Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Date: 15/05/2007

এ.পি.(ডিআইআর সিরিজ) বিজ্ঞপ্তি নং.১(জুন ১,২০০০)

এ.পি.(ডিআইআর সিরিজ) বিজ্ঞপ্তি নং.১(জুন ১,২০০০)
ভারতীয় রিজার্ভ ব্যাংক
বিনিময় নিয়ন্ত্রণ বিভাগ
কেন্দ্রীয় কার্যালয়
মুম্বাই ৪০০০২৩
জুন ১,২০০০

এ.পি.(ডিআইআর সিরিজ) বিজ্ঞপ্তি নং.১

এ.পি.(এফ.এল সিরিজ)বিজ্ঞপ্তি নং.১

সমস্ত অনুমোদিত বিদেশী মুদ্রা বিনিময়কারী ব্যাক্তিদের

ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টক্ট (ফেমা), ১৯৯৯

পুরোদস্তুর বিদেশী মুদ্রা বিনিময়কারী ব্যাক্তিদের (এফএফএমসি) দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে ১৬ই মে, ২০০০ তারিখের বিজ্ঞপ্তি নং ১১র এ-ডি(এম-এ সিরিজ)এর অনুচ্ছেদ ৪এর উপর যেখানে উল্লেখ করা আছে যে সেখানে দেওয়া নির্দ্দেশাবলী একই ভাবে প্রযোজ্য হবে বিদেশী মুদ্রা বিনিময়কারীদের ক্ষেত্রে এবং তারা পরিচালিত হবে এফএলএম/আরএলএম এর  ধারাগুলি  অনুযায়ী ,যা সময়ে সময়ে পরিবর্তিত হয়েছে ফেমা ১৯৯৯ অনুযায়ী, বর্তমান নিয়ন্ত্রণগুলিকে নিম্নলিখিত ভাবে পরিবর্তণ করা হয়েছে:

১. অনুমোদিত উদ্দেশ্যের জন্যে কি পরিমান বিদেশী মুদ্রা দেওয়া যেতে পারে

(ক) এখনকার বি-টি-কি-উ (এফ-এল-এম এর অনুচ্ছেদ ১০)অনুসারে অনুমোদিত পরিমানের তুলনায় প্রত্যেক ব্যাক্তির ক্ষেত্রে এক বা একাধিক ব্যাক্তিগত যে কোন দেশে (নেপাল ও ভুটান বাদে) ভ্রমণের জন্য বিদেশী মুদ্রা যা ৫০০০ মার্কিন ডলার বা তার সমমূল্যের বেশি নয় এক পঞ্জী-বছরের জন্যে দেওয়া যাবে

(খ) বর্তমানে চলতি বিভিন্ন পরিমাণ বিদেশী মুদ্রা দেওয়ার ধার্য মাত্রার তুলনায় বিদেশে  স্থিতিকাল যাই হোক না কেন বিবেচনা না করে কোন ব্যক্তির ব্যবসা সংক্রান্ত বিদেশ ভ্রমণের জন্যে অনধিক ২৫০০০ মার্কিন ডলার দেওয়া যাবে

২. নথিভুক্তিকরণ

এই সিদ্ধান্ত নেওয়া হল যে ভারতীয় রিজার্ভ ব্যাংক এখন থেকে কোন নথিপত্র নির্ধারণ করবে না যা বিদেশী মুদ্রা বিনিময়কারীদের বিদেশি মুদ্রা ছাড়ার সময় খতিয়ে দেখা উচিতএ সম্পর্কে বিদেশী মুদ্রা বিনিময়কারীদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে  ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টক্ট ১৯৯৯(১৯৯৯এর৪২)এর ধারা ১০ এর উপধারা (৫)এর উপর যেখানে দেওয়া আছে যে কোন ব্যাক্তির হয়ে বিদেশী মুদ্রা বিনিময়ের কোন লেনদেন করার আগে ,বিদেশী মুদ্রা বিনিময়কারীদের  উচিত এটা নিশ্চিত করা যে সেই ব্যাক্তি এমন একটি ঘোষণা করেছেন ও  এমন তথ্য প্রদান করেছেন যার দরুন তিনি যুক্তিযুক্তভাবে সন্তুষ্ট হয়েছেন যে লেনদেনটি, অ্যাক্টক্টে নির্ধারিত কোন নিয়ম,নিয়ন্ত্রণ,বিজ্ঞপ্তি,নির্দ্দেশ বা আদেশের লঙ্ঘন  করবে না বা সেগুলি এড়িয়ে যাবে না ভারতীয় রিজার্ভ ব্যাংকের পরে খতিয়ে দেখার জন্যে  জন্যে বিদেশী মুদ্রা বিনিময়কারীদের  নির্দ্দেশ দেওয়া হল যে তারা যেন নথিভুক্ত করেন সেসব তথ্য/নথিপত্র যেগুলির ভিত্তিতে লেনদেনটি করা হয়েছিলউক্ত ধারাটিতে আরোও বলা হয়েছে যে যদি উক্ত ব্যাক্তি(আবেদনকারী) এই সকল বিষয়গুলি মেনে চলতে অস্বীকার করেন বা সঠিক ভাবে না মানেন ,তবে অনুমোদিত ব্যাক্তি লিখিতভাবে সেই লেনদেনটি করতে অস্বীকার করবেন এবং যদি কোন কারণের জন্যে তার বিশ্বাস হয়ে থাকে যে ব্যাক্তিটি বিষয়টি এড়িয়ে যাবার/ লঙ্ঘন করার পরিকল্পনা করছে তবে সেটা সে ভারতীয় রিজার্ভ ব্যাংককে জানাবে

. এফএফএমসিগুলিকে পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা বাকি অন্য সব এফএলএমের শর্তাবলীগুলি যেমন ভাবে মেনে চলছিলে সেইভাবেই মেনে চলবে

. এফএলএমের পরিবর্তণগুলি আলাদা ভাবে দেওয়া হবেইতিমধ্যে, অনুমোদিত বিদেশী মুদ্রাব্যবসায়ীরা এই সার্কুলারের বিষয়গুলি তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নজরে আনতে পারেন

. এই সার্কুলারে দেওয়া নির্দেশাবলী ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ১৯৯৯(১৯৯৯ এর ৪২)এর ধারা১০() এবং ধারা১১() এর পরিপ্রেক্ষিতে দেওয়া এই নির্দ্দেশগলির কোন নির্দ্দেশ লঙ্ঘন করলে বা না মানলে এর অন্তর্গত আইন অনুযায়ী শাস্তি হবে

ইতি ভবদীয়

বি. মহেশ্বরণ
চীফ জেনারেল ম্যানেজার
 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।