Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (59.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 18/12/2006

বিশেষ আমানত প্রকল্প ১৯৭৫ - ২০০৬ পঞ্জিবর্ষের জন্য সুদ প্রদান

RBI/ 2006-07/212

Ref. No. DGBA.CDD. No. H- 9743 / 15.01.001 / 2006-07

                                                                  ডিসেম্বর ১৮, ২০০৬

 

চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর,

সরকার অ্যাকাউন্ট বিভাগ, কেন্দ্রীয় কার্যালয়

স্টেট ব্যাংক অব ইণ্ডিয়া /স্টেট ব্যাংক অব ইন্দোর/স্টেট ব্যাংক অব পাটিয়ালা/

স্টেট ব্যাংক অব বিকানির এবং জয়পুর/ স্টেট ব্যাংক অব সৌরাষ্ট্র/ স্টেট ব্যাংক অব ত্রাভাঙ্কোর/

স্টেট ব্যাংক অব হায়দ্রাবাদ/ স্টেট ব্যাংক অব মাইশোর/ এলাহাবাদ ব্যাংক/ ব্যাংক অব  বরোদা /

ব্যাংক অব ইণ্ডিয়া/ ব্যাংক অব মহারাষ্ট্র / কানাড়া ব্যাংক/ সেন্ট্রাল ব্যাংক অব ইণ্ডিয়া /

করপোরেশান  ব্যাংক /  দেনা ব্যাংক / ইণ্ডিয়ান ব্যাংক / ইণ্ডিয়ান ওভারসীজ ব্যাংক  /

পাঞ্জাব ন্যাশানাল ব্যাংক /  সিন্ডিকেট ব্যাংক/ ইউকো ব্যাংক /

ইউনিয়ান ব্যাংক অব ইণ্ডিয়া  / ইউনাইটেড ব্যাংক অব ইণ্ডিয়া  

                                                              

মাননীয় মহাশয়,

বিশেষ আমানত প্রকল্প -১৯৭৫

২০০৬ পঞ্জি-বর্ষের সুদ প্রদান

দয়া করে আমাদের বিজ্ঞপ্তি নং RBI/2005/ 235 ref No. DGBA.CDD. 15.01.001/ H-8400/ 2005-06 তারিখ ডিসেম্বর ২০, ২০০৫ দেখুন যেখানে আমরা ২০০৫ পঞ্জি-বর্ষে স্পেশাল ডিপোজিট অ্যাকাউন্টের অবশিষ্ট টাকার উপর শতকরা বার্ষিক ৮ শতাংশ সুদ দিতে উপদেশ দিয়েছি

এই সম্পর্কে ভারত সরকার পাকাপাকিভাবে জানিয়েছে যে, ২০০৬ পঞ্জি-বর্ষে এস ডি এস-য়ের উপরে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত , বার্ষিক সুদের হার শতকরা ৮ শতাংশে অপরিবর্তিত থাকছে, তদনুসারে আপনাদের উপদেশ দেওয়া যাচ্ছে যে আপনারা আপনাদের সমস্ত ডিপোজিট অফিসকে  জানিয়ে দিন যে ২০০৬ পঞ্জি-বর্ষেও তারা যেন গ্রাহকদের এস ডি এস অ্যাকাউন্টের উপর বার্ষিক শতকরা ৮ শতাংশ হিসাবে অ্যাকাউন্ট পেয়ী চেকের সাহাহ্যে সুদ প্রদান করেন

  আপনারা আমাদের ৩০ ডিসেম্বর ২০০৩-এর বিজ্ঞপ্তি নির্দেশের (অনুলিপি সংযোজিত), এখন যেমন প্রযোজ্য, পুনরুল্লেখ করে আপনাদের সমস্ত ডিপোজিট অফিসকে  ২০০৬ পঞ্জি-বর্ষের সুদ  অবিলম্বে ২০০৭ সালের জানুয়ারী মাসের প্রথম সপ্তাহের মধ্যে গ্রাহকদের মধ্যে বন্টনকরা নিশ্চিত করতে  নির্দেশ দিন

  দয়া করে প্রাপ্তি স্বীকার করুন

                                                           আপনাদের বিশ্বস্ত

                                                          ( ইমতিয়াজ আহমেদ )

                                                           অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।