Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (55.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 17/10/2005

বৈদ্যুতিন বিনিময় ব্যবস্থা (ইলেক্ট্রনিক ক্লিয়ারিং সার্ভিস)

RBI/2005-06/181

Ref. DPSS (CO) No.590/01.01.15/2005             

অক্টোবর ১৭, ২০০৫

 

প্রতি

চেয়ারম্যান/ সকল ব্যাংকের সি-ই-ও যাঁরা বৈদ্যুতিন বিনিময় ব্যবস্থায় অংশগ্রহন করছেন

মাননীয় মহাশয়,

বৈদ্যুতিন বিনিময় ব্যবস্থা (ইলেক্ট্রনিক ক্লিয়ারিং সিস্টেম)

যেহেতু আপনি অবগত আছেন, বৈদ্যুতিন বিনিময় ব্যবস্থা বিভিন্ন ব্যবহারকারীর দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে তাদের যেমন সরকারী দপ্তরসমূহ, প্রাতিষ্ঠানিকসমূহ বেতন, অবসরকালীন ভাতা, লভ্যাংশের সুদ, সুদ ইত্যাদির মত পুনরাবৃত্তমূলক ব্যবস্থায়

২। বৈদ্যুতিন বিনিময় ব্যবস্থা যখন প্রমানিত হয়েছে যে ব্যবহারকারী এবং সুবিধাভোগী উপভোক্তা উভয়ের পক্ষেই মহাসুবিধাজনক, অভিযোগকারীর সংখ্যাও বেড়ে চলেছে মূল অভিযোগ হল ব্যাংক থেকে পাস বইয়ে/অ্যাকাউন্টের বিবৃতিতে বৈদ্যুতিন বিনিময় ব্যবস্থার গ্রহনকায্যর্গুলি অসম্পূর্ণ, উপভোক্তা কতৃর্ক সম্পাদিত কায্যের্র স্মরণ খুব অসুবিধাজনক হয়ে উঠেছে আপনাকে এটা গ্রহন করতে হবে যে অগ্রগমন এবং কৃতকর্মের জন্য সমিতি সরকারী হিসাব রক্ষণ (তারাপোরে সমিতি) প্রত্যেক বিবৃতিতে সম্পাদিত কর্মের বিস্তারিত খবর দেওয়ার ক্ষেত্রে জোর দিয়েছে

৩। এটা উল্লেখ করা যেতে পারে যে বৈদ্যুতিন বিনিময় ব্যবস্থার বিবৃতিতে (কাগজ এবং বৈদ্যুতিন দুইই) ব্যবহারকারীর একটা সাংকেতিক নাম দেওয়া হবে ব্যাংক থেকে যার সাহায্যে বিস্তারিত অ্যাকাউন্ট বিবরনি পাওয়া সহজতর হবে এই সাংকেতিক নাম সঠিকভাবে গ্রহন করা হবে এবং তা ব্যবহার করা হবে

৪। উপরিল্লিখিত বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশাবলী আপনার ব্যাংকগুলির বিভিন্ন শাখায় পাঠাতে হবে যাতে উপভোক্তারা তাদের পাস বই / অ্যাকাউন্টের বিবৃতিতে বৈদ্যুতিন বিনিময় ব্যবস্থার মাধ্যমে বিস্তারিত বিবরনী পায় উপরিল্লিখিত বিষয়কে সহজতর করার উদ্দেশ্যে সঠিক প্রযুক্তিগত সমাধান পদ্ধতি গ্রহন করা যেতে পারে

৫। একইধরনের পদক্ষেপ গ্রহন করা যেতে পারে অন্য বৈদ্যুতিন অর্থাদি প্রদান ব্যবস্থাগুলি যেমন ই-এফ-টি, এস-ই-এফ-টি, আর-টি-জি-এস ইত্যাদি ব্যবহারকারী প্রেরক / দূরবর্তী স্থানে অর্থপ্রেরনকারীদের আকর্ষন করতে

ইতি ভবদীয়

 

স্বাক্ষর

(কাজা সুধাকর)

সাধারন ব্যবস্থাপক

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।