন সমূহের উপর আমাদের অক্টোবর 8, 2013 তারিখঙ্কিত সারকুলার UBD.CO.BPD.(PCB).MC.No.18/09.09.001/2013-14 দেখুন, যা জুলাই 1, 2015 তারিখাঙ্কিত মাস্টার সারকুলার DCBR.BPD.(PCB).MC.No:11/09.09.001/2015-16 –তে সংহত করা হয়েছে। উপস্থিত নির্দেশিকাগুলির উপর সমীক্ষা করা হয়েছে এবং (সংযোজক-I অনুসারে) উপরোক্ত মাস্টার সারকুলার-স্থিত নির্দেশিকাগুলির স্থানে পুনঃস্থিরিকৃত নির্দেশিকা জারি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

2. পুনঃস্থিরিকৃত নির্দেশিকার উল্লেখযোগ্য বৈশিষ্টগুলি নিম্নরূপ:

  1. সমষ্টিগতভাবে অগ্রাধিকার ক্ষেত্র ও দুর্বল শ্রেণীর প্রতি ঋণ লক্ষ্যমাত্রা রাশিসমন্বিত নিট ব্যাঙ্ক ঋণ (এএনবিসি) অথবা অফ ব্যালান্স শিট-গত উন্মোচিত রাশির ঋণ সমতূলের মধ্যে যেটি অদ্যবধি অধিক সেটির যথাক্রমে 40 শতাংশ ও 10 শতাংশ হিসাবেই অব্যাহত থাকবে।

  2. কৃষিক্ষেত্র: প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ কৃষিকার্যের মধ্যে তফাত রাখা হবেনা।

  3. খাদ্য ও কৃষি প্রক্রিয়াকরণ ইউনিটের ক্ষেত্রের প্রতি ব্যাঙ্ক ঋণ কৃষিক্ষেত্রের অংশ হিসাবে পরিগণিত হবে।

  4. মাঝারি উদ্যোগ, সামাজিক পরিকাঠামো এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি অগ্রাধিকার ক্ষেত্রের অংশ হিসাবে পরিগণিত হবে।

  5. এএনবিসি অথবা অফ ব্যালান্স শিট-গত উন্মোচিত রাশির ঋণ সমতূলের মধ্যে যেটি অধিক তার থেকে 7.5 শতাংশ লক্ষ্যমাত্রা হিসাবে অতি-ক্ষুদ্র উদ্যোগের জন্য নির্ধারিত করা হয়েছে।

  6. শিক্ষা: ভারত এবং বিদেশে শিক্ষার জন্য ঋণের পার্থক্য দূর করা হয়েছে।

  7. অতি-ক্ষুদ্র ঋণ অগ্রাধিকার ক্ষেত্রের অধীনে পৃথক বিভাগ হিসাবে রইল না।.

  8. অগ্রাধিকার ক্ষেত্রের অধীনে যোগ্যতাপ্রাপ্ত গৃহঋণের ঋণসীমা পুনঃস্থিরিকৃত হল।

  9. ত্রৈমাসিক ও বাৎসরিক বিবৃতি-র মাধ্যমে অগ্রাধিকার ক্ষেত্রের নির্ণয়-কার্য পর্যবেক্ষণ করা হবে।

3. পুনঃস্থিরিকৃত নির্দেশিকা কার্যকর হবে এই সারকুলারটি বলবৎ হওয়ার তারিখ থেকে। এই সারকুলারটির তারিখের আগে জারি হওয়া নির্দেশিকার অধীনে অনুমোদনপ্রাপ্ত অগ্রাধিকার ক্ষেত্রের ঋণ মেয়াদপূর্তী/ নবীকরণ পর্যন্ত অব্যাহতভাবে অগ্রাধিকার ক্ষেত্রের অধীনে শ্রেণীভুক্ত থাকবে।

4. অগ্রাধিকার ক্ষেত্রের লক্ষ্য অর্জন

বিবিধ উদ্দেশ্যে বিধিবদ্ধ অগ্রগমন-সংকেত/ সম্মতি মঞ্জুর করার সময় অগ্রাধিকার ক্ষেত্রের লক্ষ্য অর্জনের হিসেব বিবেচনায় নেওয়া হবে । এপ্রিল 1, 2018 থেকে কার্যকরীরূপে, ইউসিবি-কে আর্থিকভাবে বলিষ্ঠ এবং সুপরিচালিত (এফএসডব্লুএম) হিসাবে প্রকারগত হবার জন্য হবার যথাক্রমে অক্টোবর 13, 2014 এবং জানুয়ারি 28, 2015 তারিখাঙ্কিত আমাদের সারকুলার UBD.CO.LS.(PCB).Cir.No.20/07.01.000/2014-15 এবং DCBR.CO.LS.(PCB).Cir.No.4/07.01.000/2014-15 -তে নির্দিষ্ট করা মাপকাঠি-র পাশাপাশি অগ্রাধিকার ক্ষেত্রের লক্ষ অর্জনকে একটি মাপকাঠি হিসাবে অন্তর্ভুক্ত করা হবে। 2018-19 অর্থবর্ষের জন্য, অগ্রাধিকার ক্ষেত্রের লক্ষ্য/ অংশ-লক্ষ্য অর্জনের ঘাটতি মার্চ 31, 2018–এর অবস্থানের ভিত্তিতে নির্ণয় করা হবে। 2019-20 অর্থবর্ষ থেকে, তৎপরবর্তীকালে, অর্থবর্ষের শেষে লক্ষ্যঅর্জনের পরিমাননির্ণয়ে পৌঁছনো হবে প্রতি ত্রৈমাসিকের শেষে অগ্রাধিকার ক্ষেত্রে লক্ষ্য/ অংশ-লক্ষ্য অর্জনের গড়মানের উপর ভিত্তি করে। দৃষ্টান্তস্বরূপ উদাহরণ সংলগ্নক-II -তে প্রদত্ত আছে।

আপনার বিশ্বস্ত,

(নীরজ নিগম)
মুখ্য মহা প্রবন্ধক

সংযোজক: সংলগ্নক I ও II.

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।