Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
হোম >> বিজ্ঞপ্তিগুলি - View
Note : To obtain an aligned printout please download the (141.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 03/04/2012

লোক ভবিষ্যনিধি প্রকল্প, ১৯৬৮ (পিপিএফ, ১৯৬৮) এবং বরিষ্ঠ নাগরিক সঞ্চয় প্রকল্প, ২০০৪ (এসসিএসএস, ২০০৪)- সুদের হার সংশোধন

আরবিআই/২০১১-১২/৪৮৩
ডিজিবিএ.সিডিডি.নং.এইচ-৬৫০৬/১৫.০২.০০১/২০১১-১২

 এপ্রিল ৩, ২০১২

সভাপতি এবং পরিচালন অধিকর্তা /পরিচালন অধিকর্তা
প্রধান কার্যালয়, সরকারি লেখা বিভাগ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া/স্টেট ব্যাঙ্ক অফ পাটিয়ালা/
স্টেট ব্যাঙ্ক অফ বিকানির এন্ড জয়পুর /স্টেট ব্যাঙ্ক অফ ট্রাভাঙ্কোর/
স্টেট ব্যাঙ্ক অফ হায়দ্রাবাদ /স্টেট ব্যাঙ্ক অফ মাইসোর /অন্ধ্র ব্যাঙ্ক/
এলাহাবাদ ব্যাঙ্ক/ ব্যাঙ্ক অফ বরোদা / ব্যাঙ্ক অফ ইন্ডিয়া/
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র /কানারা ব্যাঙ্ক/ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া/
কর্পোরেশন ব্যাঙ্ক /দেনা ব্যাঙ্ক/ ইন্ডিয়ান ব্যাঙ্ক /ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক/
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক/সিন্ডিকেট ব্যাঙ্ক/ ইউকো ব্যাঙ্ক/
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া /ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া /বিজয়া ব্যাঙ্ক/
আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেড/আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড

মহাশয়/মহাশয়া,

লোক ভবিষ্যনিধি প্রকল্প, ১৯৬৮ (পিপিএফ, ১৯৬৮) এবং বরিষ্ঠ নাগরিক সঞ্চয় প্রকল্প, ২০০৪ (এসসিএসএস, ২০০৪)- সুদের হার সংশোধন

দয়া করে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প-এর উপর সুদের হার সংক্রান্ত আমাদের জানুয়ারি ২০,২০১২ তারিখের সার্কুলার নং আরবিআই/২০১১-১২/৩৫৯ দেখবেন, যেখানে বলা হয়েছে যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প-এর উপর সুদের হার-এর সংশোধন সংক্রান্ত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি আর্থিক বছরের জন্য বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প-এর উপর সুদের হার সরকার কর্তৃক বিজ্ঞাপিত হবে সেই বছরে এপ্রিল ১-এর পূর্বে।

২. ভারত সরকার তাদের মার্চ ২৬, ২০১২ তারিখের অফিস মেমোরেন্ডম (ওএম) নং. ৬-১/২০১১-এনএস.II.(পিটি)-এর মাধ্যমে আর্থিক বছর ২০১২-১৩-র জন্য বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প-এর উপর প্রদেয় সুদের হার জানিয়ে দিয়েছেন। তদনুসারে, প্রকল্পের অন্তর্ভুক্ত চক্রবৃদ্ধিহারে সুদ/ অর্থপ্রদান-এর ভিত্তিতে আর্থিক বছর ২০১২-১৩-র জন্য পিপিএফ ১৯৬৮ ও এসসিএসএস, ২০০৪-এর জন্য সুদের হার, যা এপ্রিল ১, ২০১২ থেকে বলবৎ হবে, নিম্ন হারে:

প্রকল্প

০১.১২.২০১১. থেকে কার্যকরী সুদের হার

০১.০৪.২০১২ থেকে কার্যকরী সুদের হার

৫ বছরের এসসিএসএস, ২০০৪

.% বার্ষিক

.% বার্ষিক

পিপিএফ, ১৯৬৮

.% বার্ষিক

.% বার্ষিক

৩. এই সার্কুলারের বিষয়বস্তু আপনার ব্যাঙ্কের যে সমস্ত শাখাগুলি পিপিএফ, ১৯৬৮ এবং এসসিএসএস, ২০০৪ প্রকল্পগুলি নিয়ে কাজ করে তাদের নজরে আনবেন। পিপিএফ, ১৯৬৮ এবং এসসিএসএস, ২০০৪-এর গ্রাহকদের জন্য এবিষয়টি আপনার শাখাগুলির নোটিস বোর্ডে প্রদর্শিত করবেন।

আপনার বিশ্বস্ত

(সঙ্গীতা লালওয়ানি)
উপ মহাপ্রবন্ধক

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।