Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Date: 22/12/2006

অনাবাসী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের বরিষ্ঠ নাগরিক সঞ্চয় প্রকল্প ২০০৪-এর নামাঙ্কিত ব্যক্তি করা - ব্যাখ্যা

RBI/ 2006-07/ 217

Ref. No. DGBA.CDD. No. H-10024/ 15.15.001 / 2006-07

িসেম্বর ২২, ২০০৬  

প্রতি

জেনারেল ম্যানেজার

গভর্নমেন্ট অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, হেড অফিস,

স্টেট ব্যাংক অফ ইণ্ডিয়া/স্টেট ব্যাংক অফ ইন্দোর/ স্টেট ব্যাংক অফ পাতিয়ালা/

স্টেট ব্যাংক অফ বিকানির অ্যান্ড জয়পুর/ স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র/

স্টেট ব্যাংক অফ ট্রাভাঙ্কোর/ স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ/ স্টেট ব্যাংক অফ মাইসোর/

এলাহাবাদ ব্যাংক/ব্যাংক অফ বরোদা/ব্যাংক অফ ইণ্ডিয়া/ব্যাংক অফ মহারাষ্ট্র/

কানাড়া ব্যাংক/সেন্ট্রাল ব্যাংক অফ ইণ্ডিয়া/কর্পোরেশন ব্যাংক/দেনা ব্যাংক/ইণ্ডিয়ান ব্যাংক/

ইণ্ডিয়ান ওভারসিজ ব্যাংক/পাঞ্জাব ন্যাশানাল ব্যাংক/সিন্ডিকেট ব্যাংক/ইউকো ব্যাংক/

ইউনিয়ন ব্যাংক অফ ইণ্ডিয়া/ইউনাইটেড ব্যাংক অফ ইণ্ডিয়া/বিজয়া ব্যাংক/

আই-সি-আই-সি-আই ব্যাংক লিঃ

মাননীয় মহাশয়,

অনাবাসী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের

বরিষ্ঠ নাগরিক সঞ্চয় প্রকল্প ২০০৪-এর নামাঙ্কিত ব্যক্তি করা - ব্যাখ্যা

 আমাদের বিজ্ঞপ্তি নং RBI/ 2005-06/ 431 Ref. No. DGBA.CDD.N0. H- 20692/15.15.001/ 2005-06 তারিখ জুন ২৮, ২০০৬-এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, যেখানে অন্য বিষয়ের সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের দ্বারা বরিষ্ঠ নাগরিক সঞ্চয় প্রকল্প ২০০৪-এ বিনিয়োগ বা তার নামাঙ্কিত ব্যাক্তি হওয়ার বিষয়ে ব্যাখ্যা করা আছে।

২। আমারা ভারত সরকারের অর্থনৈতিক কার্যকলাপ দপ্তরের বাজেট বিভাগ থেকে এই বিষয়ে একটি চিঠি নং F.15/ 8/2005/ NS-II/ Vol-II তারিখ ডিসেম্বর ১৪, ২০০৬ পেয়েছি যেখানে ব্যাখ্যা করা আছে যে, একজন অনবাসী ভারতীয় এবং দ্বৈত নাগরিকত্ব (ভারতীয় এবং অন্যান্য) প্রাপ্ত ব্যক্তি এই প্রকল্পে নামাঙ্কিত ব্যক্তি হতে পারে, কিন্তু আমানতকারীর মৃত্যু হলে তারা যেমন অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারবে না তেমনি অ্যাকাউন্টের অর্থও তারা অন্য দেশে নিয়ে যেতে পারবে না।

৪। এই বিজ্ঞপ্তিটি আপনারা আপনাদের ব্যাংকের সংশ্লিষ্ট শাখার গোচরে আনতে পারেন ও তা মেনে চলতে তাদের নির্দেশ জারী করতে পারেন।

৫। অনুগ্রহ করে প্রাপ্তি স্বীকার করবেন।

তিভবদীয়

 

(বালু কে)

ডেপুটি জেনারেল ম্যানেজার

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।