Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Date: 11/10/2003

পরিচ্ছন্ন নোট নীতি— নোটের প্যাকেট বাঁধা—স্টিকার ইত্যাদির ব্যবহার

পরিচ্ছন্ন নোট নীতি— নোটের প্যাকেট বাঁধা—স্টিকার ইত্যাদির ব্যবহার

DCM(NPD) No.317/09.39.00/2003-04

অক্টোবর ১১,২০০৩

চেয়ারম্যান/ম্যানেজিং ডিরেক্টর,

সকল রাষ্ট্রায়াত্ত/বেসরকারী ব্যাংক/বিদেশী ব্যাংক

সমবায় ব্যাংক/আঞ্চলিক গ্রামীণ ব্যাংক

মাননীয় মহাশয়,

রিচ্ছন্ন নোট নীতি নোটের প্যাকেট বাঁধাস্টিকার ইত্যাদির ব্যবহার

আমাদের বিজ্ঞপ্তি DCM(Plg)No.474/10.36.00/2002-03 তারিখ সেপ্টেম্বর ১৩, ২০০২ প্রতি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যেখানে নোটের প্যাকেটগুলোকে দৃঢ়ভাবে বাঁধার জন্যে ব্যাংকগুলোকে কাগজ ও পলিমার বন্ধনী ব্যবহার করার উপদেশ দেওয়া হয়েছে

যদিও আমরা, আর বি আই অফিসে দেওয়া, অপরিচ্ছন্ন স্টেপলকরা নোট পরিত্যাগকরে পরিচ্ছন্ন নোটনীতি বাস্তাবায়নে ব্যাংকগুলির প্রয়াসের প্রসংশা করি তবুও এটা লক্ষ করা গেছে যে ব্যাংকগুলো নোটের প্যাকেট দৃঢ়ভাবে বাঁধার জন্যে আঠা দেওয়া স্টিকার অথবা আঠালো মোড়ক ব্যবহার করে চলেছে যেটা প্যাকেটের উপরের এবং নীচের নোটে আটকে যায় আর বি আই,ব্যাংক এবং ক্রেতাদের এইসব স্টিকার অথবা আঠালো মোড়ক খুলতে কষ্ট হচ্ছে এবং এতে কিছু নোট ক্ষতিগ্রস্ত হচ্ছে অধিকন্তু, প্যাকেটের উপরের এবং নিচের নোটে স্টিকার অথবা আঠা থাকাতে কারেন্সি ভেরিফকেশান অ্যান্ড প্রসেসিং সিস্টেম (সি ভি পি এস)-এ সমস্যা সৃষ্টি করছে সুতরাং আমরা আপনাদের অনুরোধ করছি আপনাদের কারেন্সি চেস্ট শাখাসহ সকল শাখাকে স্টিকার অথবা আঠালো মোড়ক ব্যবহার না করতে (উপদেশ দেন) এবং শুধুমাত্র কাগজ/পলিমার/সুতো দিয়ে নোটের প্যাকেটগুলোকে দৃঢ়ভাবে বাঁধতে উপদেশ দেন যেসব ব্যাংকের নোটের প্যাকেট স্টিকার অথবা আঠালো মোড়ক দ্বারা দৃঢ়বদ্ধ পাওয়া যাবে সেসব ব্যাংকের অ্যাকাউণ্ট থেকে তার সমপরিমাণ অর্থ কেটে নিয়ে সেগুলিকে ব্যাংকের স্থানীয় কোষাগারে ফেরত পাঠিয়ে দেওয়া হবে

এও লক্ষ করা গেছে যে বেশকিছু চেস্ট ময়লা নোটের সংগে গোপনে স্টেপল করা নোটের প্যাকেট ভারতীয় রিজার্ভ ব্যাংকের ইস্যু অফিসে পাঠাচ্ছে এটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯ এর ধারা ৩৫এ অনুযায়ী ৭ই নভেম্বরের ২০০১-এর নির্দেশের লঙ্ঘন বলে বিবেচিত হয়, সুতরাং অনুগ্রহ করে আপনাদের কারেন্সি চেস্ট শাখাকে আপনারা আর একবার সাবধান করে দেবেন যাতে তারা ভারতীয় রিজার্ভ ব্যাংক/অন্য কারেন্সি চেস্ট শাখাগুলিতে ময়লা নোট বিনা স্টেপল অবস্থায় পাঠায় দয়া করে প্রাপ্তি স্বীকার করুন

ইতি ভবদীয়

(ভি আর গাইকোয়াড়)

চীফ জেনারেল ম্যানেজার

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।