Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (48.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 11/11/2005

আর্থিক অন্তর্ভুক্তি

RBI/2005-06/204

DBOD.No.Leg.BC. 44/09.07.005/2005-06

নভেম্বর ১১, ২০০৫

প্রতি,

সকল তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক

(আঞ্চলিক গ্রামীণ ব্যাংক ব্যতিরেকে)

মাননীয় মহাশয়,

আর্থিক অন্তর্ভুক্তি

২০০৫-০৬ সালের বার্ষিক প্রকল্প বিবরনীর মধ্যবর্তীকালীন পযার্লোচনার ৯৬ নং অনুচ্ছেদের উল্লেখ অনুগ্রহপূর্বক করুন

২। ২০০৫ সালের এপ্রিল মাসের বার্ষিক প্রকল্প বিবরণীতে ব্যাংকের কাজকর্ম সংক্রান্ত সম্বন্ধ স্বীকার যা ঝোঁক ব্যতিরেকে বরং জনগনের বিশাল অংশকে আকর্ষন করবে, আবেদন জানানো হচ্ছে যে ব্যাংকগুলি যেন তাদের বর্তমান কর্সকান্ডের পুনরোলচনা করে আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যকে সমরেখ করতে অধিকাংশ ব্যাংকগুলিতে ন্যূনতম অবশিষ্টাংশের প্রয়োজনে কর সংগ্রহ করা হয় যদিও তার সঙ্গে বেশকতকগুলি সুবিধা বিনামূল্যে দেওয়া হয়, যাতে জনগনের একটা বড় অংশ যেন অ্যাকাউন্ট খোলা / চালনায় আকৃষ্ট হয়

৩। এই বিষয়ে, অধিকতর আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যকে পূরন করার সপক্ষে, সকল ব্যাংককে উপদেশ দেওয়া হচ্ছে যেন একটি অসঞ্জাব মৌল ব্যাংকিং লভ্য হয় যাতে জনগনের বিশাল অংশে একধরনের অ্যাকাউন্ট শূন্য অথবা ন্যূনতম খুবকম অবশিষ্টাংশ মূল্য ধার্য হবে এই ধরনের অ্যাকাউন্টের প্রকৃতি এবং কাযর্সম্পাদনের সংখ্যা সীমিত হবে, কিন্তু উপভোক্তাদের কাছে খুব স্বচ্ছভাবে তা জানানো হবে সকল ব্যাংককে উপদেশ দেওয়া হচ্ছে ঐ ধরনের অসঞ্জাব অ্যাকাউন্টের সুবিধার ব্যাপকতর প্রচারের উদ্দেশ্যে তা যেন ওয়েবসাইটে অন্তর্ভুক্ত হয় যেখানে স্বচ্ছভাবে সুবিধাগুলি এবং ধারযোমূল্য উল্লিখিত হবে

৪। ব্যাংক কর্তৃক এই ধরনের আমানতের অ্যাকাউন্টের সংখ্যা প্রতি ৪মাস অন্তর আমাদের জানাতে হবে

৫। যথাশীঘ্র শুরু করার ব্যাপারে উদ্যোগ নেওয়া যেতে পারে এবং একমাসের মধ্যে সম্মতিদান আমাদেরকে জানাতে হবে

৬। অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন

 

(প্রশান্ত সারান )

চীফ জেনারেল ম্যানেজার

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।