Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (65.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 09/12/2005

সাধারণ আমানতের ক্ষেত্রে মেয়াদপূর্তির আগে অর্থ প্রদান

RBI / 2005-06 / 231

DNBS (PD) C.C. No. 60/ 02.01 / 2005-06

ডিসেম্বর ৯, ২০০৫

 প্রতি

সকল ব্যাংক বহির্ভূত আর্থিক কোম্পানী ( এন বি এফ সি )

বিবিধ ব্যাংক বহির্ভূত আর্থিক কোম্পানী (এম এন বি সি ) এবং

অবশিষ্ট ব্যাংক বহির্ভূত আর্থিক কোম্পানী ( আর এন বি সি ) 

মাননীয় মহাশয়,

সার্বজনীন আমানত বা আমনতের মেয়াদপূর্তির পূর্বে পরিশোধ

 উপরি উক্ত বিষয়ে আমাদের ৫ অক্টোবর,২০০৪ তারিখের সার্কুলার DNBS  PD) C.C. No. 44/02.01/2004-05 দেখুন উক্ত সারকুলারের ৩(৫) অনুচ্ছেদে আছে যে সকল আমানতী অ্যাকাউন্ট একমাত্র / প্রথম নামের আমানতকারীর নামে একইরূপে আছে সেগুলি অসম্পূর্ণমেয়াদে পরিশোধের নিমিত্ত একত্রিত করা হবে এবং অভিন্ন আমানতি অ্যাকাউন্ট হিসেবে গণ্য হবে

এটা জোর দিয়ে বলা হচ্ছে যে আমানত  একত্রকরার উক্ত ধারা কেবলমাত্র সমস্যাসংকুল এন বি এফ সি / আর এন বি সি/এম এন বি সি-র ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং সঠিক অবস্থান ব্যাখ্যা করতে এটা সংশোধন করা হয়েছে সংশোধনকারী কালোন্নীত বি়জ্ঞপ্তি নং ১৮২-১৮৪ এবং বিজ্ঞপ্তি নং.

ক. DFC. 118 /DG (SPT) – 98     ৩১ জানুয়ারী ১৯৯৮ 

খ. DFC. 55 / DG (O) – 87        ১৫ মে ১৯৮৭         

গ. DNBC. 39 / DG (H) – 77          ২০ জুন ১৯৭৭

( যেমন বর্তমান সময় পর্যন্ত সংশোধিত হয়েছে ) আপনাদের অবগতি ও সযত্ন সম্মতির জন্যে সংযোজিত হল

সুতরাং, একত্রিত করা আমানতী অ্যাকাউন্ট  যা একমাত্র / প্রথম নামের আমানতকারীর নামে একইরূপে থাকে এবং যা আমানতকারীকে  ১০০০০ টাকা পর্যন্ত অসম্পূর্ণমেয়াদের অর্থ  পরিশোধের নিমিত্ত / ঋণ মঞ্জুরের নিমিত্ত ,যেমন প্রয়োজন, দিতে পারে সেই সংক্রান্ত  নিয়মের ধারা কেবলমাত্র সমস্যাসংকুল এন বি এফ সি / আর এন বি সি/এম এন বি সি-র ক্ষেত্রে প্রযোজ্য হবে

আমরা আবার ও বলছি যে, আমানতকারীর মৃত্যুর ঘটনায় এমনকি সমস্যাযুক্ত এন বি এফ সি / আর এন বি সি/এম এন বি সি ও এমনকি লক ইন সময়সীমার মধ্যে আমানত/ পাবলিক আমানত একত্রিত না করেও পরিশোধ করতে পারে

আর বি আই-এর আঞ্চলিক দপ্তরের নন-ব্যাংকিং সুপারভিশান বিভাগ যার কতৃত্ত্বাধীনে আপনার কোম্পানীর রেজিস্টার্ড অফিস অবস্থিত , তার  কাছে প্রাপ্তি স্বীকার করুন

                                                            ইতি ভবদীয়

                                                             স্বাক্ষর----

 

                                                             ( পি কৃষ্ণমূর্তি )

                                                            চীফ জেনারেল ম্যানেজার ইন চার্জ

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।