Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (325.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 15/12/2011

লোক ভবিষ্যনিধি প্রকল্প, ১৯৬৮ (পিপিএফ, ১৯৬৮) এবং বরিষ্ঠ নাগরিক সঞ্চয় প্রকল্প, ২০০৪ (এসসিএসএস, ২০০৪)-এর সংশোধনী – এজেন্টদের কমিশনের অর্থপ্রদান

আরবিআই/২০১১-১২/২৯৯
ডিজিবিএ.সিডিডি.নং.এইচ-৩৭৬৪/১৫.০২.০০১/২০১১-১২

তারিখঃ ডিসেম্বর ১৫, ২০১১

সভাপতি এবং পরিচালন অধিকর্তা / পরিচালন অধিকর্তা
প্রধান কার্যালয়, সরকারি লেখা বিভাগ/
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া /স্টেট ব্যাঙ্ক অফ পাতিয়ালা/
স্টেট ব্যাঙ্ক অফ বিকানির এন্ড জয়পুর /স্টেট ব্যাঙ্ক অফ ত্রাভাঙ্কোর/
স্টেট ব্যাঙ্ক অফ হায়দ্রাবাদ /স্টেট ব্যাঙ্ক অফ মাইসোর /অন্ধ্র ব্যাঙ্ক/
এলাহাবাদ ব্যাঙ্ক/ ব্যাঙ্ক অফ বরোদা / ব্যাঙ্ক অফ ইন্ডিয়া/
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র /কানারা ব্যাঙ্ক/ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া/
কর্পোরেশন ব্যাঙ্ক /দেনা ব্যাঙ্ক/ ইন্ডিয়ান ব্যাঙ্ক /ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক/
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক/সিন্ডিকেট ব্যাঙ্ক/ ইউকো ব্যাঙ্ক/
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া /ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া /
বিজয়া ব্যাঙ্ক/আইডিবিআই ব্যাঙ্ক/আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড

প্রিয় মহাশয়/মহাশয়া,

লোক ভবিষ্যনিধি প্রকল্প, ১৯৬৮ (পিপিএফ, ১৯৬৮) এবং বরিষ্ঠ নাগরিক সঞ্চয় প্রকল্প, ২০০৪ (এসসিএসএস, ২০০৪)-এর সংশোধনীএজেন্টদের কমিশনের অর্থপ্রদান

এতদ্দ্বারা শিরোনামাঙ্কিত বিষয়ে ভারত সরকারের নভেম্বর ২৫, ২০১১ তারিখের বিজ্ঞপ্তি নং এফ.১/১২/২০১১-এনএস-II-এর একটি প্রতিলিপি পাঠানো হচ্ছে । বিজ্ঞপ্তিতে পরিবেশিত বিষয় স্বত-ব্যাখ্যাত।

২. এই প্রসঙ্গে, আমরা জানাই যে এই বিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত বিষয় আপনার ব্যাঙ্কের যে সমস্ত শাখাগুলি পিপিএফ, ১৯৬৮ এবং এসসিএসএস, ২০০৪-এর কাজকর্ম করে যেন তাদের অবগতিতে আনা হয়। এগুলি পিপিএফ, ১৯৬৮ এবং এসসিএসএস, ২০০৪-এর গ্রাহক ও এজেন্টদের জ্ঞাতার্থে আপনার শাখাসমূহের নোটিশবোর্ডেও প্রদর্শিত করা উচিৎ।

আপনার বিশ্বস্ত

(শ্রীকান্ত হামিনে)  
প্রবন্ধক

সংযোজনীঃ ১


[ভারত সরকারের গেজেটে প্রকাশিতব্যঃ বিশেষ, ভাগ I—অনুভাগ-II]

নয়া দিল্লি, নভেম্বর ২৫, ২০১১

অর্থ মন্ত্রক
(অর্থনৈতিক বিষয়ক বিভাগ)

বিজ্ঞপ্তি

নং.এফ./১২/২০১১-এনএস-II - কেন্দ্রীয় সরকার এতদ্দ্বারা প্রাধিকৃত স্ট্যান্ডার্ডাইজ্‌ড্‌এজেন্সি সিস্টেম (এসএএস) এবং মহিলা প্রধান ক্ষেত্রিয় বচত যোজনা (এমপিকেবিওয়াই)-র এজেন্টদের জানাচ্ছে যে স্ট্যান্ডার্ডাইজ্‌ড্‌এজেন্সি সিস্টেম(এসএএস) এবং মহিলা প্রধান ক্ষেত্রিয় বচত যোজনা (এমপিকেবিওয়াই)-এর অধীন তাঁদের কর্তৃক সম্পাদিত চুক্তি্র শর্ত অনুযায়ী ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প-এর প্রচার এবং তার জন্য বিনিয়োগ জোগাড় করার জন্য তাঁদের নিম্ন হারে কমিশন প্রদান করা হবেঃ

(ক) মহিলা প্রধান ক্ষেত্রিয় বচত যোজনা (এমপিকেবিওয়াই)

                                                                 হার

(১) পাঁচ-বছরের রেকারিং ডিপোজিট একাউন্ট -    ৪%
(খ) স্ট্যান্ডার্ডাইজ্‌ড্‌এজেন্সি সিস্টেম (এসএএস)
(১) এক-বছরের মেয়াদি আমানত                          ০.৫%
(২) দু-বছর ও ৩ বছরের মেয়াদি আমানত              ০.৫%
(৩) পাঁচ-বছরের মেয়াদি আমানত                         ০.৫%
(৪) মাসিক আয় একাউন্ট প্রকল্প                             ০.৫%
(৫) পাঁচ/ছয়-বছরের ন্যাশানল সেভিংস সার্টিফিকেট(VIII-ইস্যু) ০.৫%
(৬) দশ-বছরের ন্যাশানল সেভিংস সার্টিফিকেট(IX-ইস্যু) – ০.৫%

২. লোক ভবিষ্য নিধি প্রকল্পে (১%) এবং বরিষ্ঠ নাগরিক সঞ্চয় প্রকল্পে (০.৫%) কমিশন-প্রদান বন্ধ করে দেওয়া হবে।

৩. রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চল সরকার কর্তৃক প্রদত্ত উৎসাহপ্রদানস্বরূপ অর্থ, যদি থাকে, সেটি কেন্দ্রীয় সরকারের দেওয়া কমিশন থেকে বাদ দিয়ে দেওয়া হবে।

৪. এই নির্দেশগুলি ডিসেম্বরের ১ম দিন, ২০১১ থেকে কার্যকরী হবে

এম..খান, অবর সচিব

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।